পৃথিবীর দীর্ঘতম ভারতের এই স্থানটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা পেল।

পৃথিবীর এমন অনেক জিনিসই রয়েছে যা আমাদের অবাক তো করে পাশাপাশি মানুষকে ভাবতে বাধ্য করে এর মহানতা সম্পর্কে। যুগ যুগ ধরে সভ্যতার অগ্রগতি হলেও ভৌগোলিক, ঐতিহাসিক ও সামাজিক যোগাযোগের বন্ধন এখনো সুদৃঢ়। আজকের প্রতিবেদনে এমনই ভারতে অবস্থিত পৃথিবীর কিছু, উচ্চতম, বৃহত্তম ও দীর্ঘতম তথ্যসমৃদ্ধ আলোচনা করবো। আশ্চর্য এই জিনিসগুলি সম্বন্ধে খুটিনাটি জানতে শেষ পর্যন্ত পড়ুন।

   

পৃথিবীর সবচেয়ে বৃহৎ স্টেডিয়াম (ক্রিকেট)

narendra-modi-stadium
World’s Largest Stadium at Ahmedabad, Gujarat

বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামটি হলো নরেন্দ্র মোদি স্টেডিয়াম (পূর্বনাম মোতেরা স্টেডিয়াম)। যা আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল কমপ্লেক্স এ অবস্থিত। ২০২১ সালের ২১ ফেব্রুয়ারী এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি। স্টেডিয়ামটি তৈরিতে ব্যয় হয়েছে ৮০০ কোটি টাকা। একসঙ্গে ১ লাখ ৩২ হাজার লোক বসে খেলা দেখতে পারবেন এখানে।

পৃথিবীর বৃহত্তম ডেল্টা

the-sundarban-delta
The Sundarban Delta, Sourse:- Amazing Sundarban Islands

পৃথিবীর সবচেয়ে বড়ো ডেল্টা হলো সুন্দরবন বা মেঘনা ব-দ্বীপ। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মিলিত জলরাশির দ্বারা পলি সঞ্চয়ের ফলেই এই বদ্বীপের সৃষ্টি হয়েছে। এই ডেল্টাটি প্রায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত প্রশস্ত।

আরও পড়ুন: জীবনে সাফল্য অর্জন করতে রতন টাটার এই কথাগুলি অবশ্যই স্মরণে রাখুন।

পৃথিবীর বৃহত্তম সঞ্চয়জাত সমভূমি

পৃথিবীর বৃহত্তম পলি গঠিত সঞ্চয়জাত সমভূমির নাম উত্তর ভারতের সমভূমি। গঙ্গা, সিন্ধু ও ব্রহ্মপুত্র নদের মিলিত পলিরাশি ব্যঞ্জনের ফলে এই সমভূমি পঞ্জাব, হরিয়ানা, বিহার, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম ও গুজরাটের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে। যা দৈর্ঘ্যে প্রায় ২,৪০০ কিমি এবং প্রস্থে প্রায় ৩২০ কিমি মতো চওড়া।

বিশ্বের বৃহত্তম নদী-দ্বীপ

পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম মাজুলি। এটি আসাম রাজ্যে ব্রহ্মপুত্র নদের ওপর প্রায় ৩৫২ বর্গকিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত।

বিশ্বের উচ্চতম মূর্তি

statue-of-unity
Statue of Unity, Pic. Credit:- Mansi Umrania

বিশ্বের উচ্চতম মূর্তির নাম The Statue of Unit। এটি গুজরাটের সর্দার সরোবর বাঁধের নিকট নর্মদা নদী বক্ষে অবস্থিত। এর উচ্চতা প্রায় ১৮২ মিটার যা স্ট্যাচু অফ লিবার্টির দ্বিগুণ। ৩১শে অক্টোবর, ২০১৮ তে এই মূর্তির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উচ্চতম পর্বতশ্রেণী

the-himalaya
The Himalaya , Pic. Sourse:- Encyclopedia Britanica

পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী হিমালয় ভারতের ১৩ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিস্তৃত। জম্মু ও কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অরুনাচল প্রদেশ, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রায় ২,৪০০ কিমি অংশে বিস্তৃত।

উচ্চতম রেলওয়ে আর্ক ব্রিজ

chenab-bridge
Chenab Bridge, Pic. Courtesy:- Rising Ramban

পৃথিবীর উচ্চতম রেলওয়ে আর্ক ব্রিজটি উধমপুর-শ্রীনগর-বরমূল্লা রেলওয়ে ট্র্যাকে জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর ওপর অবস্থিত। নদী থেকে ব্রিজটির উচ্চতা ৩৫৯ মিটার যা আইফেল টাওয়ারের চেয়ে ৩৫ মিটার বেশি। ১৩ আগস্ট, ২০২২ ব্রিজটি উদ্বোধন করা হলেও এখনো ব্রিজটি চালু করা হয়নি।

বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো সুন্দরবন যার কিছুটা অংশ পশ্চিমবঙ্গে (ভারতে) এবং কিছুটা অংশ বাংলাদেশে অবস্থিত। এখানে দেখতে পাওয়া যায় পৃথিবী বিখ্যাত দ্য রয়াল বেঙ্গল টাইগার। ভারতীয় সুন্দরবনের আয়তন ২,১১২ বর্গ কিলোমিটার।

the-royal-bengal-tiger
The Royal Bengal Tiger, Picture Credit:- Shams Zoha Photography

পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান

বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান হল ভারতীয় সংবিধান। বর্তমানে এই সংবিধানে ৪৭০ টি আর্টিকেল, ২৫ টি পার্ট ও ১২ টি শিডিউল আছে। এবং ২০২১ পর্যন্ত ১০৫ বার সংশোধন করা হয়েছে ভারতীয় সংবিধান কে।

বৃহত্তম মিলনমেলা

kumbh-mela
Kumbh Mela 2019, Picture Courtesy:- VSGPA Facebook Group

এলাহাবাদের প্রয়াগরাজে বিশ্বের বৃহত্তম মিলন মেলা (পূর্ণ) অনুষ্ঠিত হয় বারো বছর অন্তর। এবং প্রতি ছয় বছর অন্তর অর্ধ কুম্ভ মেলায় জনসমাগম হয় চোখে পড়ার মতো। শেষবার কুম্ভ মেলা হয়েছিল ২০১৩ সালে যেখানে প্রায় ১২ কোটি মতো মানুষ মিলন মেলায় অংশ নিয়েছিলেন এবং অর্ধ কুম্ভ বসেছিল ২০১৯ সালে। ২০২৫ এ আবারো পূর্ণ কুম্ভ মেলা বসতে চলেছে।

দীর্ঘতম রেলওয়ে স্টেশন

hubli-railway-station
Hubli Railway Station ,Karnataka

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি কর্ণাটকের হুবলি স্টেশন বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মটির উদ্বোধন করলেন। এই প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য ১,৫০৭ মিটার যা Guinness Book of World Records এও নিজের নামে জায়গা করে নিয়েছে

বিশ্বের বৃহত্তম বিশ্ববিদ্যালয়

বিশ্বের বৃহত্তম বিশ্ববিদ্যালয় (স্টুডেন্ট সংখ্যার বিচারে) হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি যা দিল্লীর ময়দান গরহী তে অবস্থিত। ১৯৮৫ সালে তৎকালীন ভারত সরকার এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন। United Nations, SAARC এর সাথে যোগাযোগ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের। এখনো পর্যন্ত ভারত তথা বিশ্বের ৭০ মিলিয়নেরও অধিক স্টুডেন্ট নাম নথিভুক্ত করেছেন এই বিশ্ববিদ্যালয়ে।

Like Facebook Page