উচ্চ মাধ্যমিক ২০২৩ এর ফলাফল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এইমাত্র উঠে এলো।

২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা। রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ট্যুইট করে জানিয়েছেন, আগামী ২৪ শে মে, ২০২৩ বুধবার প্রকাশিত হতে চলেছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। দুপুর ১২ টায় সাংবাদিক সম্মেলন করে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। ফলাফল ঘোষণায় মেধাতালিকায় থাকা প্রথম ১০ জনের নাম ঘোষণা করবেন সভাপতি। সাড়ে বারোটা থেকে সংসদের অফিশিয়াল ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে নম্বর ও গ্রেড জানতে পারবেন পরীক্ষার্থীরা। ৩১ শে মে, ২০২৩ নিজ নিজ স্কুল থেকে মার্কশীট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন পড়ুয়ারা।

   

উচ্চ মাধ্যমিকের ফলাফল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হতে চলেছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। যদিও এর আগে সংসদ থেকে ফলাফল প্রকাশ দু-তিনটি সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছিল। তবে এবার সরাসরি ট্যুইটার হ্যান্ডেলে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বেনজিরভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ৫৭ দিনের মাথায় ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।

আরও পড়ুনঃ- প্রধানমন্ত্রী আবাস যোজনায় কারা কারা ঘর পেলেন স্ট্যাটাস চেক করে বুঝে নিন? স্ট্যাটাস চেক করার পদ্ধতি জানুন।

এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার বৈশিষ্ট্য হলো মাধ্যমিকের থেকে বেশী সংখ্যক পরীক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। প্রায় ৮ লক্ষ ৬০ হাজার পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছেন যা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যার তুলনায় দেড় লক্ষ বেশি। আরেক হিসেবে বলতে গেলে, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা করোনার সময় মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। যেহেতু ২০২১ এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি সেইমতন এটিই সেইসকল শিক্ষার্থীদের জীবনে এখনো পর্যন্ত সবচেয়ে বড়ো পরীক্ষা। সেই পরীক্ষার ফলপ্রকাশ হতে চলেছে আগামী ২৪ শে মে, বুধবার দুপুর ১২ টায়।

২৪ শে মে দুপুর ১২:৩০ থেকে সংসদের অফিশিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পড়ুয়ারা। তবে ওই হাতে রেজাল্টের হার্ডকপি পাবেন না পড়ুয়ারা। মে মাসের শেষ দিন অর্থাৎ ৩১ শে মে নিজের বিদ্যালয় থেকে মার্কশীট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। নীচের অফিশিয়াল ওয়েবসাইটে ও এবিপি আনন্দের ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে নম্বর ও গ্রেড জানতে পারবেন শিক্ষার্থীরা। আরও খবর সদ্য প্রকাশিত হয়েছে CBSE, ISC ও ICSE বোর্ডের দশম ও দ্বাদশের রেজাল্ট। রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে।

আগামী ১৯ শে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। মাধ্যমিকের ফলাফল প্রকাশের ঠিক ৫ দিন পরে ২৪ শে মে প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। দুই মেগা পরীক্ষার ফলপ্রকাশ নিয়ে ছাত্র-ছাত্রী তথা অভিভাবক-অভিভাবিকাদের মধ্যে উত্তেজনা তো রয়েইছে। পরপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দিন ঘোষণার পরে ফলাফল জানার কাউন্টডাউন শুরু হয়ে গেল।

আরও পড়ুনঃ- লোকপ্রসার প্রকল্পে আবেদন করুন আর পেয়ে যান প্রতি মাসে ১,০০০ টাকা শিল্পী ভাতা।

উচ্চ মাধ্যমিকের ফলাফল জানার অফিশিয়াল ওয়েবসাইট:-

wbresults.nic.in
wbchse.wb.gov.in

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জুড়ুন।

টেলিগ্রাম চ্যানেল:- Link

হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link

Like Facebook Page