আবেদন করুন জয় জোহার/তপশিলি বন্ধু প্রকল্পে এবং পেয়ে যান ১,০০০ টাকা প্রতি মাসে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য একাধিক সামাজিক ও জনদরদি প্রকল্পের সূচনা করেছেন। তার মধ্যে একটি হলো জয় জোহার ও তপশিলি বন্ধু প্রকল্প। আজ আলোচনা করবো এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করতে হবে, আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন।

   

জয় জোহার/তপশিলি বন্ধু প্রকল্প কি?

বার্ধক্যজনিত কারণে কর্মক্ষম সমস্ত যোগ্য ব্যক্তিকে সামাজিক সুরক্ষা খাতে নানান ভাতা দিয়ে থাকে কেন্দ্র ও রাজ্য সরকার। তার মধ্যে রাজ্য সরকার প্রদত্ত জয় জোহার/তপশিলি বন্ধু প্রকল্পটি সেরকমই একটি প্রকল্প। দুরকম শুনতে হলেও আসলে একটিই প্রকল্প। তপশিলি বন্ধু প্রকল্পটির সুবিধা পেয়ে থাকেন Scheduled Cast এর মানুষেরা এবং Scheduled Tribe এর লোকেরা জয় জোহার প্রকল্পটির সুবিধা ভোগ করে থাকেন।

কারা আবেদন করতে পারবেন/আবেদন যোগ্যতা:-

তপশিলি বন্ধু/জয় জোহার প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকতে হবে।

• আবেদনকারকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
• আবেদনকারীকে অবশ্যই তপশিলি জাতি (Scheduled Cast) বা তপশিলি উপজাতির (Scheduled Tribe) অন্তর্গত হতে হবে।
• আবেদনকারীর বয়স ৬০ বা তার উর্ধ্বে হতে হবে।
• রাজ্য বা কেন্দ্র সরকার দেয় এমন কোনও সামাজিক সুরক্ষা খাতে নাম অন্তর্ভুক্ত থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না।

আরও পড়ুন: ২০২৩ সালের প্রথম দুয়ারে সরকার ক্যাম্প সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট।

আবেদন প্রক্রিয়া:-

আবেদন পত্রটি অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিন অথবা দুয়ারে সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করুন। ফর্মে সমস্ত তথ্য ইংরেজিতে ব্লক লেটারে লিখতে হবে। * যুক্ত স্থানগুলি অবশ্যই পূরণ করতে হবে। প্রথমে কোন প্রকল্পের জন্য আবেদন করবেন তাতে টিক দিন। এরপর Personal Details লিখুন।

তারপর Monthly Income এর ঘরে পরিবারের মাসিক আয় বসিয়ে দিন। এবারে Personal Identification Number এর ঘরে ডিজিটাল রেশন কার্ড, আধার, ভোটার ও প্যান কার্ড নম্বর লিখুন। এরপর Contact Details সেকশনে আপনার ঠিকানার যাবতীয় তথ্য দিতে হবে। এর ঠিক নীচে Bank Account Details এর ঘরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, IFS Code ভালোভাবে লিখবেন।

এখন Self Declaration এর সেকশনটি পূরণ করতে হবে। যদি আপনি অন্য কোনো প্রকল্পের অধীনে পেনশন পেয়ে থাকেন তবে নীচের যেটি সঠিক তাতে টিক দিতে হবে। সবশেষে আবেদনকারী সিগনেচার করে ও তারিখ লিখে প্রয়োজনীয় নথি সহযোগে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

• আধার কার্ডের জেরক্স।
• ভোটার কর্ডের জেরক্স।
• পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ।
• ডিজিটাল রেশন কার্ডের জেরক্স।
• জাতিগত শংসাপত্রের জেরক্স।
• পারিবারিক আয়ের শংসাপত্র।
• ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস।

কত টাকা পেনশন পাবেন:-

এই প্রকল্পে নাম নথিভুক্তকরণ সফল হলে তপশিলি বন্ধু ও জয় জোহার উভয় ক্ষেত্রেই প্রতিমাসে ১,০০০ টাকা করে পাবেন। রাজ্য সরকারের তরফে সেই টাকা প্রত্যেক যোগ্য ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হয়।

আবেদন ফর্ম কোথায় পাবেন এবং ফর্ম কোথায় জমা করতে হবে?

আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে অথবা নিকটবর্তী পঞ্চায়েত বা ব্লক অফিস থেকে এই ফর্ম সংগ্রহ করতে পারেন। অথবা অফিশিয়াল ওয়েবসাইট থেকেও আবেদন ফর্ম প্রিন্ট করে নিতে পারেন।
প্রয়োজনীয় নথি সহযোগে আবেদন পত্রটি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিস, বিডিও অফিস কিম্বা নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েই জমা করতে হবে।

Like Facebook Page