সিনেমা জগতে প্রবেশের পূর্বে যে বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রতিবেদন পড়ুন।

চলচ্চিত্র জগৎ হোক কিম্বা বিনোদন, ফিল্ম ইণ্ডাষ্ট্রিতে প্রবেশের মুখে যে জিনিসগুলো আপনার জানা জরুরী সেই বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো আজকের প্রতিবেদনে। এগুলো এমনই আবশ্যিক বিষয় যেগুলো মাথায় না থাকলে সিনেমা তো দূর! এন্টারটেইনমেন্ট দুনিয়ায় ছিটেফোঁটাও জায়গা পাবেন না। যারা বিভিন্ন অডিশনের জন্য চেষ্টা করছেন তাদেও উপকার পাওয়ার জন্য প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুতে অনুরোধ করা হচ্ছে।

   

অনেক মানুষেরই স্বপ্ন রয়েছে সিনেমায় কাজ করা, গ্ল্যামার জগতে নিজের প্রতিভা বিকশিত করে, বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলা। তবে শুধু প্রতিভা থাকলেই তো হলো না! সেই প্রতিভা বিকশিত করে তার যথাযথ বিচ্ছুরণ ঘটাতে না পারলে প্রতিভার সার্থকতা খুঁজে পাওয়া যায় না। আর সেই প্রতিভার সুন্দর ও সাবলীল উপস্থাপনের জন্য চাই সঠিক গাইডলাইন। প্রচুর মানুষের যথেষ্ট ট্যালেন্ট ও আগ্রহ থাকা সত্ত্বেও তারা বিনোদন জগৎ থেকে ছিটকে গিয়েছে সঠিক পথে নিজেকে পরিচালিত করতে না পেরে।

বিনোদন জগতের অনেকগুলি শাখা রয়েছে। অভিনয়, সঙ্গীত, নৃত্য, পরিচালনা, সম্পাদনা, সঞ্চালনা, কমেডি ও মডেলিং ইত্যাদি। প্রত্যেকটি ভাগের কর্মজগতে পদার্পণের আগে সেই কাজ সম্পর্কে একটা বেসিক ধ্যানধারণা এবং নিজের প্রতি আত্মবিশ্বাস আপনার অবশ্যই থাকতে হবে। সেইসঙ্গে নীচে আলোচিত প্রত্যেকটি পয়েন্ট গুরুত্ব সহাকারে মাথায় রাখতে হবে। আজ অভিনয় সম্পর্কে বলবো। প্রদর্শনী শিল্পকলার একটি গুরুত্বপূর্ণ দিক হলো অভিনয়। অভিনয় জগতে প্রবেশের পূর্বেও এই বিষয়গুলির প্রতি যত্নশীল হতে হবে। চলুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ গণিতে নোবেলের সমতুল্য প্রেসিডেন্টস পুরস্কার পাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত সি আর রাও।

অ্যাকটিং স্কিল

pather-panchali
সত্যজিৎ রায়ের পথের পাঁচালী তে অপু ও দুর্গা

অভিনয় জগতে টিকে থাকার মূলমন্ত্রই হলো Acting Skills বা অভিনয় দক্ষতা। কেবল দেখতে সুন্দর হলেই চলবেনা বা অভিনয় করার ইচ্ছে থাকলেই হবেনা! একজন সাফল্যমণ্ডিত অভিনেতা হওয়ার জন্য অ্যাকটিং স্কিল থাকা বাঞ্ছনীয় যা আপনার মন থেকে আসে। কারণ অন্তর থেকে সেই ভাবনা না আসলে আপনি বাস্তবে তার প্রতিফলন ঘটাতে পারবেন না। এমন বহু সফল অভিনেতা আছেন যারা খুব সুন্দর নন, কিন্তু ভিলেনের রোলটি দারুণ করতে পারেন। যেমন ওমরেশ পুরী খলনায়কের পাঠে অনবদ্য। তাই অভিনয় করতে হলে দক্ষতা থাকতেই হবে। নাহলে কোনোক্রমে একটা দুটো কাজ জুটে গেলেও বেশিদিন টিকতে পারবেন না।

নাট্যমঞ্চে নাটক বা থিয়েটার অভ্যাস

যারা একেবারে শুরুর দিকে অভিনয়ে আসবেন বলে ঠিক করছেন তাদের জন্য অভিজ্ঞতা অর্জনের সবচেয়ে উপযুক্ত স্থান হলো থিয়েটার। এখানে আপনি ছোটো বড়ো সমস্ত ধরনের শিল্পীদের কাছ থেকে সংলাপ বলার ধরন, সেট ডিজাইন, আলো ক্যামেরা, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব বিষয়ে কিছু না কিছু শিখতে পারবেন। আর সিনেমায় যেহেতু অভিনেতাদের পেছনে পোশাক, মহড়া, ভ্রমণ ও এডিটিং এর জন্য লাখ লাখ টাকা খরচ করা হয় এবং এতে প্রযোজকেরা অনেক টাকা ইনভেস্ট করেন। তাই আপনি যাতে দর্শকদের মনোরঞ্জন করতে পারেন সেইজন্য ভালো অভিনয় সম্পর্কে যথেষ্ট জ্ঞান আহরণ করতে হবে।

নাচ-গান, হাস্য কৌতুকরসের মিশ্রণ

অভিনয়ের পাশাপাশি আপনি যদি নাচ-গান কিম্বা কমেডিতে পারদর্শিতা দেখাতে পারেন তবে অভিনয়ের পথ আরও প্রশস্ত হয়ে যায়। কেননা অভিনয় করার সময় খেয়াল রাখতে হবে দর্শক বিনোদনের জন্য পয়সা দিয়ে আপনার অভিনয় দেখবে তাই ছাইপাঁশ অভিনয় করলে হবে না। অভিনয়ের দ্বারা দর্শককে Impact (প্রভাব) সৃষ্টি করতে হবে।

নীচের শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে চলচ্চিত্র সম্পর্কিত Acting, Direction, Choreograph, Animation এবং Editing বিষয়ে কোর্স করানো হয়।

চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠানের নামকোথায় অবস্থিতInstitutions Types
Satyajit Ray Film and Television InstituteKolkataCentral Government
Film and Television Institute of IndiaPuneCentral Government
National School of DramaNew DelhiCentral Government
K R Narayanan National Institute of Visual Science and ArtsKeralaState Government
Asian Institute of DesignBangalorePrivate

অডিশন দিন

আজকাল বিভিন্ন শর্ট ফিল্ম, ওয়েবসিরিজ ও পোর্টফলিও শুটের জন্য অডিশনের বিজ্ঞপ্তি দেওয়া হয়। যতবেশি সম্ভব অডিশনে আত্মবিশ্বাসের সাথে অংশগ্রহণ করুন। ইচ্ছাশক্তি, প্রতিভা ও পরিশ্রম করার ক্ষমতা থাকলে চলচ্চিত্রের কোনো না কোনো প্ল্যাটফর্মে আপনি অবশ্যই একদিন সাফল্য পাবেন।

ক্যামেরা ফেস

পরিচালকরা শ্যুটের জন্য সবসময় ক্যামেরা ফেস যুক্ত ব্যক্তিদের প্রাধান্য দিয়ে থাকেন। দেখতে খুব ভালো না হলেও ক্যামেরায় যাতে চরিত্রের মুখমন্ডলের অভিনয় মানুষ যাতে উপভোগ করতে পারে। তাই মুখের যত্ন নিন বা দৈহিক পরিশ্রম ও অভিনয় অভ্যাসের দ্বারা আপনার মুখমন্ডল কে একটি ক্যামেরা ফেস এর আদল দেওয়ার চেষ্টা করুন।

শরীরের গঠন

সিনেমার হিরো হওয়ার জন্য বলিউডে আজকাল ট্রেন্ড উঠিছে নায়ক চরিত্রের জন্য Sixpack আবশ্যিক এবং নায়িকাদের জিরো ফিগার হলে প্রাধান্য বেশি দেওয়া হয়। এর জন্য তাদের নিয়মিত জিমে যেতে হয়। তবে নায়ক নায়িকার যেমন ফিট শরীর থাকতে হবে তেমনি অন্যান্য পার্শ্বচরিত্রে খলনায়ক বা কমেডিয়ানের চরিত্রধারীরা রোগা বা মোটা হলে তা দৃশ্য আমোদি হয়। আর অভিনয়ের একটি গুরুত্বপূর্ণ দিক হলো শরীর বা শরীরের অভিনয়। বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে চরিত্রের অনেকটাই অনুমান করে নেওয়া যায়। তাই অভিনয়কে পেশা হিসেবে বাছতে হলে শরীরের যত্ন নেওয়া একান্ত জরুরী।

গবেষণা করুন

অভিনয়কে ক্যামেরার পর্দায় ভালোভাবে ফুটিয়ে ও জীবন্ত করে তুলতে অভিনেতাকে সেই চরিত্রের সাথে একাত্ম হতে হবে। অভিনয় করার পূর্বে সেই চরিত্রকে ভালোভাবে বুঝতে হবে। আর চরিত্রকে ভালোভাবে বুঝতে সেই চরিত্র সম্পর্কে অধ্যয়ন করতে হবে। যেমন ম্যাকবেথে বা হ্যামলেট চরিত্রে অভিনয় করার আগে ম্যাকবেথে ও হ্যামলেট নাটকগুলো পড়ে অবশ্যই গভীরভাবে আত্মস্থ করতে হবে। নাটকের চরিত্র নিয়ে রীতিমতো এক্সপেরিমেন্ট করতে হবে।

আরও পড়ুনঃ মিউজিশিয়ান হতে চান? এই স্কলারশিপের জন্য আবেদন করুন।

সময়-জ্ঞান ও ফ্লেক্সিবিলিটি

সিনেমার প্রয়োজনে শ্যুটিং এর জন্য দুপুর, রাত, সকাল, বিকেল, সন্ধ্যা, ভোর, মাঝরাত্রি যেকোনো সময়ই অভিনয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আপনাকে প্রদত্ত চরিত্রকে আত্মস্থ করে এবং চরিত্রের গভীরে প্রবেশ করে অন্তর থেকে সেই চরিত্রের জন্য নমনীয় (Flexible) হতে হবে।

পারিশ্রমিক

অভিনয় কেরিয়ারের শুরুর দিকে অল্প পারিশ্রমিকেই বা বিনা পারিশ্রমিকেই অভিনয়ের জন্য রাজি হয়ে যান। অভিনয়ের দরুন জনপ্রিয়তা বাড়লে বা Face Value বাড়লে পরে আপনার ইচ্ছেমতো পারিশ্রমিক দাবি করতে পারেন। আপনার ফলোয়ার সংখ্যা বেশি হলে কিম্বা আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেলে পারিশ্রমিক বাড়িয়েও দিতে পারেন। বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন তার প্রথম সিনেমা ওম শান্তি ওম শাহরুখ খানের বিপরীতে বিনা পারিশ্রমিকে করেছিলেন। বর্তমানে তিনি সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতের এক নম্বর অভিনেত্রী।

ধৈর্য ধরুন ও আত্মবিশ্বাসী হোন

satyajiy-ray
Satyajit Ray Receiving 64TH Academy Award In 1992

যেকোনো পেশাতেই সফল হওয়ার চাবিকাঠি ধৈর্য, আত্মবিশ্বাস ও পরিশ্রম। আপনি Movie Character এর জন্য অডিশন দিন।সবচেয়ে ভালো হয় যদি রিয়েলিটি শো-তে অংশগ্রহণ করতে পারেন। এই অনুষ্ঠান গুলিতে সরাসরি দেশের জনতা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। এতে গ্রহণযোগ্যতা আরও বাড়ে এবং বিভিন্ন প্রোডিউসার, ডিরেক্টর এবং চলচ্চিত্র নির্মাতাদের প্রস্তাব সহজেই পাওয়া যায়। সম্প্রতি জাতীয় মিউজিক রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল সিজন ১৩ বিজয়ী হয়েছেন অযোধ্যার ঋষি সিং।

তবে সিনেমায় কাজ দেওয়ার নামে কোনো প্রতারণায় পা দেবেন না। আত্মবিশ্বাস ও সততার সাথে কাজ করলে আর আপনার মধ্যে যদি প্রতিভা থাকে এবং আপনি পরিশ্রম করার জন্য প্রস্তুত হন তবে একদিন না একদিন সাফল্য ঠিক ধরা দেবেই।

FAQ

Q: সত্যজিৎ রায় কত সালে অস্কার পেয়েছিলেন?

Ans: ১৯৯২ সালে।

Q: কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউট এবং পুনের ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়া তে ভর্তি জন্য কোন পরীক্ষা দিতে হয়?

Ans: SRFTI-FTII এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়।

Like Facebook Page