কৃষকদের নতুন প্রকল্প উপহার। আবেদন করুন তারবন্দি যোজনায়।

কৃষক সম্প্রদায়ের মানুষদের জন্য সুখবর। ভারতবর্ষের চাষীদের জন্য এক নতুন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। প্রকল্পটি হলো তারবন্দি যোজনা। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনোরূপ যোগ্যতার প্রয়োজন নেই। ভারতের যেকোনো প্রান্তে বসবাসকারী কৃষকেরা এই যোজনার লাভ নিতে পারবেন। প্রকল্পে আবেদনের জন্য কি কি নথি প্রয়োজন, কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন।

   

ভারতের বাণিজ্যিক লাভ্যাংশের একটা বড়ো অংশ কৃষি জমিকে কেন্দ্র করে। তাই অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিক পরিস্থিতির জন্য কৃষকদের ওপর নির্ভরশীল দেশ। দেশের জিডিপিও কৃষিজমির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই সেচজমিতে বিভিন্ন ধরনের উৎকৃষ্ট মানের ফসল উৎপন্ন করার জন্য চাষীদের বিভিন্ন রকম সুবিধা প্রদানের মাধ্যমে উৎসাহ দিয়ে থাকে কেন্দ্র সরকার। তেমনই এই প্রকল্পের মাধ্যমেও বিশেষ সুবিধা পেয়ে থাকেন কৃষকেরা। বলা চলে এটি সরকারের তরফে কৃষকদের জন্য এক বিশেষ উপহার

মূলত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ (ঝড়) ও পশুদের কবল থেকে কৃষিজমকে রক্ষার জন্যই তারবন্দি যোজনা বাস্তবায়িত করেছে সরকার। এই প্রকল্পের আওতায় চাষযোগ্য জমিকে তারের বেড়া দিয়ে ঘিরতে অর্থসাহায্য দিয়ে থাকে কেন্দ্র সরকার। এই যোজনার অধীনে প্রত্যেক কৃষক সর্বাধিক ৪০,০০০ টাকা পর্যন্ত অনুদান পেয়ে যাবেন। কৃষকরা যাতে সুষ্ঠুভাবে চাষাবাদ করতে পারে তার জন্যই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

আরও পড়ুন: ভারতীয় পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ ৫ টি স্কলারশিপ। বিস্তারিত জানতে পড়ুন।

তারবন্দি যোজনায় আবেদনের জন্য প্রয়োজনীয় শর্ত:-

  • তারবন্দি যোজনায় আবেদনের জন্য আবেদনকারী কে অবশ্যই ভারতীয় হতে হবে অথবা ভারতীয় যেকোনো অঙ্গরাজ্যের বাসিন্দা হতে হবে।
  • এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর এক সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। কেননা প্রকল্পের অনুদান সরাসরি কৃষকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
  • এই যোজনায় আবেদনের জন্য একজন চাষীর কমপক্ষে অর্ধেক হেক্টর (প্রায় দুই বিঘা) মতো জমি থাকতে হবে। নচেৎ এই প্রকল্পে সুবিধা পাবেন না।
  • এই যোজনায় এককালীন ৪০,০০০ টাকা দেওয়া হয়ে থাকে। তাই কেউ একবার এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না।
  • এই প্রকল্পের সুবিধা নিতে হলে আবেদনকারী কৃষকের বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে।
  • উপরের এই সমস্ত শর্তগুলি পূরণ করলে তবেই এই যোজনায় টাকা পাবেন নচেৎ নয়।

তারবন্দি যোজনার আবেদন প্রক্রিয়া:-

এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য আবেদনকারী কে নিকটতম কৃষি অধিকর্তার অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। সেখানেই তারবন্দি যোজনা সম্বন্ধে বিস্তারিত জেনে আবেদন পত্র সংগ্রহ করে ভালোভাবে পূরণ করতে হবে এবং ওই অফিসেই প্রয়োজনীয় নথি সহ আবেদন পত্রটি জমা করতে হবে। সমস্ত তথ্য যাচাইকরণের পর অসঙ্গতি দেখা না দিলে সংশ্লিষ্ট আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্দিষ্ট প্রকল্পের অনুদান ক্রেডিট হয়ে যাবে।

tarbandi-yojona
Tarbandi Yojona

তারবন্দি যোজনায় আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন?


তারবন্দি যোজনায় আবেদনের জন্য নিম্নলিখিত ডকুমেন্টস গুলি আবেদন পত্রের সঙ্গে কৃষি/সহ কৃষি অধিকর্তার দপ্তরে গিয়ে জমা দিয়ে আসতে হবে।

১) পরিচয় পত্র (আধার কার্ডের কপি)।
২) ভারতীয় নাগরিকত্বের প্রমাণ ( আধার কার্ডের জেরক্স)।
৩) রাজ্যের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট (ভোটার কার্ড)।
৪) আবেদনকারির চাষযোগ্য জমির প্রমাণপত্র (জমির দলিল)।
৫) আবেদনকারীর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের জেরক্স কপি।
৬) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৭) বৈধ মোবাইল নম্বর।

তারবন্দি যোজনায় কতদিনের মধ্যে আবেদন করতে হবে?

উল্লেখ্য, কৃষকদের অক্লান্ত পরিশ্রম যাতে ব্যর্থ না হয় সেই উদ্দেশ্যে পশুপাখি ও দুর্যোগের হাত থেকে রক্ষা করার জন্য কৃষিজমিকে তার দিয়ে মুড়ে ফেলতে এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং আবেদনের জন্য এখনো পর্যন্ত কোনো সময়সীমা ধার্য করা হয়নি। আবেদনকারী নিজের সুবিধামতো আবেদন করতে পারেন।

তবে যেহেতু যাচাইকরণের ব্যাপার রয়েছে। তাই আগে আবেদন করলে আগে টাকা পাবেন এই যা! তারবন্দি প্রকল্পের সুবিধা নিতে চাইলে যত শীঘ্র সম্ভব আবেদন করে ফেলুন।

Like Facebook Page