মাধ্যমিকে ভুয়ো পরীক্ষার্থী সনাক্ত করলো পর্ষদ। স্কুলগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ! অস্বস্তিতে প্রধান শিক্ষক!

মাধ্যমিক ২০২৪ বড়ো আপডেট: স্কুলগুলির বিপক্ষে কড়া পদক্ষেপ পর্ষদের। অস্বস্তিতে প্রধান শিক্ষক-শিক্ষিকারা।

   

২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিরাট আপডেট এইমাত্র উঠে এলো। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা নিয়ে কি জানালো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। কি বা পদক্ষেপ গ্রহণ করতে চলেছে WBBSE যার দরুন রাজ্য জুড়ে অস্বস্তিতে পড়তে চলেছেন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা? চব্বিশে মাধ্যমিক পড়ুয়াদের ওপরই বা এর কি প্রভাব পড়তে চলেছে বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

আর ঠিক চারমাস পরে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে চব্বিশে মাধ্যমিক পরীক্ষা। লোকসভা ভোটের কারণে এবার অনেকটাই এগিয়ে আনা হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে স্বাভাবিকের চেয়ে প্রায় একমাস আগে হতে চলেছে রাজ্যের বোর্ড পরিচালিত দশম শ্রেণির বার্ষিক পরীক্ষা। আর এই পরীক্ষায় বসার জন্য পরীক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো রেজিষ্ট্রেশন করা। মাধ্যমিক পরীক্ষা দিতে আগ্রহী প্রার্থীদের বাধ্যতামূলকভাবে ক্লাস নাইনেই এই নথিভুক্তিকরণ প্রক্রিয়া সেরে ফেলতে হয়।

বিগত কিছুদিন ধরে রাজ্যের স্কুলে স্কুলে ছাত্র ছাত্রীদের সেই রেজিস্ট্রেশন কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনেক স্টুডেন্ট এরই রেজিষ্ট্রেশন কার্ড এ কারও নাম তো কারও অভিভাবকের নাম, আবার কারও কারও জন্ম তারিখ এবং সিগনেচার এর মতো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে শব্দ বা বর্ণে ভুল রয়েছে। এই গরমিল কেমনে হলো তার জন্য অস্বস্তিতে পড়েছে স্কুল কর্তৃপক্ষ গুলি।

মোদ্দা বিষয়টি হলো রেজিষ্ট্রেশন কার্ডে ভুল এর জন্য ওয়ার্ড পিছু ১,০০০ টাকা করে ফাইন (সংশোধন ফি) ধার্য করেছে রাজ্য West Bengal Board of Secondary Educatio। আর এতেই চরম অস্বস্তির মধ্যে পড়েছেন সংশ্লিষ্ট বিদ্যালয় গুলির প্রধান শিক্ষক ও শিক্ষিকারা।

রাজ্য মধ্য শিক্ষা পর্ষদের তরফে সাফ জানানো হয়েছে, ছাত্র ছাত্রীদের এই সংশোধন ফি দিতে হবে না। বরং এই ফাইন এর দায় বহন করবে নির্দিষ্ট স্কুলগুলি। পর্ষদের তরফে যুক্তি দিয়ে জানানো হয়েছে, ২০২১ সাল থেকে মাধ্যমিকের রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় ভুল যাচাইকরণ প্রক্রিয়াটি অনলাইন মোডে করা হয়। সেবার নয় হাজের অধিক আবেদন জমা পড়লেও বছর বছর ভুল সংশোধন কারীর সংখ্যা হ্রাস পায়।

আরও পড়ুনঃ- অক্টোবর মাসে অর্ধেকেরও বেশি দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ও সরকারি অফিস। অফিশিয়াল কাজ থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন।

এবছর সেই সংখ্যা কমে দাঁড়ায় মাত্র এক হাজারে। এবং দেখা যায়, চলতি বছর প্রায় একশো বিরাশি টি স্কুল এই অনলাইন ভুল সংশোধন প্রক্রিয়ায় অংশগ্রহণই করেনি। ওই স্কুলগুলির এই গাফিলতির কারণে রেজিষ্ট্রেশন ভুল সংশোধনের সময় পেরিয়ে যাওয়ার পরে এখন রেজিষ্ট্রেশন কার্ড বিতরণের সময় উক্ত ভুলগুলি নজরে আসছে। তাই এই দায় স্কুল গুলির ওপরই বর্তেছে পর্ষদ।

স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের এই ভুল সংশোধনের ফি না দিলে স্কুলগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে পর্ষদ বলে জানিয়েছেন WBBSE এর সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এছাড়াও রেজিষ্ট্রেশন যাচাইকরণের মাধ্যমে রাজ্যের বত্রিশ বিদ্যালয়ের মোট ৭২ জন ভুয়ো মাধ্যমিক পরীক্ষার্থীর হদিস পেয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। তড়িঘড়ি সেইসকল ফেক ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন বাতিল করেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ।

এমন আরও গুরুত্বপূর্ণ সব খবরের তৎক্ষনাৎ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ এ অনুসরণ করুন।

Telegram:- Link

WhatsApp:- Link

Like Facebook Page