লক্ষ্মীর ভান্ডারে টাকা কাটা শুরু। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেন কাটছে টাকা?

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কাটা শুরু। ব্যাঙ্ক থেকে উধাও হচ্ছে টাকা। এমনটাই অভিযোগ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্তকারী মহিলাদের। তবে লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগীদের টাকা কেন কেটে নেওয়া হচ্ছে? কি করলে আর টাকা কাটবে না বিস্তারিত জানুন আজকের প্রতিবেদনে। যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিন্তু এমাস থেকে হঠাৎ টাকা পাওয়া বন্ধ হয়ে গিয়েছে, তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাতা পাওয়া সচল রাখতে কি কি করনীয় তা জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।

   

রাজ্যের রোজগার হীন মহিলাদের ন্যূনতম আয়ের ব্যবস্থা করে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্নের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন। তবে রাজ্যের বেরোজগার মহিলাদের ভাতা প্রদান করা হলেও এই প্রকল্পের সুবিধা নিয়েছেন বহু অযোগ্য মহিলাই। সেই সকল মহিলা যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য যোগ্য নন তাদের চিহ্নিত করতে লক্ষ্মীর ভান্ডারে সুবিধা পেতে নতুন নিয়ম লাগু করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, সরকারের নতুন নির্দেশিকা না মানলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর টাকা পাবেন না রাজ্যের মহিলারা। ইতিমধ্যেই অনেক অযোগ্য মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুলবশত টাকা চলে গেলে বা বেশি টাকা পাঠানো হলে নির্দিষ্ট একাউন্ট থেকে সেই অতিরিক্ত টাকা কেটে নেওয়া হচ্ছে সরকারের তরফে।

আরও পড়ুনঃ- মাধ্যমিকের ফলাফল ঘোষণা। রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাস।

মে মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাওয়া নিয়ে একাধিক নিয়মে বদল এনেছে রাজ্য সরকার। রাজ্যের যেসকল মহিলা এতকাল যাবৎ বিভিন্ন ডকুমেন্টস না থাকা সত্ত্বেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতেন তারা নতুন নিয়ম মানতে না পারলে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মী ভাতা পাবেন না। সম্প্রতি রাজ্য সরকারের তরফে জারি করা নতুন নিয়মে বলা হয়েছে, এখন থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার জন্য মহিলাদের নিম্নলিখিত নিয়মগুলি মেনে চলতে হবে। যথা-

১) মহিলার নামে পরিবারের স্বাস্থ্য সাথী কার্ড থাকতে হবে।
২) মহিলার সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
৩) সংরক্ষিত শ্রেণীর হারে ভাতা পেতে সংশ্লিষ্ট মহিলাদের ক্ষেত্রে SC, ST সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়।
৪) অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকতে হবে।
৫) বিধবা ভাতা ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পে টাকা পেলে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নন।

তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও প্রসঙ্গে অনেকেরই অভিযোগ যে, লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকার পরে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। এই বিষয়ে একটি জিনিস জেনে রাখুন অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরির সময় প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা কিম্বা প্রধানমন্ত্রী জনধন যোজনার মতো প্রকল্পে টিক মার্ক দিয়ে ফর্ম পূরণ করেছিলেন। সেই প্রকল্পেরই লাইফ ইনস্যুরেন্স হিসেবে ৩৩০ টাকা বা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বছরে কেটে নেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে সেই টাকাই কেটে নেওয়া হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। যদি আপনি এই টাকা কাটানো বন্ধ করতে চাইছেন তবে ব্যাঙ্কে গিয়ে সেই প্রকল্প বন্ধ করতে পারেন।

আরও পড়ুনঃ- প্রধানমন্ত্রী আবাস যোজনায় কারা কারা ঘর পেলেন স্ট্যাটাস চেক করে বুঝে নিন? স্ট্যাটাস চেক করার পদ্ধতি জানুন।

এছাড়াও লক্ষ্মীর ভান্ডারে টাকা কাটা নিয়ে বিভিন্ন মাধ্যম সূত্রে আরেকটি আপডেট উঠে এসেছে , যেসকল মহিলা অযোগ্য অথবা প্রাপ্য ভাতার বেশি পরিমাণ টাকা পেয়ে গিয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত টাকা কেটে নেওয়া হচ্ছে। যেহেতু মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মে মাস থেকে লক্ষ্মীর ভান্ডারে নিয়মের পরিবর্তন হয়েছে, তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়া বহাল রাখতে উক্ত কাজগুলি যত তাড়াতাড়ি সম্ভব সেড়ে ফেলুন। নাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাওয়া থেকে চিরতরে বঞ্চিত হবেন আপনি।

লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়ুন।

WhatsApp Group:- Link

Telegram Channel:- Link

Like Facebook Page