মাধ্যমিক পাসে রাজ্য সরকারে ফুড এন্ড সাপ্লায়ার্স বিভাগে সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।

মাধ্যমিক পাসে মোটা মাইনের চাকরি। দীর্ঘ প্রতীক্ষা কাটিয়ে অবশেষে খাদ্য দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি নোটিশ বেরোলো। ফুডের সাব ইন্সপেক্টর গ্রেড-III পদে অফিসার নিয়োগ করবে লোকসেবা আয়োগ, পশ্চিমবঙ্গ সরকার। শূন্যপদের সংখ্যা পরে জানানো হবে। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন জলদি দেখে নিন। ২০২২ এর নিয়োগের নতুন নোটিশ কিছুদিন পরেই জারি করা হবে।

   

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বহুদিন বাদে পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশন রাজ্যের Food and Suppliers Department, Govt. of West Bengal এ নতুন করে কর্মী নিয়োগ করতে চলেছে। নিয়োগ করা হবে Sub Inspector পদে। এই পদের বিজ্ঞপ্তি নং- 04/2023। মাধ্যমিক পাসেই পুরুষ মহিলা সকলেই আবেদন করতে পারবেন। বেতনক্রম আকর্ষণীয়। খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদে কিভাবে নিয়োগ করা হবে, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার সিলেবাস সম্বন্ধে বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।

আরও পড়ুনঃ- উচ্চ মাধ্যমিক ফলাফল ঘোষণা ২০২৩। রেজাল্ট কিভাবে চেক করবেন?

শেষবার ২০১৮ তে ফুডের সাব ইন্সপেক্টর এর পরীক্ষা নেওয়া হয়েছিল। পাঁচ বছর বাদে আবারো ফুডে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এখনো পর্যন্ত পাব্লিক সার্ভিস কমিশনের তরফে সংক্ষিপ্ত নোটিশই জারি করা হয়েছে। পরবর্তীতে পূর্ণ নোটিশ প্রকাশ করবে Public Service Commission। তবে ২০১৮ এর তথ্য অনুযায়ী এই পোস্টের জন্য বয়সসীমা ১৮ থেকে ৪০। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। পুরুষ ও মহিলা, মাধ্যমিক পাস, পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দারা আবেদনের যোগ্য।

food-si

ফুডের সাব ইন্সপেক্টর পদে কর্মীদের বেতনকাঠামো ৫,৪০০ থেকে ২৫,২০০ টাকা পর্যন্ত। সঙ্গে গ্রেড পে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের ভিত্তিতে। মাধ্যমিকের সিলেবাসের ওপর ভিত্তি করে প্রশ্নপত্র তৈরী করা হবে। প্রশ্ন হবে MCQ টাইপের। চাকরিপ্রার্থীদের পেপার ও পেন মোডে বৃত্ত ভরাট করে উত্তর করতে হবে। পরীক্ষার সিলেবাস সংক্রান্ত বিস্তারিত তথ্য উপরের সাইটেই পেয়ে যাবেন। তবে এই বিজ্ঞপ্তি সংক্রান্ত পূর্ণ তথ্য ওয়েবসাইটে এখনো প্রকাশিত হয়নি।

আরও পড়ুনঃ- প্রাথমিকে ৩৬,০০০ চাকরি বাতিল। কাদের চাকরি বহাল থাকছে?

কিছুদিন পরে ফুডের সাব ইন্সপেক্টর নিয়োগের পূর্ণ বিজ্ঞপ্তি বের করবে কমিশন। মাধ্যমিক পাসে মোটা অঙ্কের বেতনের চাকরি পেতে সঠিক সময়ে উক্ত ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়াটি সেরে ফেলতে হবে। পাব্লিক সার্ভিস কমিশন ফুডের সাব ইন্সপেক্টর নিয়োগ সংক্রান্ত নতুন কোনো নোটিশ জারি করলে সেই বিষয় আমার সঙ্গে সঙ্গে আপনাদের অবগত করাবো। এই বিজ্ঞপ্তি সংক্রান্ত পূর্ণ তথ্য পেতে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন নীচের লিঙ্কে ক্লিক করে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link

টেলিগ্রাম চ্যানেল:- Link

Like Facebook Page