উচ্চ মাধ্যমিক পাস? এই সমস্ত স্কলারশিপ গুলিতে আবেদন করলে ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন ছাত্র-ছাত্রীরা।

ছাত্র ছাত্রীদের জন্য খুশির সংবাদ। আপনি কি উচ্চ মাধ্যমিক পাস? স্কলারশিপের জন্য খোঁজ করছেন? তবে এই প্রতিবেদনটি আপনার জন্য। পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল নয়, এমন পরিবারের মেধাবী পড়ুয়ারা যাতে তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারে এবং অন্যান্য সাধারণ পড়ুয়াদের মতো তারাও যাতে উচ্চশিক্ষা লাভের জন্য সুযোগ-সুবিধা পায় তার জন্য দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের একাধিক স্কলারশিপের সুযোগ-সুবিধা প্রদান করে থাকে বিভিন্ন বেসরকারি সংগঠন।

   

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের পর কলেজে ভর্তি হয়ে বিভিন্ন সরকারি স্কলারশিপে তো আবেদন জানাবেনই। তবে ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে পড়াশোনা ও আনুষঙ্গিক খরচ চালানোর জন্য কেবল সরকারি স্কলারশিপ যথেষ্ট নয়। তাই আপনি যদি 12TH এ ভালো ফল করে থাকেন (৬০ শতাংশ বা তারও উপরে নম্বর পেয়ে থাকেন) তবে সরকারি স্কলারশিপের পাশাপাশি বেশ কিছু বেসরকারি স্কলারশিপের জন্যও আবেদন জানাতে পারবেন। নিচে এমনই ৬ টি বেসরকারি সংস্থার গুরুত্বপূর্ণ ৬টি স্কলারশিপ সম্বন্ধে আলোচনা করা হলো।

1) Sitaram Jindal Scholarship:-

Sitaram Jindal Foundation এর পক্ষ থেকে ভারতবর্ষের দুঃস্থ মেধাবী পড়ুয়াদের পড়াশোনার সাহায্যার্থে কোর্স অনুযায়ী সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়ে থাকে। 10+2, ITI, Diploma, স্নাতক ও স্নাতকোত্তর স্তর পাঠরত শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

স্কলারশিপের আবেদন প্রক্রিয়া ও অন্যান্য যোগ্যতা সম্বন্ধে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি পড়ুন।

সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদন করুন।

2) Tata Scholarship:-

মেধাবী অথচ পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় এমন পড়ুয়াদের জন্য আরেক বেসরকারি স্কলারশিপ হল Tata Capital Pankh Scholarship। ষষ্ঠ শ্রেণী থেকে গ্রাজুয়েশন স্তর পর্যন্ত ছাত্র ছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয়। আগের বর্ষে বার্ষিক পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়েছেন এমন পড়ুয়াদের প্রত্যেক বছর পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করে থাকে Tata Trust Group।

এই স্কলারশিপের আবেদন পদ্ধতি ও কোন কোর্সে কত টাকা দেওয়া হয় তা সম্বন্ধে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনে যান।

টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপে আবেদন প্রক্রিয়া।

3) Glow & Lovely Scholarship:-

মেয়েদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য Hindustan Unilever Limited এর পক্ষ থেকে ছাত্রীদের এককালীন সর্বোচ্চ ৫০ হাজার টাকা দেওয়া হয়। দেশের প্রত্যন্ত অঞ্চলের পড়ুয়াদের বছরে অতিরিক্ত ৩,০০০ টাকা করে দেওয়া হয়। ১৫-৩০ বছর বয়সী শিক্ষার্থী মেয়েরা আবেদন করতে পারবেন।

গ্লো এন্ড লাভলি স্কলারশিপে আবেদনের অন্যান্য আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে যান।

গ্লো এন্ড লাভলি স্কলারশিপে আবেদন করুন।

4) Colgate Scholarship:-

Colgate Smile India Foundation এর তরফে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা গরীব মেধাবী পড়ুয়া, খেলোয়াড় ও সমাজ সংস্কারকদের সর্বোচ্চ ৭৫,০০০ টাকা সর্বাধিক ৩ বছরের জন্য প্রদান করা হয়ে থাকে।

এই স্কলারশিপে আবেদনের শর্ত, কিভাবে আবেদন করবেন ও আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কে খুটিনাটি তথ্য পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

কোলগেট স্কলারশিপ আবেদন প্রক্রিয়া।

5) L’Oréal Scholarship:-

নারীশিক্ষা কে ভারত তথা সমগ্র বিশ্বে মডেল হিসেবে উপস্থাপন করতে ছাত্রী পড়ুয়াদের ভালো পরিমাণ বৃত্তি দিয়ে থাকে L’Oréal India Foundation। ছাত্রীদের পড়াশোনার খরচ চালানোর জন্য ২.৫ লাখ টাকার অনুদান দিয়ে থাকে উক্ত সংস্থা। এই স্কলারশিপ পাওয়ার জন্য ছাত্রীদের কমপক্ষে 10+2 পাস হতে হবে।

লরিয়াল স্কলারশিপের আবেদন পদ্ধতি ও প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য জানতে নিচের খবরটি পড়ুন।

লরিয়াল স্কলারশিপে আবেদন পদ্ধতি।

6) Vidyasaarathi Protean Scholarship:-

Protean e-Gov Technologies Limited এর পক্ষ থেকে দেশের গরীব ও মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার জন্য বার্ষিক সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে। আইটিআই ও ডিপ্লোমা পড়ুয়ারাও এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন। এই বৃত্তিতে আবেদনের জন্য পরিবারের বার্ষিক আয় ৫ লাখ টাকার মধ্যে হতে হবে।

বিদ্যাসারথী স্কলারশিপের আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় ডকুমেন্টস সম্বন্ধে বিস্তারিত বিবরণ পেতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

বিদ্যাসারথী স্কলারশিপে আবেদন করুন।

দেশ-বিদেশের সরকারি ও বেসরকারি স্কলারশিপ সম্বন্ধে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে নিচের লিঙ্কের মাধ্যমে আমাদের ফলো করুন।

Google News:- Link

Telegram Channel:- Link

Like Facebook Page