প্রত্যেক মায়েরা পাবেন ৬,০০০ টাকা। গর্ভবতী ও সদ্যোজাত মায়েদের জন্য এক বিশেষ প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। এই প্রকল্পটির নাম Pradhan Mantri Matru Vandana Yojona। এই প্রকল্পের সুবিধা পেতে জাতীয় নারী ও শিশু সুরক্ষা যোজনায় না নথিভুক্ত করতে হবে আবেদনকারীকে। এই বিশেষ প্রকল্পের মাধ্যমে কিভাবে টাকা পাবেন, প্রয়োজনীয় ডকুমেন্টস, আবেদনের শর্ত সম্বন্ধে বিস্তারিত তথ্যের খুটিনাটি জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
ভারত সরকারের National Health Mission ও Pradhan Mantri Matru Vandana Yojona এর যৌথ উদ্যোগে গর্ভবতী ও সদ্যোজাত মায়েদের মাতৃত্বকালীন যত্নের (গর্ভবতী ও মা হওয়ার পরে প্রয়োজনীয় ওষুধপত্রের খরচ) জন্য এই বিশেষ সুবিধা প্রদান করে থাকে ভারত সরকার। যাতে মায়েদের পুষ্টির অভাব না হয় এবং প্রত্যেক মহিলা সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দেন।
PMMVY তে আবেদনের শর্ত:-
আরও পড়ুনঃ চলচ্চিত্র জগতে আসার আগে এই ১০ টি বিষয় মাথায় রাখুন।
- এই প্রকল্পের সুবিধা পেতে হলে মায়েদের Mother & Child Protection কার্ডে নাম নথিভুক্ত করতে হবে।
- এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য প্রত্যেক গর্ভবতী মহিলাদের অঙ্গনওয়ারি কেন্দ্রে নাম নথিভুক্ত করা আবশ্যক।
- যেসকল মহিলা Public Sector Undertaking প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা এই যোজনার সুবিধা পাবেন না।
- এই যোজনায় আবেদন করলে গর্ভবতী ও সদ্য মা হয়েছেন এমন মহিলারা গর্ভবতী হওয়ার ৫ মাসের মধ্যে প্রথম কিস্তির ২,০০০ টাকা, গর্ভধারণের সময় ৬ মাস হলে দ্বিতীয় কিস্তির ২,০০০ টাকা এবং অবশিষ্ট তৃতীয় কিস্তির ২,০০০ টাকা সন্তান প্রসবের পরে পেয়ে যাবেন। তাই এই প্রকল্পের সুবিধা পেতে গর্ভধারণের পরেই এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করাতে হবে।
কত টাকা পাবেন?
গর্ভবতী ও সদ্যোজাত মায়েদের মোট তিন কিস্তিতে শহরাঞ্চলের মহিলাদের ৬,০০০ টাকা এবং গ্রামীণ অঞ্চলের মহিলাদের ৬,৪০০ টাকা দেওয়া হয় ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।
প্রয়োজনীয় নথি:-
প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় আবেদননের জন্য নিম্নলিখিত ডকুমেন্টস গুলি প্রয়োজন।
- আবেদনকারীর পরিচয়পত্রের জেরক্স (আধার/ভোটার কার্ড)।
- রেশন কার্ডের জেরক্স।
- ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স যেখানে Account Number ও IFS Code রয়েছে।
- ডেলিভারির সময় হাসপাতাল কর্তৃক প্রদত্ত শিশুর জন্মের ডকুমেন্টস অথবা বার্থ সাটিফিকেট।
আরও পড়ুনঃ ১০২ বছর বয়সে গণিতে নোবেল পেলেন ভারতের কল্যামপুডি রাধাকৃষ্ণ রাও।
আবেদন প্রক্রিয়া:-
মাতৃ বন্দনা যোজনায় নাম নথিভুক্ত করতে চাইলে আপনার নিকটবর্তী সরকারি স্বাস্থ্য কেন্দ্র বা অঙ্গনওয়ারি সেন্টার থেকে মাতৃ বন্দনা প্রকল্পের আবেদন পত্রটি সংগ্রহ করুন এবং ওই কেন্দ্রে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহযোগে দরখাস্ত জমা করুন।
এছাড়া ভারত সরকারের Ministry of Women and Child Development এর অফিসিয়াল ওয়েবসাইট wcd.nic.in এ গিয়ে আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারেন। ফর্মটি সংশ্লিষ্ট কেন্দ্রে জমা করলে মঞ্জুর হওয়ার পর নির্দিষ্ট পরিমাণ টাকা সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে।
ফর্ম ডাউনলোড:- Link
এরকম আরও নতুন নতুন খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন। এছাড়া চাকরি, স্কলারশিপ ও বিভিন্ন সরকারি প্রকল্প সম্বন্ধে সবরকম আপডে সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন নীচে দেওয়া লিঙ্ক ক্লিক করে।
টেলিগ্রাম চ্যানেল:- Link