পড়ুয়ারা পাবেন ৫০,০০০ টাকা। আবেদন করুন ফেয়ার এন্ড লাভলি স্কলারশিপে।

যেসকল পড়ুয়া উচ্চশিক্ষা লাভ করতে আগ্রহী কিন্তু অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ার কারণে তা সম্ভব হয়ে ওঠে না তাদের জন্য বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে সরকার ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। বিশেষত মহিলা পড়ুয়া যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন, অর্থ যাদের উচ্চশিক্ষা লাভের পথে প্রধান অন্তরায় তাদের জন্য এই বিশেষ স্কলারশিপ। এই স্কলারশিপটির জন্য কেবল ছাত্রীরাই আবেদন করতে পারবেন।

   

বর্তমানে ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহ প্রদানের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। আজ সেরকমই একটি স্কলারশিপ নিয়ে আলোচনা করতে চলেছি। স্কলারশিপটির নাম Fair & Lovely Scholarship। দেশের যোগ্য ছাত্রী পড়ুয়াদের প্রতিবছর হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এর পক্ষ থেকে এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। যদি ফেয়ার Fair & Lovely এর নাম বদলে বর্তমানে Glow & Lovely হয়েছে তবুও ফেয়ার এন্ড লাভলি নামেই বৃত্তিটি প্রদান করা হয় ওই সংস্থার তরফে।

এই স্কলারশিপে সুবিধা পেতে শিক্ষার্থীদের কি যোগ্যতা থাকতে হবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন ও কত টাকা বৃত্তি দেওয়া হয় বিস্তারিত নীচে আলোচনা করা হলো।

আরও পড়ুন: নাসাতে চাকরির জন্য কিভাবে আবেদন করবেন? বেতন কত বিস্তারিত জানুন।

আবেদন যোগ্যতা:-

এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীকে নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে।

  • Fair & Lovely স্কলারশিপে কেবল ছাত্রীরাই আবেদনের যোগ্য।
  • আবেদনকারীর বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
  • বাৎসরিক পারিবারিক ইনকাম ৬ লাখ টাকার কম হতে হবে।
  • পড়ুয়াদের 10+2 স্তরে ৬০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক কোর্সে অথবা স্নাতকোত্তর স্তরে পাঠরত হতে হবে।
  • পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো নয় এমন শিক্ষার্থী যারা ইঞ্জিনিয়ারিং, ডাক্তারী, সিভিল সার্ভিস কিম্বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর মতো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া:-

  • এই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে https://www.glowandlovelycareers.in/en এই ওয়েবসাইটে গিয়ে একটি বৈধ ইমেইল আইডি দিয়ে নাম রেজিষ্ট্রেশন করে একটি Account তৈরি করুন।
  • এরপর আপনার ইমেইল টি ভেরিফাই করা হবে। এরপর Verification Link এ যান।
  • পরবর্তী পেজে Apply Online এ ক্লিক করলে অনলাইন আবেদন পত্রটি স্ক্রিনে আসবে।
  • প্রয়োজনীয় তথ্য ও নথি সহযোগে আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করে সাবমিট করুন।
  • অনলাইন আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করবেন।

এছাড়াও আপনি চাইলে অফলাইনেও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। অফলাইনে আবেদনের জন্য অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্মের প্রিন্টআউট বের করে তা ভালো করে পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সহযোগে নীচের ঠিকানায় পাঠাতে হবে।

glow-&-lovely

Glow & Lovely Official Address:-

Glow & Lovely Foundation, Hindustan Unilever House, B D Sawant Marg, Chakaala, Mumbai, Maharashtra, 400099

Official Helpline Number & Contact Details:-

Email:- [email protected]

Helpline Number:- 1800 10 22 221 ( Available 9 AM to 9 PM)

বৃত্তির পরিমাণ:-

এই স্কলারশিপের জন্য নির্বাচিত হলে ভালো পরিমাণ টাকা বৃত্তি পেয়ে যাবেন। শিক্ষার্থীর কোর্স অনুযায়ী সর্বনিম্ন ২৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয় HUL এর পক্ষ থেকে। এই টাকা এককালীন হিসেবে প্রদান করা হয় ছাত্রীদের। প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের অতিরিক্ত প্রতিবছর ৩,০০০ টাকা করে দেওয়া হয় কোর্স চলাকালে।

কি কি ডকুমেন্টস প্রয়োজন?

ফেয়ার এন্ড লাভলি স্কলারশিপে আবেদনের জন্য নিম্নলিখিত ডকুমেন্টস গুলি অবশ্যই থাকতে হবে। এই ডকুমেন্টস গুলি অনলাইনে আবেদনের জন্য স্ক্যান করবেন অথবা অফলাইন আবেদনের জন্য ডাকযোগে পাঠাতে হবে।

আরও পড়ুন: আপনার নামে ঘর আসলেও পাবেন না ঘরের টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত নতুন আপডেট।

  • আবেদনকারীর পরিচয়পত্র (আধার কার্ড)।
  • পাসপোর্ট মাপের রঙিন ছবি।
  • দশম ও দ্বাদশ পাসের মার্কশীট ও সার্টিফিকেট।
  • স্নাতক পাসের মার্কশীট ও সার্টিফিকেট।
  • পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র।
  • শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির স্লিপ।

এই স্কলারশিপের জন্য কিভাবে নির্বাচিত হবেন?

স্কলারশিপের জন্য যোগ্য প্রার্থীদের সম্পূর্ণ মেধা ও পারিবারের অর্থনৈতিক অবস্থার ওপর ভিত্তি করে নির্বাচন করা হবে। প্রথমের আবেদনকারীদের শর্টলিস্ট করা হবে। এরপর ওই Shortlisted প্রার্থীদের Glow & Lovely সংস্থার তরফে Telephone Calling এর মাধ্যমে 10-15 Minutes ইন্টারভিউ গ্রহণ করা হবে।

আপনার সুবিধামতো আঞ্চলিক ভাষায় প্রশ্ন শুনতে ও উত্তর দিতে পারবেন। প্রশ্নোত্তর মূল্যায়ন করবে Hindustan Unilever Limited। Physically Challenged ও Orphan রা প্রাধান্য পাবেন। Scholarship Winner দের নামের তালিকা অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে Glow & Lovely Foundation।

চাকরি, স্কলারশিপ ও প্রকল্প সম্বন্ধে নিত্যনতুন আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

WhatsApp Group:- Link

Like Facebook Page