গণিতে নোবেলের সমতুল্য প্রেসিডেন্টস পুরস্কার পাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত সি আর রাও।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

COPSS প্রদত্ত ২০২৩ সালের International Statistics Award পেতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী C R Rao। গণিতের সর্বোচ্চ আন্তর্জাতিক পুরস্কার ফিল্ড মেডেল, অ্যাবেল প্রাইজের পরেই এর অবস্থান। আগামী জুলাই মাসে কানাডার অট্টোয়াতে তে পুরস্কার প্রাপক কে পুরস্কার মূল্য তুলে দেবে আন্তর্জাতিক রাশিবিজ্ঞান সংস্থা কপস।

   

১৯৭৬ সালে রাশিবিজ্ঞানে উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান শুরু করে Committee of Presidents of Statistical Societies. আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশন, স্ট্যাটিস্টিক্যাল সোসাইটি অফ কানাডা, ইন্সটিটিউট অফ ম্যাথেমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, ইস্টার্ন নর্থ আমেরিকান রিজিওন অফ দ্য ইন্টারন্যাশনাল বায়োমেট্রিক সোসাইটি এবং ওয়েস্টার্ন নর্থ আমেরিকান রিজিওন অফ দ্য ইন্টারন্যাশনাল বায়োমেট্রিক সোসাইটি এই পুরস্কারের জন্য স্পনসর করে থাকে।

আরও পড়ুনঃ ভারতরত্ন পাওয়ার জন্য কি যোগ্যতা থাকতে হয়? এই পুরস্কার প্রাপকেরা কি কি সুবিধা পেয়ে থাকেন?

জুলাইয়ে International Statistical Institute আয়োজিত কানাডার Ottawa তে COPSS Presidents Prize 2023 এর পুরস্কার মূল্য স্বরূপ পুরস্কার প্রাপক Calyampudi Radhakrishna Rao এর হাতে ৮০,০০০ মার্কিন ডলার তুলে দেওয়া হবে।

কল্যামপুডি রাধাকৃষ্ণ রাও ১৯২০ সালের ১০ সেপ্টেম্বর তৎকালীন বৃটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত কর্ণাটকের হাডাগালিতে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাশিবিজ্ঞানে MA এবং অন্ধ্র বিশ্ববিদ্যালয় থেকে গণিতে M.Sc. ডিগ্রি লাভ করার পর লন্ডনের কিংস কলেজে ডক্টরেট পড়তে যান এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে D.Sc. ডিগ্রি লাভ করেন।

কর্মজীবনে Indian Statistical Institute, Jawaharlal Nehru University, পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে গণিত ও পরিসংখ্যান তত্ত্বের (রাশিবিজ্ঞান) অধ্যাপনা করেছেন। বর্তমানে ১০২+ বছর বয়সেও বাফেলো বিশ্ববিদ্যালয়ে গবেষণা অধ্যাপকের কাজ করছেন। তার গবেষক স্টুডেন্টদের মধ্যে উল্লেখযোগ্য হলে S R Srinivasa Varadhan যিনি ২০০৭ সালে Abel Prize পেয়েছিলেন। এছাড়াও রাধা লাহা, ইউ এস আর মূর্তির মতো গণিতজ্ঞরাও তার অধীনে গবেষণা করেছেন।

international-statistical-institute
International Statistical Institute, Voorburg, Netherlands

এছাড়াও জাতীয় বিজ্ঞান মেডেল, শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার পেয়েছেন এই পরিসংখ্যান তত্ত্বের গবেষক। ভারত সরকার তাঁকে ভারতের দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সন্মান পদ্মবিভূষণ ও পদ্মভূষণ সন্মানিত করে।

আরও পড়ুনঃ ভারতে কোন রাজ্যে কতগুলি Deemed University রয়েছে? বিস্তারিত জেনে নিন।

রাও এর বিখ্যাত গবেষণার ফসলের মধ্যে রয়েছে Cramer-Rao Lower Bound Theory এবং Rao-Blackwell উপপাদ্য। তাঁর গবেষণার প্রথমের দিকে গবেষণাপত্র গুলি প্রকাশিত হয়েছিল Calcutta Mathematical Society -র জার্নালে। তাঁর গবেষণামূলক আবিস্কারগুলি রাশিবিজ্ঞানের পথকে অনেকটাই প্রশস্ত করেছে। যেমন- তার আবিস্কৃত উপপাদ্যগুলি সাহায্যে বোঝা যায় গণিতে ধরে নেওয়া কোনও অনুমান কতটা নিখুঁত। রাশিবিজ্ঞানের কল্পনা করা কোনও মান পরীক্ষালবদ্ধ বাস্তব মানের সাথে মিলে যাওয়ার প্রবণতা বা সঠিক হওয়ার হার তাঁর উপপাদ্যের সাহায্যে সহজেই ব্যাখ্যা করা যায়।

১৯৮১ সালে প্রথমবার এই পুরস্কার পান ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (Mathematical Statistician) Peter John Bickel। গতবছর এই পুরস্কার পেয়েছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের জৈব-রাশিবিজ্ঞানী Daniela M Witte। ২০২৩ সালের গণিত ও পরিসংখ্যান তত্ত্বের এই সম্মানসূচক পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন ভারতীয়-আমেরিকান গণিতবিদ কালিয়ামপুডি রাধাকৃষ্ণ রাও।

Leave a Comment