প্রত্যেক পড়ুয়া পাবেন ৩৩,০০০ টাকা পর্যন্ত। আবেদন করুন ঐক্যশ্রী মাইনরিটি স্কলারশিপে।

মেধাবী, মধ্যমান, কম মেধাবী নির্বিশেষে রাজ্যের পড়ুয়ারা যাতে তাদের উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারে তার জন্য শিক্ষার্থীদের একাধিক স্কলারশিপ দিয়ে থাকে রাজ্য সরকার। পড়াশোনার আনুষঙ্গিক খরচ চালানোর জন্য কোর্স অনুযায়ী বিভিন্ন স্কলারশিপের আওতায় বিভিন্ন পরিমাণ টাকা পান বিদ্যার্থীরা। কেবল বাংলার পড়ুয়াদের জন্য প্রত্যেক বছর কয়েকশো কোটি টাকা করে বরাদ্দ করে সরকার। আজ তেমনই রাজ্যের একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্বন্ধে আলোচনা করতে চলেছি।

   

যদিও এই স্কলারশিপে সকলেই আবেদন করতে পারবেন না। তবে পশ্চিমবঙ্গে যত সংখ্যালঘু শ্রেণির পড়ুয়া আছেন মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ধর্মাবলম্বীর পড়ুয়ারা বর্তমান সময়ে নতুন কোর্সে পাঠরত হলে অবশ্যই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ফি বছর ক্লাস ওয়ান থেকে রিসার্চ লেভেল পর্যন্ত এই স্কলারশিপ পেয়ে থাকেন স্টুডেন্ট রা। এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন, আবেদন প্রক্রিয়া, কত টাকা বৃত্তি দেওয়া হয়, কি কি ডকুমেন্টস প্রয়োজন বিস্তারিত তথ্য জানুন এই প্রতিবেদনে।

ডিগ্রি ও বৃত্তির পরিমাণের ভিত্তিতে এই স্কলারশিপ কে মোট তিনভাগে ভাগ করা যায়।

১) প্রি ম্যাট্রিক স্কলারশিপ।
২) পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ও
৩) মেরিট কাম মিনস।

কত টাকা বৃত্তি দেওয়া হয়?

ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করলে কোর্স অনুযায়ী সর্বনিম্ন ১১০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩৩,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন ছাত্র-ছাত্রীরা।

আরও পড়ুনঃ- যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে বড়ো ঘোষণা। এই তারিখের আগে করুন এই কাজ।

আবেদন যোগ্যতা:-

প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য:-

১) ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারী কে অবশ্যই সংখ্যালঘু শ্রেণির অন্তর্ভুক্ত হতে হবে।
৩) বাৎসরিক পারিবারিক আয় দুই লাখ টাকার মধ্যে হতে হবে।
৪) পড়ুয়াকে রাজ্যের যেকোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে থাকতে হবে।
৫) পূর্ব শ্রেণির ফাইনাল পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকেতে হবে।

মেরিট কাম মিনস এর জন্য:-

১) আবেদনকারী কে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারী কে সংখ্যালঘু সম্প্রদায়ের হতে হবে।
৩) বার্ষিক পারিবারিক আয় ২.৫ লাখ টাকার মধ্যে হতে হবে।
৪) যে কোর্সে বৃত্তির জন্য আবেদন করবেন তার আগের ক্লাসের বার্ষিক পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
৫) আবেদনকারী কে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ফার্মেসী, ল অথবা বিজনেস কোর্সে পাঠরত হতে হবে।
৬) বাংলার বাইরে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করলেও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

কি কি ডকুমেন্টস প্রয়োজন?

১) সর্বশেষ কোর্সের বার্ষিক পরীক্ষার মার্কশীট।
২) ভর্তির স্লিপ।
৩) ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স।
৪) পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।

আবেদন প্রক্রিয়া:-

ঐক্যশ্রী স্কলারশিপে ফ্রেশ আবেদনের জন্য প্রথমে wbmdfcscholarship.org তে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করে নিন। এরপর ওই আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহযোগে ঐক্যশ্রী স্কলারশিপের অনলাইন আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করুন এবং সমস্ত তথ্য খতিয়ে দেখে আবেদন সাবমিট করলেই আপনার আবেদন সম্পন্ন হবে।

আরও পড়ুনঃ- আবারো পড়বে গরমের ছুটি? স্কুল শিক্ষা দপ্তর কে চিঠি মধ্য শিক্ষা পর্ষদের।

গুরুত্বপূর্ণ তারিখ:-

এই স্কলারশিপের ২০২৩-‘২৪ শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। গত বছর যারা এই স্কলারশিপে আবেদন করে বৃত্তি পেয়েছেন তাদের রিন্যুয়াল এর কাজ ৩০ শে জুন পর্যন্ত চলবে। মোটামুটি আর ১-২ মাসের মধ্যে ঐক্যশ্রী স্কলারশিপে এবছরের জন্য ফ্রেশ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আবেদন চলবে ৩১ অক্টোবর, ২০২৩ পর্যন্ত।

সরকারি, প্রাইভেট সব ধরনের স্কলারশিপ সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করুন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link

Like Facebook Page