সক্ষম স্কলারশিপে আবেদন করলে বার্ষিক সর্বোচ্চ ৫০,০০০ পর্যন্ত পেয়ে যাবেন। সেইসঙ্গে পড়াশোনার বিভিন্ন আনুষঙ্গিক সরঞ্জাম কেনার খরচ। এই স্কলারশিপে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, আবেদন প্রক্রিয়া কি রয়েছে, আবেদনের জন্য কি কি নথি প্রয়োজন সমস্ত তথ্য সবিস্তারে আলোচনা করা হয়েছে।
যেসকল পড়ুয়া প্রতিবছর নিত্যনতুন স্কলারশিপের খোঁজ করেন অথবা যারা পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না থাকার কারণে তাদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে অপারগ, প্রত্যেক বছর তাদের বিভিন্ন বৃত্তি প্রদান করে থাকে সরকার ও NGO (Non Governmental Organisations) গুলি। আজকের প্রতিবেদনে সেরকমই একটি স্কলারশিপ নিয়ে আলোচনা করতে চলেছি।
সাধারণত যেকোনো স্কলারশিপের ক্ষেত্রে সকল মেধাবী ও আর্থিকভাবে দুর্বল পড়ুয়ারা আবেদন করতে পারেন কিম্বা এন্ট্রান্স পরীক্ষা দিয়ে স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্য হতে হয়। তবে Saksham স্কলারশিপটি কেবল বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য দেওয়া হয়ে থাকে। এটি একটি সরকারি স্কলারশিপ।
আরও পড়ুন: অল্প টাকায় শুরু করুন এই ব্যবসা। আয় মাসে পঞ্চাশ হাজার টাকা।
সক্ষম স্কলারশিপের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:-
• শুধুমাত্র বিশেষভাবে সক্ষম (Physically Challenged) পড়ুয়ারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
• প্রতিবন্ধকতার পরিমাণ ৪০% বা তার বেশী হতে হবে।
• প্রযুক্তি শিক্ষা (Technical Education) বিষয়ে পলিটেকনিক ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিং স্নাতক (BE/B.Tech.) কোর্সের পড়ুয়া বাদে অন্যান্য কোর্সের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য যোগ্য নন।
• এই বৃত্তি পাওয়ার জন্য ছাত্র ছাত্রীদের All India Council of Technical Education স্বীকৃত কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে।
• বার্ষিক পারিবারিক ইনকাম আট লাখ টাকার মধ্যে হতে হবে।
উপরিউক্ত সমস্ত শর্ত পূরণ করলে তবেই এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
কত বছর কত টাকা বৃত্তি দেওয়া হয়?
প্রতিবছর পড়াশোনার খরচ ও আনুষঙ্গিক জিনিস (কম্পিউটার) কেনার জন্য এবং প্রতিবন্ধকতার সরঞ্জাম কেনার জন্য ৫০,০০০ টাকা দেওয়া হয়ে থাকে।
ডিপ্লোমা কোর্সের প্রার্থীরা ৩ বছর (Lateral Entry প্রার্থীরা ২ বছর) ও ডিগ্রি কোর্সের পড়ুয়ারা ৪ বছর (Lateral Entry প্রার্থীরা ৩ বছর) এই স্কলারশিপ পেয়ে যাবেন।
আবেদন প্রক্রিয়া:-
এই স্কলারশিপে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীরা প্রথমে NSP (ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে) এর অফিসিয়াল ওয়েবসাইটে (scholarships.gov.in) যান। নাম রেজিষ্ট্রেশন করে আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এরপর Apply Now এ ক্লিক করলেই আবেদন পত্রতি ওপেন হবে। এরপর প্রয়োজনীয় নথি সহযোগে আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করুন।
এই স্কলারশিপের জন্য আপনার আবেদন প্রক্রিয়া যাচাই করা হবে। স্কলারশিপের জন্য যোগ্য বিবেচিত হলে বৃত্তি প্রাপকের মেধা তালিকায় আপনার নাম নথিভুক্ত হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আপনার দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা ক্রেডিট হয়ে যাবে। প্রতিববছর বৃত্তি পাওয়ার জন্য রিন্যুযাল করা আবশ্যক।
কি কি নথি প্রয়োজন?
সক্ষম স্কলারশিপে আবেদনের সময় অনলাইনে নিম্নলিখিত ডকুমেন্টস গুলি নির্দিষ্ট ফর্ম্যাটে স্ক্যান করে নেবেন।
• আধার/ভোটার কার্ড।
• আইটিআই/মাধ্যমিক পাসের মার্কশীট ও সার্টিফিকেট।
• ডিপ্লোমা/উচ্চ মাধ্যমিক পাসের মার্কশীট ও সার্টিফিকেট।
• প্রতিবন্ধকতার সার্টিফিকেট।
• বাৎসরিক পারিবারিক আয়ের শংসাপত্র।
• ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস।
আবেদনের শেষ তারিখ:-
প্রতিবছর সেপ্টম্বর মাস নাগাদ এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়। মোটামুটি তিন মাসের মতো আবেদন প্রক্রিয়া চলে। ২০২৪ সালে এই স্কলারশিপে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।