বিদ্যাসারথী স্কলারশিপে আবেদন করে পেয়ে যান ১ লাখ টাকা পর্যন্ত বৃত্তি।

শিক্ষার্থীদের জন্য খুশির খবর। আর্থিক দুরবস্থার কবলে পড়ে দুঃস্থ মেধাবী পড়ুয়াদের পড়াশোনা যাতে থমকে না যায় তার জন্য নিত্যদিন সরকারি ও বেসরকারি বিভিন্ন ধরনের স্কলারশিপের খোঁজ দিয়ে থাকি আমরা। আজ তেমনই একটি স্কলারশিপ সম্বন্ধে আলোচনা করতে চলেছি। এই স্কলারশিপে আবেদন করলে যোগ্য পড়ুয়ারা বছরে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে যাবেন। এই স্কলারশিপ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জেনে নিন নীচের অংশে।

   

আজ যে স্কলারশিপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি তার নাম বিদ্যাসারথী স্কলারশিপ। Protean eGov Technologies Limited (তৎকালীন NSDL e-Governance Infrastructure Limited) এর পক্ষ থেকে যোগ্য শিক্ষার্থীদের প্রতিবছর এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। ইহা একটি বেসরকারি স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদনের জন্য কি যোগ্যতা থাকতে হবে, কিভাবে আবেদন করবেন? আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন ইত্যাদি বিষয়ে খুটিনাটি আপডেট জানুন আজকের প্রতিবেদনে।

আরও পড়ুনঃ- রাজ্য সরকারে ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগ ২০২৩ বিজ্ঞপ্তি নোটিশ জারি।

বিদ্যাসারথী স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:-

কমপক্ষে মাধ্যমিক পাস করে থাকলে এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন শিক্ষার্থীরা। তবে উচ্চ শিক্ষাগত যোগ্যতার পড়ুয়ারও এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। জেনারেল, তপশিলি, ওবিসি সমস্ত ক্যাটেগরির বিদ্যার্থীরাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় পাঁচ লাখ টাকার কম হতে হবে। ITI ও Diploma পড়ুয়ারাও এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।

আবেদন প্রক্রিয়া:-

বিদ্যাসারথী স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্র-ছাত্রীদের সর্বপ্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে নাম নথিভুক্ত করিয়ে নিতে হবে। আবেদনের সময় প্রয়োজনীয় নথি নির্দিষ্ট ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করবেন। প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য সহযোগে অনলাইন আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করে সাবমিট করবেন।

vidyasaarathi-scholarship-2023

কিভাবে টাকা পাবেন?

আপনার অনলাইন আবেদন পত্রটি সংস্থার তরফে গ্রহণ করা হলে এবং আপনি স্কলারশিপের জন্য যোগ্য বিবেচিত হলে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে একটি নিশ্চিতকরণ মেসেজ আসবে। আপনার আবেদনের যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনের স্থিতি সম্পর্কে জানতে পারবেন। অনলাইন স্ট্যাটাস চেক এর সময় যদি দেখেন আবেদন এপ্রুভ হয়েছে তবে স্কলারশিপের নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি প্রদত্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে।

কি কি ডকুমেন্টস প্রয়োজন:-

বিদ্যাসারথী স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীকে নিম্নলিখিত ডকুমেন্টস গুলি তৈরি রাখতে হবে।

১) সচিত্র পরিচয়পত্র (আধার/ ভোটার কার্ড)।
২) পাসপোর্ট মাপের কালার ফটোগ্রাফ।
৩) স্থায়ী বসবাসের শংসাপত্র।
৪) শেষ বার্ষিক পরীক্ষার মার্কশীট ও সার্টিফিকেট।
৫) নতুন শ্রেণীতে ভর্তির স্লিপ।
৬) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস।
৭) গেজেটেড অফিসার প্রদত্ত পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।

আরও পড়ুনঃ- প্রাথমিকে ৩৬,০০০ চাকরি বাতিল। কাদের চাকরি বহাল থাকছে?

অফিশিয়াল ওয়েবসাইট:- vidyasaarathi.co.in

এই স্কলারশিপে আবেদন করলে কোর্স অনুযায়ী সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক অনুদান পেয়ে যাবেন শিক্ষার্থীরা। এরকম আরও বিভিন্ন ধরনের স্কলারশিপ সম্বন্ধে নিত্যনতুন আপডেট পেতে নীচে দেওয়া লিঙ্ক ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে।

টেলিগ্রাম চ্যানেল:- Link

হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link

Like Facebook Page