বার্ষিক ৭৫,০০০ টাকা পর্যন্ত বৃত্তি পাবেন কোলগেট স্কলারশিপে আবেদন করলে। আবেদন প্রক্রিয়া জানুন।

মেধাবী, দু:স্থ ছাত্র-ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্কলারশিপ প্রদান করে থাকে বেসরকারি প্রতিষ্ঠান গুলি। পড়াশোনার আনুষঙ্গিক খরচ মেটানোর জন্য সরকারি বৃত্তির পাশাপাশি এই বেসরকারি স্কলারশিপ গুলির জন্যও আবেদন করতে পারেন শিক্ষার্থীরা। বিভিন্ন কোর্সে ৬০ শতাংশ নম্বর পেয়ে পাস করলেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন বিদ্যার্থীরা কেবল পড়ুয়া নয়, মেধাবী খেলোয়াড় ও সমাজ সংস্কারকদেরও একটা ভালো পরিমাণ টাকা দেওয়া হয় কাজের জন্য বা সরঞ্জাম কেনার জন্য যাতে অভ্যাস করতে সুবিধা হয়।

   

কোলগেট স্মাইল ইন্ডিয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রতিবছর শিক্ষার্থী, খেলোয়াড় ও সমাজ সচেতনদের এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে যাতে শিক্ষার মাধ্যমে, খেলার মাধ্যমে ও সমাজের দৃষ্টিভঙ্গি বদলের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন দেশের যুবসমাজ। এই বৃত্তির জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কিভাবে আবেদন করবেন, কোন কোর্সে কত টাকা বৃত্তি দেওয়া হয়, আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন বিস্তারিত বিবরণ নীচে দেওয়া হলো।

বৃত্তি প্রদানকারী সংস্থা:-

Colgate Smile India Foundation প্রতি বছর যোগ্য প্রার্থীদের এই বৃত্তি দিয়ে থাকে। এটি একটি বেসরকারি স্কলারশিপ।

কোলগেট স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন?

আরও পড়ুনঃ ভারতীয় পড়ুয়াদের জন্য সেরা পাঁচটি স্কলারশিপ। বিস্তারিত জানুন।

কোলগেট স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে।

১) এই স্কলারশিপে আবেদনের জন্য দশম ও দ্বাদশ স্তরে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে ডিপ্লোমা বা স্নাতক কোর্সে ভর্তি হতে হবে। তবে ৭৫ শতাংশের উপর নম্বর পেলে প্রাধান্য পাবেন।
২) মেধাবী খেলোয়াড় যারা জেলাস্তরে ১ থেকে ১০ এর মধ্যে Rank করেছেন। এছাড়া রাজ্যস্তরে প্রথম ১০০ জন এবং ন্যাশনাল লেভেলে প্রথম ৫০০ জন খেলোয়াড়দের তালিকার মধ্যে রয়েছেন।
৩) এছাড়াও যেসকল ব্যক্তি বিভিন্ন সমাজ সেবামূলক কাজকর্মের সাথে জড়িত তারাও এই স্কলারশিপে আবেদনের যোগ্য।
৪) কোলগেট স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় পাঁচ লাখ টাকার কম হতে হবে। যাদের পরিবারের বাৎসরিক ইনকাম ২ লাখ টাকার মধ্যে তারা অগ্রাধিকার পাবেন।
৫) আবেদনকারী কে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

বৃত্তির পরিমাণ:-

কোলগেট স্কলারশিপের আওতায় ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিমাণ স্কলারশিপ দিয়ে থাকে এই অর্গানাইজেশন।

Education

১) 11th Standard এ পড়াশোনা করছেন এমন পড়ুয়ারা বার্ষিক ২০,০০০ দুই বছরের জন্য পেয়ে যাবেন।
২) Diploma ও Graduation Course (B.Sc/ BA/ B.Com) এ পাঠরত পড়ুয়ারা বার্ষিক ৩০,০০০ টাকা তিন বছরের জন্য পেয়ে যাবেন।
৩) এই স্কলারশিপের জন্য নির্বাচিত হলে ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কোর্সে পড়াশোনা করছেন এমন পড়ুয়ারা বার্ষিক ৩০,০০০ টাকা চার বছর পর্যন্ত পাবেন।
৪) Bachelor of Dental Surgery কোর্স এ পাঠরতরা চার বছরের জন্য বার্ষিক ৩০,০০০ টাকা করে এই স্কলারশিপ সুবিধা পেয়ে যাবেন

colgate-foundation
Colgate Keep Smiling India Foundation Scholarship 2023

Sports

এই স্কলারশিপে অধীনে নির্বাচিত মেধাবী খেলোয়াড়েরা বার্ষিক সর্বোচ্চ ৭৫,০০০ টাকা তিন বছরের জন্য পাবেন। যাতে তারা সরঞ্জাম কেনার জন্য, প্র্যাকটিসের জন্য, সর্বোপরি দেশকে গর্ববোধ করতে নিজেকে প্রস্তুত করার জন্য এই বৃত্তি দেওয়া হয়ে থাকে।

Social Work

যেসকল ব্যক্তি সমাজ সংস্কারকমূলক কার্যক্রমের সাথে যুক্ত তাদের ২ বছরের জন্য বার্ষিক ৭৫,০০০ টাকা অর্থনৈতিক সাহায্য দিয়ে থাকে কোলগেট ফাউন্ডেশন। যাতে তারা সমাজের ভোলবদলে, দেশের উন্নতিকল্পে নিজেকে নিয়োজিত করতে পারেন।

কিভাবে আবেদন করবেন?

যেসকল ব্যক্তি সমাজ সংস্কারকমূলক কার্যক্রমের সাথে যুক্ত তাদের ২ বছরের জন্য বার্ষিক ৭৫,০০০ টাকা অর্থনৈতিক সাহায্য দিয়ে থাকে কোলগেট ফাউন্ডেশন। যাতে তারা সমাজের ভোলবদলে, দেশের উন্নতিকল্পে নিজেকে নিয়োজিত করতে পারেন।

কোলগেট স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে
https://www.buddy4study.com/page/keep-india-smiling-foundational-scholarship-programme
এই সাইটে গিয়ে একটি বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বর দিয়ে নাম রেজিষ্ট্রেশন করে নিন। এরপর লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে login করুন। এখন কোন কোর্সের জন্য আবেদন করতে চাইছেন তা সিলেক্ট করুন। এবারে অনলাইন আবেদন পত্রটি ওপেন হবে। সমস্ত শূন্যস্থান মনোযোগ সহকারে পূরণ করুন।

সমস্ত তথ্য পূরন করা হয়ে গেলে একবার ভালো করে আবেদন পত্রটি দেখে নিন কোথাও ভুল রয়েছে কিনা। সব ঠিকঠাক থাকলে আবেদন সাবমিট করুন। দরখাস্ত সফলভাবে জমা হলে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বর/ইমেইল এ একটি মেসে আসবে যেখানে Application Number টি উল্লেখ করা থাকবে। আপনি চাইলে দরখাস্ত ফর্মটি প্রিন্ট আউট করে রাখতে পারেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:-

কোলগেট স্কলারশিপে আবেদনের সময় নিম্নলিখিত নথিগুলো সঙ্গে রাখতে হবে।

আরও পড়ুনঃ দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যের মাদ্রাসা গুলিতে প্রচুর সংখ্যক শূন্যপদে শিক্ষক ও গ্রুপ সি ও ডি কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সরকারি নোটিশ জারি রাজ্য মাদ্রাসা কমিশনের।

১) আধার কার্ড/ভোটার কার্ড।
২) পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩) দশম ও দ্বাদশ পাসের মার্কশীট ও সার্টিফিকেট।
৪) শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির স্লিপ।
৫) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
৬) গেজেটেড কর্মকর্তা প্রদত্ত ইনকাম সার্টিফিকেট।
৭) PH Certificate (যদি থাকে)।

কিভাবে স্কলারশিপের জন্য প্রার্থী বাছাই করা হয়?

কোলগেট স্কলারশিপে আবেদনের পর আবেদনকারীদের দরখাস্ত ভালোভাবে খতিয়ে দেখে Colgate Smile India Foundation এর কর্তৃপক্ষ। এরপর মেধা ও আর্থিক প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে প্রার্থীদের একটি তালিকা তৈরি করা হয়ে। ওই তালিকার সমস্ত প্রার্থীকে সংস্থার তরফে Interactive Voice Response System এর মাধ্যমে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। প্রশ্নের সঠিক ও গ্রহণযোগ্য উত্তর দিলে আপনাকে এই স্কলারশিপের জন্য নির্বাচন করা হবে। এবং ইমেইল কনফার্মেশনের মাধ্যমে আপনাকে তা জানিয়ে দেওয়া হবে।

Deadline:- 30th April, 2023

Like Facebook Page