৫ টি গুরুত্বপূর্ণ সরকারি স্কলারশিপ। ছাত্র-ছাত্রী উভয়ই আবেদন যোগ্য।

অর্থের অভাবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে পড়াশোনা বন্ধ? নিম্নের এই স্কলারশিপ গুলিতে আবেদন করলে লেখাপড়ার জন্য আর চিন্তা করতে হবে না। কেননা রাজ্য ও কেন্দ্র সরকার যৌথভাবে শিক্ষা ব্যবস্থায় আমূল-পরিবর্তন এনে চলছে। চৌদ্দ বছর পর্যন্ত সরকারি স্কুল গুলিতে বিনামূল্যে শিক্ষাদানের পাশাপাশি উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে দুই সরকারই।

   

আজ এমনই কতকগুলান গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে চলেছি, যেগুলো ছাত্র-ছাত্রী উভয়ই তো আবেদন করতে পারবেনই। কিছু কিছু স্কলারশিপ কন্যাদের শিক্ষাগ্রহণে উৎসাহ প্রদানের জন্য, এবং অভিভাবকের যাতে কন্যা সন্তানদের উচ্চশিক্ষা গ্রহণের আগে বিয়ে না দেন, তারজন্য এই বৃত্তি প্রদান করা হয় কেবল বিদ্যার্থী ছাত্রীদের। আবার বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদেরও শিক্ষা গ্রহণে ঔৎসুক্যের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে স্কলারশিপ দেওয়া হয়।

আজ যে পাঁচটি স্কলারশিপ সম্বন্ধে আলোকপাত করতে চলেছি তা বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন ক্যাটেগরির পড়ুয়ারা পেয়ে থাকেন। বিশেষত যারা রেগুলার মোডে বিভিন্ন কোর্সে পাঠরত তাদের জন্য এই স্কলারশিপ।

SVMCM Scholarship:-

এটি হলো পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য সবচেয়ে বড়ো স্কলারশিপ। একাদশ শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়ুয়াদের ন্যূনতম বার্ষিক ১২,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৯৬,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত বিস্তারিত জানুন নিচের Link এ।

LINK

Aikyashree Scholarship:-

এটি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু (খ্রিস্টান, মুসলিম, জৈন, বৌদ্ধ, শিখ, পারসিক ইত্যাদি) পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের তরফে এই বৃত্তি চালু করার হয়। পড়ুয়াদের কোর্স অনুযায়ী বার্ষিক সর্বনিম্ন ১,১০০ টাকা থেতে শুরু করে সর্বোচ্চ ৩৩,০০০ টাকা পর্যন্ত প্রদান করা হয়। আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন তা নিচের Link এ গিয়ে জেনে নিন।

LINK

OASIS Scholarship:-

ওয়েসিস স্কলারশিপ কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে রাজ্যের তপশিলি জাতি ও উপজাতি স্টুডেন্ট দের দেওয়া হয়। এই বৃত্তির অধীনে নবম থেকে গবেষণা স্তর পর্যন্ত বিভিন্ন কোর্সে পড়ুয়াদের বছরে কমপক্ষে ৩,৫০০ টাকা থেকে শুরু হচ্ছে ১২,৪০০ টাকা পর্যন্ত দেওয়া হয় দুই সরকারের পক্ষ থেকে। এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া নিচের Link এ পাবেন।

LINK

আরও পড়ুনঃ- মাধ্যমিকে ভুয়ো পরীক্ষার্থী সনাক্ত করলো পর্ষদ। স্কুলগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ! অস্বস্তিতে প্রধান শিক্ষক!

Pragati Scholarship:-

নবম, দশম, আইটিআই, একাদশ ও দ্বাদশ, ইঞ্জিনিয়ার ও মেডিক্যাল এর ডিপ্লোমা ও স্নাতক কোর্সে পাঠরত পড়ুয়ারা এই স্কলারশিপে আওতায় বার্ষিক সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত বৃত্তি পাবেন। এই স্কলারশিপ এ কেবল মহিলা শিক্ষার্থীরাই আবেদন যোগ্য। কেন্দ্রের এই বৃত্তি তে আবেদনের জন্য আবেদনকারী কে National Scholarship Portal এ গিয়ে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত জানুন নিচের Link এ।

LINK

Saksham Scholarship:-

সক্ষম স্কলারশিপ দেশের সেই সকল পড়ুয়াদের দেওয়া হয় যারা বিশেষ চাহিদা সম্পন্ন বা বিশেষভাবে সক্ষম অর্থাৎ যাঁরা Physically Challenged। তাদের উচ্চশিক্ষার জন্য বার্ষিক সর্বোচ্চ ৫০,০০০ বৃত্তি দিয়ে থাকে কেন্দ্র সরকার। এছাড়াও অক্ষমতার সরঞ্জাম কেনার জন্য অতিরিক্ত অর্থ প্রদান করে থাকে সরকার। এই স্কলারশিপে আবেদন করতে নিচের Link এ যান।

LINK

এমত বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্কলারশিপ সম্বন্ধে সর্বদা সর্বশেষ আপডেট পেতে আমাদের Telegram ও ফেসবুক এ ফলো করুন।

টেলিগ্রাম:- Link

ফেসবুক:- Link

Like Facebook Page