শিক্ষার্থীরা পাবেন ২.৫ লক্ষ টাকা। আবেদন করুন ল’রিয়াল স্কলারশিপে।

শিক্ষার্থীদের জন্য দারুণ সুখবর। পড়াশোনার খরচ চালানোর জন্য ২.৫ লক্ষ টাকা করে দিচ্ছে L’Oréal India ফাউন্ডেশন। এই স্কলারশিপের আবেদনের জন্য কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে? আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন? আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জানতে সম্পূর্ণ নিবন্ধটি ভালোভাবে পড়তে অনুরোধ করা হচ্ছে।

   

লরিয়াল হলো একটি আন্তর্জাতিক ব্র্যান্ড যা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই বিপণনী সংস্থার ভারতীয় শাখা L’Oréal India ভারতীয় নারীদের শিক্ষার মানদন্ডকে উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য প্রতিবছর শিক্ষার্থী ছাত্রীদের উচ্চশিক্ষা লাভের জন্য এই বৃত্তি প্রদান করে থাকে লরিয়াল ইন্ডিয়া ব্র্যান্ড। যদিও বিশ্বজুড়েই সমাজকল্যাণমূলক ও জনদরদি বিভিন্ন কর্মকান্ড করে আসছে L’Oréal Brand।তার মধ্যে L’Oréal Scholarship প্রদান সংস্থার অন্যতম সংযোজন।

L’Oréal Scholarship এর জন্য আবেদন যোগ্যতা:-

L’Oréal India For Young Women in Science Scholarship পাওয়ার জন্য আবেদনকারীদের নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে।

১) আবেদনকারী কে ভারতীয় হতে হবে।
২) কেবল মহিলা শিক্ষার্থীরাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
৩) আবেদনকারী কে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস করে B.Sc./MBBS/B.Tech কোর্সে পাঠরত হতে হবে।
৪) পড়ুয়াদের 10+2 স্তরে ন্যূনতম ৮৫ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
৫) পরিবারের বাৎসরিক আয় ছয় লক্ষ টাকার মধ্যে হতে হবে।

আরও পড়ুনঃ- হাসি ফুটলো সরকারি কর্মীদের মুখে। ১৬ শতাংশ হারে পাবেন ডিএ। কবে থেকে পাবেন মহার্ঘ ভাতা। কি জানালো রাজ্যের শিক্ষা দপ্তর?

আবেদন প্রক্রিয়া:-

১) লরিয়েল স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা https://www.buddy4study.com/page/loreal-india-for-young-women-in-science-scholarships এই সাইটে গিয়ে Apply Now এ ক্লিক করুন।
২) এরপর মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে লগইন আইডি ও পাসওয়ার্ড তৈরি করে লগইন করুন।
৩) এবারে একটি নতুন পৃষ্ঠা খুলবে। এখানে Start Application এ যান।
৪) এখন টার্ম এন্ড কন্ডিশন এর চেকবক্স ক্লিক করে অনলাইন আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করুন। সমস্ত তথ্য খতিয়ে দেখে আবেদন সাবমিট করুন।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

এই স্কলারশিপে আবেদনের সময় ছাত্রীদের নিম্নলিখিত ডকুমেন্টস গুলি সঙ্গে রাখতে হবে।

১) আধার/ভোটার কার্ডের প্রত্যয়িত নকল।
২) পরিবারের বাৎসরিক পারিবারিক আয়ের স্ব-প্রত্যয়িত প্রমাণপত্র।
৩) মাধ্যমিক পরীক্ষার মার্কশীট।
৪) 10+2 এর মার্কশীট।

নির্বাচন প্রক্রিয়া:-

আবেদনকারী ছাত্রীদের পরিবারের আর্থিক অবস্থা ও মেধা অনুযায়ী একটি শর্টলিস্ট তৈরী করা হয়। এবং ওই মেধাতালিকা থেকে প্রার্থীদের ফোন কলের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয়। এরপর স্কলারশিপের জন্য যেসকল প্রার্থী নির্বাচিত হবেন সেই সকল প্রার্থীদের নাম অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ- লক্ষ্মীর ভান্ডারে IFSC কোড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কিভাবে পরিবর্তন করবেন বিস্তারিত জেনে নিন।

যোগাযোগ:-

লরিয়াল স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত জানতে নিচের হেল্পলাইন নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন।

হেল্পলাইন নম্বর:- ০১১ ৪৩০ ৯২২৪৮

Like Facebook Page