প্রধানমন্ত্রী আবাস যোজনার স্ট্যাটাস চেক করার সহজ পদ্ধতি জেনে নিন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। আবাস যোজনায় আবেদন করেছেন? আপনার নামে ঘর এসেছে কিনা? আবাস যোজনার নামের তালিকা কিভাবে দেখবেন? স্ট্যাটাস কিভাবে চেক করবেন? প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কিত ইত্যাদি তথ্যের খুটিনাটি আপডেট পেতে সম্পূর্ণ প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

   

Pradhan Mantri Awas Yojona Gramin এর স্ট্যাটাস দেখার জন্য আবেদনকারী কে প্রথমে pmayg.nic.in ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে হবে যে, আপনার নামে ঘর এসেছে কিনা? যদি PMAYG ঘর পাওয়ার তালিকায় আপনার নাম থেকে থাকে তবে নীচের পদ্ধতি অবলম্বন করে আবাস যোজনায় আবেদনের স্ট্যাটাস জানতে পারবেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বস্তি ও দরিদ্র এলাকার মানুষের জন্য প্রায় ২০ লাখ গৃহ নির্মাণের যে লক্ষ্যমাত্রা কেন্দ্র সরকার নিয়েছে তার প্রথম ও দ্বিতীয় ধাপের কাজ শেষ হয়ে গেছে। তৃতীয় ধাপের কার্যক্রম ২০১৯ সালে শুরু হয়েছে যা ২০২২ পর্যন্ত বহাল থাকছে।

আরও পড়ুনঃ- রাজ্যের মহিলাদের ৫,০০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। আবেদন পদ্ধতি জেনে নিন।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনার আবেদনের স্ট্যাটাস জানার জন্য প্রথমে উক্ত অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে Stakeholder এর অন্তর্গত IAY/PMAYG Beneficiary অপশনে ক্লিক করতে হবে। এখন আবেদনের সময় আবাস যোজনায় আবেদনের যে নথিভুক্তিকরণ আইডি (Registration Number) পেয়েছিলেন, তা নির্দিষ্ট স্থানে বসিয়ে সাবমিট করলেই আবেদনকারীর নামে ঘর Sanctioned হয়েছে কিনা, কত টাকা ক্রেডিট হয়েছে, আবেদনের স্ট্যাটাস সম্বন্ধে বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

রেজিষ্ট্রেশন নম্বর ছাড়া আবেদনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন?

যদি আবাস যোজনার রেজিষ্ট্রেশন নম্বর টি আপনার জানা না থাকে তবে Advanced Search অপশনে গিয়ে নীচের পদ্ধতি অবলম্বন করে আবেদনের পরিস্থিতি জেনে নিতে পারেন।

অন্য পদ্ধতিতে স্ট্যাটাস চেক করার জন্য Advanced Search এ ক্লিক করলে যে নতুন পেজটি ওপেন হবে সেখানে State, District, Block, Panchayat, Financial Year, নাম ও যোজনার নাম লিখে সার্চ করবেন। এইভাবে এডভান্সড পদ্ধতিতেও প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনি ঘর পাবেন কিনা সেই স্ট্যাটাস জানতে পারবেন।

বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত নিত্যনতুন, গুরুত্বপূর্ণ ও লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন নীচের লিঙ্কে ক্লিক করে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link

টেলিগ্রাম গ্রুপ:- Link

Like Facebook Page