পিএম মোদি PMSS স্কলারশিপ এ আবেদন করলেই মিলবে পড়াশোনার যাবতীয় খরচ সহ ভালো পরিমাণ বৃত্তি।

এতদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীরা এবং অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলোর অন্তর্ভুক্ত, পড়াশোনা করতে আগ্রহী পড়ুয়াদের জন্য বিভিন্ন স্কলারশিপ নিয়ে আলোচনা করেছি। আজকের এই প্রতিবেদনে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি স্কলারশিপ নিয়ে আলোচনা করতে চলেছি। দুঃস্থ পরিবারের অন্তর্গত যেসকল পড়ুয়া উচ্চ শিক্ষা গ্রহণ করে এগিয়ে যেতে চান বা ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হতে চাইছেন, তাদের জন্য প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি স্কলারশিপ বা PMSS স্কলারশিপ দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের তরফে। PMSS এর পুরো কথাটির অর্থ Prime Minister’s Scholarship Scheme

   

এই স্কলারশিপের আওতায় ছাত্র-ছাত্রী উভয়ই আবেদন করতে পারবেন। এই বৃত্তির অধীনে বিদ্যার্থীদের পড়াশোনার যাবতীয় খরচ সহ ভালো পরিমাণ টাকা স্কলারশিপ স্বরুপ প্রদান করা হয়। পিএম মোদি বা PMSS স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন, আবেদন প্রক্রিয়া কি? কত টাকা বৃত্তি দেওয়া হয়? আবেদনের জন্য প্রয়োজনীয় নথি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের সম্পূর্ণ প্রবন্ধটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়তে বলা হচ্ছে।

PMSS স্কলারশিপে কারা আবেদন যোগ্য?

১) এই স্কলারশিপ এ আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই বসবাস সূত্রে ভারতীয় হতে হবে।
২) আবেদনকারী শিক্ষার্থী কে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যেকোনো নতুন কোর্সে পাঠরত হতে হবে।
৩) আবেদনকারী পড়ুয়া কে ভারতের সমরকর্মীর (ভারতীয় আর্মি, বায়ুসেনা, ইন্ডিয়ান নেভি) পরিবারের বাসিন্দা হতে হবে।
৪) মাধ্যমিক পাসের পর উচ্চ-মাধ্যমিক, স্নাতক, ডিপ্লোমা, স্নাতকোত্তর সমস্ত কোর্সে পাঠরত পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন।
৫) ভারতবর্ষের যেকোনো প্রান্ত থেকে ছাত্র-ছাত্রী উভয়ই আবেদন যোগ্য।

কত টাকা বৃত্তি দেওয়া হয়?

মোদি স্কলারশিপের অধীনে পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সহায়তার জন্য ছাত্রদের প্রতিমাসে আড়াই হাজার টাকা এবং ছাত্রীদের প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়। উল্লেখ্য, ফি বছর প্রায় সাড়ে পাঁচ হাজার পড়ুয়াকে এই বৃত্তি প্রদান করে থাকে।

আরও পড়ুনঃ- রাজ্যে আরও দুই নতুন সরকারি ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। খুশিতে আপ্লুত সরকারি কর্মীরা।

আবেদন প্রক্রিয়া:-

PM Modi Scholarship এ আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা প্রথমে https://www.desw.gov.in/prime-ministers-scholarship-scheme-pmss ওয়েবসাইটের হোমপেজে এসে এপ্লাই নাও এ ক্লিক করলেই অনলাইন আবেদন ফর্মটি খুলে যাবে। এখন দরকারি নথি সহযোগে আবেদন পত্রটি যথাস্থানে উপযুক্ত তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করুন এবং আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করে অনলাইন দরখাস্তটি সাবমিট করবেন।

PM Modi Scholarship এ আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:-

১) শেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশীট।
২) আবেদনকারীর Guardian যদি কর্মরত হয়, তবে উপযুক্ত আধিকারিক প্রদত্ত Service Certificate।
৩) আবেদনকারীর অভিভাবক সন্ত্রাসবাদী হামলায় নিহত হলে উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে মৃত্যুর শংসাপত্র।
৪) প্রতিবন্ধী সার্টিফিকেট (প্রযোজ্য হ)
৫) আবেদনকারীর পরিবারের সদস্য (পিতা), সাহসিকতা প্রদর্শনের জন্য সরকারের তরফে বীরত্ব পুরস্কার পেয়ে থাকলে, তার প্রমাণপত্র।

এমন আরও গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্বন্ধে সর্বশেষ আপডেট পেতে Facebook ও Telegram এ আমাদের ফলো করুন।

Telegram:- Link

Facebook:- Link

Like Facebook Page