কেন্দ্র সরকারের পাঁচটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ছাত্র-ছাত্রীদের জন্য খুশির খবর। বর্তমান ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বিভিন্ন জিনিসপত্রের দাম যেমন বেড়েই চলেছে, তেমনই পড়াশোনার জন্য শিক্ষার্থীদের লেখাপড়ার বিভিন্ন আনুষঙ্গিক খরচের (বই, খাতা, কলম, বোর্ড, ভর্তি ও সেমেস্টার ফি, প্র্যাকটিক্যাল এর জিনিসপত্র) বহরও ক্রমশ বৃদ্ধি পেয়েই চলেছে। এমতবস্থায় বিদ্যার্থীদের বিশেষত দু:স্থ মেধাবী পড়ুয়াদের বিদ্যা অর্জনের পথটি যাতে সুগম থাকে, তার জন্য কেন্দ্র সরকার কোর্স, স্ট্রিম ও বিষয় অনুযায়ী বিভিন্ন খাতে একাধিক বৃত্তি প্রদান করে থাকে স্টুডেন্ট দের।

   

পড়াশোনায় যথেষ্ট ভালো পড়ুয়াদের অনেক সময়ই বিভিন্ন মনপছন্দ, আগ্রহ ও ভালোলাগার বিষয় নিয়ে পড়ার ইচ্ছে থাকলেও এমনকি সংশ্লিষ্ট কোর্সে সুযোগ পেয়েও কেবল বাড়ির দুর্বল অর্থনৈতিক অবস্থার জন্য সেই বিষয় নিয়ে শিক্ষাগ্রহণ করা হয়ে ওঠে না ছাত্র-ছাত্রীদের। তাই যেসকল বিদ্যার্থী লেখাপড়ায় মেধাবী, অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো ও উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহী তাদের উচ্চশিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য ও সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য বিভিন্ন খাতে ভালো পরিমাণ টাকা স্কলারশিপ দিচ্ছে কেন্দ্র সরকার।

আজ কেন্দ্র সরকার কর্তৃক ছাত্র-ছাত্রীদের প্রদত্ত এমনই পাঁচটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্বন্ধে আলোচনা করতে চলেছি। এই স্কলারশিপ গুলিতে কারা আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করবেন? আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সমস্ত তথ্য নিচে আলোচনা করা হলো।

NEST Scholarship:-

বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস পড়ুয়াদের Integrated M.Sc. (B.Sc.+M.Sc.) করার জন্য প্রত্যেক মাসে ৫,০০০ টাকা করে বৃত্তি দেয় কেন্দ্র সরকারের Department of Atomic Energy, Government of Indi। Centre for Excellence in Basic Sciences, University of Mumbai ও NISER, Bhuvneshwar এ পড়ানো হয় মৌলিক বিজ্ঞান। বিস্তারিত জানুন নিচের লিঙ্কে।

নেস্ট স্কলারশিপে আবেদন।

INSPIRE Scholarship:-

কেন্দ্র অথবা রাজ্য বোর্ডের 10+2 পরীক্ষায় Rank করে B.Sc. বা Joint M.Sc. (BS+MS) কোর্সে পাঠরত/পাঠরতা এমন ছাত্র-ছাত্রী, এছাড়া IIT-JEE, NEET, International Olympiad, JBNTS ইত্যাদি প্রবেশিকা পরীক্ষার জন্য যেসকল বিদ্যার্থী প্রস্তুতি নিচ্ছেন, তারাও এই স্কলারশিপে আবেদন করে ভালো পরিমাণ টাকা স্কলারশিপ পেতে পারেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত জানতে নিচের লিঙ্কে যান।

ইন্সপায়ার স্কলারশিপে আবেদন।

PMSS Scholarship:-

প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম এর অধীনে দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে স্নাতক, ডিপ্লোমা, স্নাতকোত্তর স্তর পর্যন্ত শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা হিসেবে প্রত্যেক মাসে বৃত্তি দেওয়া হয়। আগ্রহী পড়ুয়ারা আবেদন পদ্ধতি জানার জন্য নিচের লিঙ্কে প্রেস করুন।

প্রধানমন্ত্রী মোদি স্কলারশিপে আবেদন।

Saksham Scholarship:-

বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের পলিটেকনিক ডিপ্লোমা ও ইঞ্জিনিয়ারিং এর স্নাতক (Bachelor of Engineering) পড়ার জন্য বছরে ৫০,০০০ টাকা স্কলারশিপ অর্থ প্রদান করে থাকে কেন্দ্র সরকার। এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন তা সম্বন্ধে খুটিনাটি জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

সক্ষম স্কলারশিপে আবেদন।

Pragati Scholarship:-

মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে ডিপ্লোমা কোর্সে পাঠরত শিক্ষার্থী ছাত্রীরা এবং আইটিআই কোর্সে পাঠরত মেয়েরা প্রগতি স্কলারশিপে আবেদনের যোগ্য। এই স্কলারশিপে ছাত্রীদের পড়াশোনার জন্য প্রত্যেক বছর ৩০,০০০ টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়। কিভাবে আবেদন করবেন নিচের লিঙ্কে বিস্তারিত বলা আছে।

প্রগতি স্কলারশিপে আবেদন।

এমন আরও গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও গুগল নিউজ এ অনুসরণ করুন।

Telegram:- Link

Google News:- Link