ডিস্ট্যান্স পড়াশোনায় এই কোর্সগুলি বৈধ নয়। জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনি কি ডিস্ট্যান্সে (দূরশিক্ষার মাধ্যমে) পড়াশোনা করছেন? তবে এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার জন্য। Distance Mode, Correspondent Course বা Online Distance Learning (ODL) এ পড়াশোনা করে থাকলে বা দূরশিক্ষা গ্রহণ করবেন বলে ভাবছেন, তবে এই তথ্যটি আপনার অবশ্যই জানা উচিৎ। এই কোর্সগুলিকে ডিস্ট্যান্স মোডে মান্যতা দেয়নি সুপ্রিম কোর্ট। অর্থাৎ আইনত দূরশিক্ষার মাধ্যমে এই কোর্সগুলো বৈধ নয়। পাছে আপনার ডিগ্রি বাতিল হয়ে যায়! তাইকোনো শিক্ষা প্রতিষ্ঠান Distance Learning এর মাধ্যমে এই কোর্সগুলো অফার করে থাকলে আগে থেকেই সতর্ক থাকবেন।

   

ভারতবর্ষের মতো জনবহুল দেশে বহু শিক্ষার্থী Distance মোড এ শিক্ষা গ্রহণ করে থাকেন। কেউ হয়তো স্নাতক বা দ্বাদশের পরেই কোনো চাকরি পেয়ে গিয়েছেন। কেউ আবার আর্থিক বা পারিবারিক সমস্যার কারণে কিছু বছর পর ডিস্ট্যান্সের মাধ্যমে অপূর্ণ শিক্ষা সম্পন্ন করে থাকেন। তবে শুধু ডিগ্রি পেলেই তো হলো না! সেটি আদৌ বৈধ কিনা বা কতটা সঠিক তা যাচাই করে নেওয়া প্রয়োজন। কেননা সম্প্রতি কিছু ভুয়ো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিকে অবৈধ বলে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (University Grants Commission)।

আরও পড়ুনঃ তারবন্দি যোজনায় আবেদন করুন আর পেয়ে যান এককালীন ৪০,০০০ টাকা।

ভারতের মতো বিশাল আয়তনের দেশে প্রচুর Open University রয়েছে যেগুলি গ্রাজুয়েশন, মাস্টার্স, ডিপ্লোমা ও পিএইচডি কোর্স দূরশিক্ষার মাধ্যমে অফার করে থাকে। বিশ্বের বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয় Indira Gandhi National Open University ভারতেই অবস্থিত। এছাড়াও ড: বি আর আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি, নালন্দা ওপেন ইউনিভার্সিটি, Netaji Subhash Open University সহ একাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেহেতু কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে এবং UGC স্বীকৃত, তাই এই বিশ্ববিদ্যালয় কর্তৃক কোর্সগুলোও বৈধ।তবে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যদি নীচের কোর্সগুলো অফার করে থাকে তবে আইনত তা সম্পূর্ণ অবৈধ (Invalid)। চলুন জেনে নিই কোন ডিগ্রিগুলি ডিস্ট্যান্সে পড়া যাবে না।

Legal Studies/ Law

আইনের স্নাতক কোর্স কোনোভাবেই আপনি দূরশিক্ষার মাধ্যমে গ্রহণ করতে পারবেন না। আইন বা Law যেহেতু দেশের সংবিধান ভিত্তিক একটি কোর্স তাই এই সংক্রান্ত পড়াশোনায় প্রচুর প্র্যাকটিক্যাল কাজকর্ম প্র্যাকটিস করতে হয়। আইনের কোর্স পড়াতে হলে শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে Bar Council of India এর স্বীকৃতি নিতে হয়। কিন্তু BCI এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলিকে ডিস্ট্যান্সে আইন পড়ানোর সম্মতি দেয়নি। তাই কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি ODL বা Correspondent মাধ্যমেও LLB কিম্বা LLM কোর্স অফার করে থাকে তবে আইনত তা সম্পূর্ণ অবৈধ। আইন হলো রেগুলার মোডে ফুলটাইম একটি Legal Course।

ugc-deb

আরও পড়ুনঃ আবেদন করুন জয় জোহার/তপশিলি বন্ধু প্রকল্পে এবং পেয়ে যান ১,০০০ টাকা প্রতি মাসে।

Engineering

ইঞ্জিনিয়ারিং পড়াশোনার এমন একটি শাখা যেটি আপনি ডিস্ট্যান্স মোডে কখনোই পড়তে পারবেন না। যেকোনো শাখার Bachelor in Engineering, Masters in Engineering এবং Diploma Engineering সর্বদা রেগুলার মাধ্যমে পড়ানো হয়েথাকে। কিছু বিশেষ ক্ষেত্রে পার্ট টাইম হিসেবে এই কোর্সগুলি অফার করা হলেও All India Council of Technical Education এর নির্দেশিকা অনুযায়ী দূরশিক্ষার মাধ্যমে Engineering Degree লাভ কখনোই সম্ভব নয়।

Medicine/ MBBS

মেডিসিন বা ডাক্তারীর মতো কোর্স যেখানে অসুস্থ প্রাণীদের শুশ্রূষা ও জীবন রক্ষা করার মতো পড়াশোনার পাশাপাশি বাস্তবিক বহু কাজকর্ম করতে হয় সেটি আপনি কখনোই দূরশিক্ষার মাধ্যমে অর্জন করতে পারবেন না। শুধু ভারতবর্ষ কেন পৃথিবীর কোনো দেশই ডিস্ট্যান্স পদ্ধতিতে মেডিসিন সংক্রান্ত কোনো ডিগ্রি কোর্স ছাত্র-ছাত্রীদের অফার করে না। মেডিসিনের মতো কোর্স বহুমাত্রায় প্রাকটিক্যাল নির্ভর হওয়ায় National Medical Council ও Pharmacy Council of India মতে একমাত্র রেগুলার কোর্স ছাড়া আর অন্য কোনো উপায়ে এই ডিগ্রিলাভ সম্ভব নয়।

Pharmacy

ফার্মাসির ডিগ্রি বা B.Pharm এমনই একটি ডিগ্রি যা Practical কাজকর্ম ছাড়া এই ডিগ্রি অধ্যয়ন করা সম্ভব নয়। Pharmacy Council of India দেশের কোনো কলেজকেই দূরশিক্ষা পদ্ধতিতে এই কোর্স পড়ানোর অনুমোদন দেয়নি।

Agriculture

এগ্রিকালচার বা কৃষিবিদ্যা ( B.Tech Agriculture/B.Sc. Agriculture) এমন একটি পেশাদারি কোর্স যেটিও প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন ছাড়া এই ডিগ্রিলাভ একপ্রকার অসম্ভব ব্যাপার। Indian Council of Agricultural Research কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিকে ডিস্ট্যান্স মোডে ছাত্র-ছাত্রীদের এই কোর্স অফার করার অনুমতি দেয়নি।