মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র কোথায় ছাপানো হয় বিস্তারিত জানুন প্রতিবেদনে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একটি ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য আজ শেয়ার করবো আপনাদের সাথে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো অনেকেই দিয়েছেন কিন্তু জানেন কি পর্ষদ ও সংসদের এই গুরুত্বপূর্ণ পরীক্ষা দুটির প্রশ্নপত্র, পরীক্ষার রেজাল্ট এমনকি দশম ও দ্বাদশের টেস্ট পেপার্স কোথায় মুদ্রন করা হয়ে থাকে। 10th ও 12th এর মতো ভীষণই গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্রের ছাপাখানা কোনটি জানুন আজকের এই প্রতিবেদনে।

   

চলতি বছর মে ও এপ্রিল মাস জুড়ে সম্পন্ন হয়েছে এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার নিয়ম মেনে মে মাসের শেষ ও জুন মাসের প্রথমার্ধে দশম ও দ্বাদশের ফলাফল ঘোষণা করার কথা বলেছে যথাক্রমে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রায় ৭ লক্ষ পড়ুয়া মাধ্যমিক এবং প্রায় সাড়ে আট লাখ পড়ুয়া এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন।

আরও পড়ুনঃ প্রত্যেক মায়েরা পাবেন ৬,০০০ টাকা। আবেদন করুন এই প্রকল্পে।

তবে একটা জিনিস সকলকেই ভাবায় যে এত বৃহৎ সংখ্যক পরীক্ষার্থীর জন্য প্রশ্নপত্র ও উত্তর পত্র কোথা থেকে আসে, Madhyamik ও Uchcha Madhyamik টেস্ট পরীক্ষার পর প্রশ্নোত্তর অভ্যাসের জন্য বিপুল সংখ্যক Test Papers কোথা থেকে আসে। কোথায়ই বা ছাপানো হয় এত্তো এত্তো প্রশ্নপত্র। তবে এর উত্তরে আপনাদের জানিয়ে রাখি কলকাতার নিকটে একটি ছাপাখানায় পশ্চিমবঙ্গের শিক্ষা সংক্রান্ত বোর্ড ও কাউন্সিলের সমস্ত রকম প্রেসের কাজ এই ছাপাখানায় হয়ে থাকে।

শুনলে একটু বিস্মিত হবেন যে কলকাতার কামারহাটি এলাকার Saraswati Press এ West Bengal Board of Secondary Education ও West Bengal Council of Higher Secondary Education এর প্রিন্টিং সংক্রান্ত যাবতীয় কাজকর্ম হয়ে থাকে। এটি পশ্চিমবঙ্গ সরকারের রেজিস্ট্রিকৃত একটি মুদ্রণ সংস্থা। টেস্ট পেপার থেকে শুরু করে বোর্ড ও কাউন্সিলের পরীক্ষার প্রশ্নপত্র, নমুনা প্রশ্নপত্র সমস্তকিছু এখানেই ছাপানো হয়।

10th-12th
Saraswati Press, Kamarhati, Kolkata

আরও পড়ুনঃ ভারতরত্ন কারা পেয়ে থাকেন? কি কি সুবিধা পাওয়া যায়?

উল্লেখ্য, প্রত্যেক বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে এবং পর্ষদ ও সংসদের বার্ষিক ফাইনাল পরীক্ষা শুরুর ১-২ মাস আগে মোটামুটি জানুয়ারি মাসে এই প্রশ্নপত্র ছাপানোর প্রক্রিয়া চলে। প্রতিটি Subject এর ৩ টি করে সেট প্রশ্নপত্র ছাপানো হয় যাতে কোনো কারণবশত পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগে Leak হয়ে গেলে সেই সমস্যার সমাধানের বিকল্প হিসেবে দ্রুত অন্য কোনো নমুনা প্রশ্নপত্রের ওপর পরীক্ষা নেওয়া যায়। এতে রাতারাতি নতুন প্রশ্নপত্র তৈরির ঝামেলা তো এড়ানো যায়ই। বরং সময়ও অনেকখানি সাশ্রয় হয়।

এমন আরও নিত্যনতুন গুরুত্বপূর্ণ সব খবরের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন নীচের লিঙ্কে ক্লিক করে।

টেলিগ্রাম চ্যানেল:- Link

Like Facebook Page