শুরু হলো উজ্জ্বলা যোজনা ২.০। ফ্রীতে গ্যাস পেতে এখুনি আবেদন করুন।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করুন আর পেয়ে যান ফ্রীতে গ্যাস সহ যাবতীয় সুবিধা। দেশের প্রতিটি ঘরে গ্যাস কানেকশন পৌঁছে দিতে ২০১৬ সালের মে মাসে উজ্জ্বলা যোজনা চালু করে মোদী সরকার। এবার আরও বেশি সংখ্যক গ্যাস হীন পরিবারকে এই যোজনার আওতায় নিয়ে আসতে বদ্ধপরিকর হয়েছে কেন্দ্রীয় সরকার।

   

সম্প্রতি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২.০ চালু করেছে কেন্দ্র সরকার। এই যোজনার মাধ্যমে প্রতিটি যোগ্য পরিবারকে ফ্রীতে গ্যাস সংযোগ দেওয়া হবে। পাশাপাশি গ্যাসের অন্যান্য সুবিধাও পাবেন মহিলারা। দেশের মহিলাদের আত্মনির্ভরতার নিরিখে এগিয়ে রাখতে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস কানেকশন দেওয়া হবে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ফ্রীতে গ্যাস পেতে হলে কোথায় আবেদন করবেন, আবেদন প্রক্রিয়া, কারা আবেদন করতে পারবেন, প্রয়োজনীয় ডকুমেন্টস সম্বন্ধে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন: ব্যাঙ্কে গিয়ে অপেক্ষা করার দিন শেষ। এখন নিজে বাড়িতে বসেই খুলুন SBI অ্যাকাউন্ট।

উজ্জ্বলা যোজনার সুবিধা:-

• প্রত্যেক যোগ্য মহিলাকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদনের জন্য ১,৬০০ টাকা (১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের জন্য ) এবং ১,১৫০ টাকা (৫ কেজি গ্যাস সিলিন্ডারের জন্য) ভারত সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট গ্যাস কর্তৃপক্ষের কাছে জমা করা হবে।
• ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের জন্য ১,২৫০ টাকা ও ৫ কেজি গ্যাস সিলিন্ডারের জন্য ৮০০ টাকা সিকিউরিটি হিসেবে জমা থাকবে।
• রেগুলেটরের জন্য ১৫০ টাকা জমা থাকবে আবেদনকারীর নামে।
• এলপিজি হোস পাইপের জন্য ১০০ টাকা,
• ডোমেস্টিক কনজুমার কার্ডের জন্য ২৫ টাকা এবং
• গ্যাস সংযোগের জন্য অতিরিক্ত ৭৫ টাকা (অপশনাল) গ্যাস সংযোগের জন্য আবেদনকারী মহিলার নামে বরাদ্দ করবে কেন্দ্র।
• সেইসঙ্গে আবেদন গ্রহণের পর প্রথম গ্যাস সিলিন্ডার টি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।
• এছাড়া ভর্তুকি সাধারণ গ্যাসের তুলনায় ২০০ টাকা বেশি দেওয়া হবে অর্থাৎ গ্যাসের মূল্যে ২০০ টাকা নেওয়া হবে।

উজ্জ্বলা যোজনায় আবেদনের জন্য প্রয়োজনীয় শর্ত:-

• আবেদনকারী মহিলাকে তপশিলি জাতি বা উপজাতির অন্তর্ভুক্ত হতে হবে।
• আবেদনকারী মহিলার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
• প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) এ নাম নথিভুক্ত থাকলেও আবেদন যোগ্য।
• আবেদনকারী যদি অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে থাকেন।
• আবেদনকারীর যদি অন্ত্যোদয় অন্ন যোজনার রেশন কার্ড থাকে।
• বর্তমান ও প্রাক্তন চা কর্মী মহিলারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
• আবেদনকারী মহিলা যদি বন, নদী বা দ্বীপের বাসিন্দা হন।
• অত্যন্ত দরিদ্র ও Socio Economic Caste and Census এ অন্তর্ভুক্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য।
• আবেদনকারী মহিলার পরিবারের কোনো সদস্যের নামে অন্য কোনো LPG সংযোগ থাকা চলবেনা।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

• পরিচয় পত্রের (আধার কার্ড) জেরক্স। অসম ও মেঘালয় বাসীদের জন্য আধার কার্ড অত্যাবশ্যক নয়।
• রেশন কার্ড জেরক্স। পরিযায়ী আবেদনকারীর জন্য Self Declaration (Annexure I অনুযায়ী)।
• আবেদনকারীর ফ্যামিলি মেম্বারদের আধার কার্ড জেরক্স।
• ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস।
• পরিবারের KYC (Know Your Customer) স্ট্যাটাস ডিটেইলস।

কোথায়, কিভাবে আবেদন করবেন?

এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য কেবল মহিলারাই আবেদন করতে পারবেন। Bharatgas, HP, Indane তিনপ্রকার গ্যাস কোম্পানির যেকোনো একটিতে আবেদন জানাতে পারবেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ফ্রীতে গ্যাস পাওয়ার জন্য নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসে গিয়ে আবেদন পত্র সংগ্রহ করুন এবং উপরে বর্ণিত নথি সহযোগে সংশ্লিষ্ট গ্যাস অফিসে গিয়ে জমা করুন।
এছাড়াও www.pmuy.gov.in ওয়েবসাইটে গিয়েও রেজিষ্ট্রেশন করিয়ে ও সঠিক তথ্য দিয়ে অনলাইন আবেদন পত্র পূরণ করতে পারবেন। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস সহযোগে ওই আবেদন পত্র নির্দিষ্ট গ্যাস অফিসে জমা করতে হবে।

Like Facebook Page