বাড়িতে বসে অনলাইনে ভোটার কার্ডের ভুল সংশোধন করুন মাত্র পাঁচ মিনিটে। জানুন পদ্ধতিI

মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ নথি হলো ভোটার কার্ড। এটি যেকোনো দেশের লোকের কাছেই নাগরিকত্বের একটি শক্তিশালী প্রমাণস্বরূপ। ভোটার কর্ডের মাধ্যমেই একজন নাগরিক দেশে বসবাস থেকে শুরু করে সরকার ও বেসরকারি (NGO’s) বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে পারেন।এমনকি প্রাপ্তবয়স্ক (১৮ বছর পূর্ণ) হলে ভোটদানের মাধ্যমে দেশের সরকার নির্বাচনে অধিকার প্রাপ্ত হয় সেই ব্যক্তি।

   

এছাড়াও আরও বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভোটার কার্ডের। তবে সাধারণত যে সমস্যাটি দেখা যায় যে, অনেকেরই ভোটার কার্ডের মধ্যে বিভিন্ন ভুল ভ্রান্তি থেকে থাকে। দেখা যায় ভোটার কার্ডে এক নাম তো আধার কার্ডে আরেক, কিম্বা ভোটার কার্ডে বাবার নাম ভুল, ভোটার কার্ড দিয়ে ব্যাঙ্কের বই করানোয় আধার কার্ডের সাথে ব্যাঙ্ক পাশবইয়ের নাম মেলে না। কিন্তু এখন আধার কার্ড সর্বাধিক মান্যতা পাওয়ায় আধারের সাথেই সবকিছু মিলিয়ে দেখা হয়।

তবে আধারের সাথে ভোটার কিম্বা ব্যাঙ্কের ডিটেইলস না মিললে অনরক সময়ই অসুবিধার মধ্যে পড়তে হয় জনসাধারণ কে। এমনই অনেক ভুল রয়েছে যেগুলি খুব তাড়াতাড়ি সংশোধন না করলে অদূর ভবিষ্যতে গিয়ে পাহাড় প্রমাণ সমস্যার সম্মুখীন হতে হবে। হয়তো বা বিভিন্ন সরকারি প্রকল্প, ভাতা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ও হতে পারেন সাধারণ মানুষ। তাই যত শীঘ্র সম্ভব এই ভুলগুলি সমাধান করে নিন।

আরও পড়ুন: নার্সারির ব্যবসা করে প্রচুর আয় করার সুযোগ দিচ্ছে সরকার। জানুন কিভাবে।

আজ আলোচনা করবো কিভাবে ভোটার কর্ডের ভুল মাত্র ৫ মিনিটে বাড়িতে বসে অনলাইনেই সংশোধন করে নিতে পারবেন।

সংশোধন প্রক্রিয়া:-

অনলাইনে বিভিন্ন পদ্ধতিতে ভোটার কার্ডের ভুল সংশোধন করা যায়। আমরা একটি পদ্ধতি আলোচনা করবো। তার জন্য আপনাকে নীচের স্টেপগুলো ফলো করতে হবে।

প্রথমে voterportal.eci.gov.in পোর্টালে এসে মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফিকেশনের মাধ্যমে আইডি ও পাসওয়ার্ড তৈরি করে নিন। আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা থাকলে আইডি, পাসওয়ার্ড ও Captcha দিয়ে লগইন করে নিন।

এখন যে পেজটি খুলবে সেখানে থাকা Correction in Voter Id অপশনে ক্লিক করুন। এরপর একটি ওয়েলকামিং পেজ আসবে। Let’s Start করে Yes I have Voter ID Number এ ক্লিক করতে হবে।

নীচে এপিক (ভোটার) নম্বর দিয়ে Fetch Details এ ক্লিক করে Proceed এ ক্লিক করুন। এরপর আরেকটি নতুন পৃষ্ঠা ওপেন হবে যেখানে ভোটার কার্ডের ডিটেইলস দেখতে পাবেন। এবারে Save & Continue এ ক্লিক করুন।

তারপর আপনাকে ভোটার কার্ড সংশোধনের কারণ (Correction of Entries in Existing Electoral Roll) নির্বাচন করে সেভ এন্ড কন্টিনিউ করতে হবে। এরপর মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন করতেই আপনার স্ক্রিনে একটি পৃষ্ঠা খুলে যাবে। নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদির মধ্যে কি সংশোধন করতে চাইছেন তা সিলেক্ট করে save and continue করুন।

ধরুন আপনার নাম সংশোধন করবেন তাহলে Name এ টিক দিয়ে সেভ এন্ড কন্টিনিউ করতেই আপনার আধার তথ্য চাওয়া হবে। এখন সঠিক নাম লিখে সাহায্যকারী নথি হিসেবে আধার কার্ড ২ mb সাইজের মধ্যে আপলোড করে দিবেন। তারপর Save and continue করলে General Declaration এর একটি পেজ জেনারেট হবে। এখানে আবেদনকারীর নাম লিখে সেভ এন্ড কন্টিনিউ করে দেবেন।

সাথে সাথেই ফর্ম ৮ খুলে যাবে এবং আপনি ইতিমধ্যেই যেসব তথ্য দিয়েছেন তা দেখতে পাবেন। সবকিছু ঠিকঠাক থাকলে Submit এ ক্লিক করবেন। এরপর আপনার ডিভাইসের স্ক্রিনে Congratulations লেখা আরেকটি পেজ আসবে যেখানে আপনার আবেদনের Reference Id দেওয়া থাকবে। এটি যত্ন করে রেখে দেবেন। ভবিষ্যতে আপনার আবেদনের স্ট্যাটাস দেখতে এই নম্বরটি প্রয়োজন হবে।

Like Facebook Page