প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। আর ১ ঘন্টা বাদেই জানা যাবে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাধ্যমিকের পাঁচ দিনের মাথায় ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের। আজ বুধবার দুপুর বারোটা নাগাদ সাংবাদিক সম্মেলনে রাজ্যের ২০২৩ সালের হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলপ্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বেলা সাড়ে ১২ টা থেকে ওয়েবসাইটে ফলাফল জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা। কোন কোন ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন তা নিচে দেওয়া হলো।
চলতি বছর ১৪ ই মার্চ থেকে ২৭ শে মার্চ পর্যন্ত মোট ষাটটি বিষয়ে অনুষ্ঠিত হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্ব। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে আট লক্ষ যা গত বারের তুলনায় ১ লাখ বেশি। উল্লখযোগ্য ভাবে এবছর মাধ্যমিক পরীক্ষার্থী তুলনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় লক্ষ বেশি ছিল যা রাজ্যের ইতিহাসে প্রথমবার। যেহেতু এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা করোনার সময় মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন, তাই প্রকৃত অর্থে এটিই তাদের জীবনের প্রথম বড়ো পরীক্ষা বলা চলে। সেই মেগা পরীক্ষার ফলাফল জানার জন্য মুখিয়ে আছেন বিদ্যার্থী থেকে অভিভাবকেরা, শিক্ষক থেকে সাংবাদিকেরা।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের আটান্ন দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে West Bengal Council of Higher Secondary Education। বেলা সঠিক ১২ টায় Press Conference এর মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে। মেধাতালিকায় স্থান পাওয়া প্রথম দশজনের নাম ঘোষণা করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য্য। সাংবাদিক সম্মেলনে ফলাফল প্রকাশের আধঘন্টা পরে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট মারফত পরীক্ষার বিষয়ভিত্তিক Marks, Grade ও Percentile জানতে পারবেন পড়ুয়ারা।
আরও পড়ুনঃ- শুরু হলো উজ্জ্বলা যোজনা ২.০। ফ্রীতে গ্যাস পেতে এখুনি আবেদন করুন।
তবে আজ ২৪ শে মে টেলিভিশন, ওয়েবসাইট ও সংবাদমাধ্যমে পরীক্ষার ফলাফল জানতে পারলেও আজই মার্কশীট হাতে পাবেন না ছাত্র-ছাত্রীরা। ৩১ শে মে নিজ নিজ বিদ্যালয় থেকে মার্কশীট ও শংসাপত্র সংগ্রহ করতে হবে শিক্ষার্থীদের। ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানার জন্য নীচের ওয়েবসাইট গুলো ফলো করুন।
উচ্চ মাধ্যমিকের ফলাফল জানার ওয়েবসাইট:-
wbchse.wb.gov.in
wbresults.nic.in
fastresult.in
উক্ত ওয়েবসাইট গুলিতে প্রবেশ করে West Bengal Higher Secondary- 12Th Exam Result 2023 Check এ ক্লিক করবেন। এরপর উচ্চ মাধ্যমিকের Roll, Number, Registration Id ও Captcha Code দিয়ে সাবমিট করলেই আপনার রেজাল্ট দেখতে পারবেন আপনি।
আরও পড়ুনঃ- আবাস প্লাস যোজনায় আবেদন করুন এবং পেয়ে যান বাড়ি তৈরির ভর্তুকি টাকা সহ সহায়তা ঋণ।
এছাড়াও bengali.abplive.com সাইটের মাধ্যমেও রোল নম্বর দিয়ে উচ্চ মাধ্যমিকের ফলাফল জানতে পারবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। লাখ লাখ পরীক্ষার্থী একসঙ্গে উচ্চ মাধ্যমিকের ফলাফল জানার জন্য ওয়েবসাইটে প্রবেশ করায় অনেক সময়ই অনেক সাইট Crash করে যায়। তখন এবিপি আনন্দের ওয়েবসাইটটি রেজাল্ট দেখার ভরসা যোগ্য হয়ে ওঠে। তাই সংসদের অফিশিয়াল ওয়েবসাইট কিম্বা অন্যান্য ওয়েবসাইটে ফলাফল জানতে অসুবিধা হলে ছাত্র-ছাত্রীরা অবশ্যই ABP Ananda এর ওয়েবসাইট টিকে ফলো করবেন।
সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে Bangla World এর পক্ষ থেকে হার্দিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।
আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং চাকরি, স্কলারশিপ ও বিভিন্ন সরকারি প্রকল্প সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে জয়েন করুন।
টেলিগ্রাম চ্যানেল:- Link
হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link