আবাস যোজনা ২০২৩ এর নতুন ফাইনাল লিস্ট প্রকাশিত? কারা কারা ঘর পেলেন এখুনি দেখে নিন। প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত নতুন আপডেট। আপনার নামে ঘর আসলেও পাবেন না ঘরের টাকা। কেন ঘরের টাকা দেওয়া হবে না? গ্রামাঞ্চলে কারা কারা ঘর পেলেন লিস্ট চেক করে জেনে নিন। স্ট্যাটাস ও লিঙ্ক কি করে চেক করবেন বিস্তারিত তথ্যের খুটিনাটি আপডেট জানুন আজকের প্রতিবেদনে।
উল্লেখ্য ক্ষমতায় এসে ২০১৫ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের গ্রামাঞ্চলে যাদের পাকা বাড়ি নেই এবং অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে Pucca House এর আওতায় আনতে এই যোজনা চালু করে কেন্দ্র সরকার। এই যোজনার অধীনে দুঃস্থ গ্রামীণ পরিবারগুলিকে পাকা বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয়। যদিও এই প্রকল্পে সমতল অঞ্চলের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকার ৬০:৪০ অনুপাতে টাকা দিয়ে থাকে। তবে পাহাড়ি অঞ্চলে টাকা দেয়ার অনুপাত ৯০:১০। এছাড়াও ১২,০০০ টাকা টয়লেট তৈরির জন্য দেওয়া হয় এবং ৭০ হাজার টাকা অতিরিক্ত ঋণ নিতে পারেন ঘর তৈরির জন্য।
বেশ কিছুদিন আগেই প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ ও শহরাঞ্চল) সংক্রান্ত বড়সড় দুর্নীতি সামনে আসে। স্বজনপোষণের মতো একাধিক অভিযোগ ওঠে। PMAY প্রকল্পে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা দায়ের হয়। এরপরই নড়েচড়ে বসে রাজ্য নেতৃত্ব। সরকারের তরফে আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য বেশ কিছু নিয়মাবলি পেশ করা হয় সরকারের তরফে।
আরও পড়ুন: ভারতে কোন রাজ্যে কতগুলি Deemed University রয়েছে? বিস্তারিত জেনে নিন।
এবারের আবাস যোজনায় ঘরের তালিকা নিয়ে নতুন গাইডলাইন তৈরি করেছে রাজ্য সরকার। আপনার নামে ঘর আসলেও ঘরের টাকা পাবেন না যদি নীচের শর্তগুলো লংঘন করেন।
- প্রথমে যাচাই করে দেখা হবে যাদের নামে ঘর এসেছে তাদের পরিবারের কেউ পূর্বে প্রধানমন্ত্রী আবাস যোজনা কিম্বা ইন্দিরা আবাস যোজনা খাতে কোনো পাকা ঘর পেয়েছেন কিনা। পেয়ে থাকলে দ্বিতীয়বার আর এই প্রকল্পের সুবিধা পাবেন না।
- আবাস যোজনায় আবেদন করার সময় যে জব কার্ডের বিবরণ দিয়েছেন তা সঠিক না ভুয়ো তা খতিয়ে দেখতে গ্রাম পঞ্চায়েত কর্মী, আশাকর্মী ও অঙ্গনওয়ারি কর্মীদের ওপর সার্ভে করার দায়িত্ব বর্তেছে।
- যেসকল পরিবারের বাৎসরিক আয় ১ লাখ ২০ হাজার টাকার ওপরে তাদের নামে ঘর আসলেও এই প্রকল্পের টাকা পাবেন না তারা।
- কিষাণ ক্রেডিট কার্ডে ৫০,০০০ টাকার উর্ধ্বে ঋণগ্রহীতারাও এই যোজনায় ঘর পাওয়ার তালিকা থেকে বাতিল হবেন।
- আবেদনকারীর যদি কোনো প্রকার গাড়ি থেকে থাকে তাদের নামও এই ঘর পাওয়ার তালিকা থেকে বাদ পড়বে।
রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, যাচাইকরণের এই সমস্ত কাজকর্ম জেলাশাসক, ব্লক উন্নয়ন আধিকারিক ও থানার ওসি, আইসি মিলে মিটিং করে পরিকল্পনামাফিক সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করবে। তারা যাচাই-বাছাই এর চুলচেরা বিশ্লেষণ শুরু করেও দিয়েছেন। তাই বুঝতেই পারছেন আপনি যদি উপরের কোনো সুবিধা পেয়ে থাকেন বা শর্ত মানতে না পারেন, তবে আপনার নামে ঘর আসলেও এই প্রকল্পে উপভোক্তার তালিকা থেকে আপনার নাম বাতিল করা হবে।
কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ অঞ্চলের উপভোক্তাদের লিস্ট চেক করবেন?
Pradhan Mantri Awas Yojona Gramin এর সুবিধাভোগীর তালিকায় আপনার নাম আছে কিনা জানতে প্রথম https://rhreporting.nic.in/netiay/EFMSReport/FTOTransactionSummary.aspx এই ওয়েবসাইটে যান। এরপর As Per Sanctioned Financial Year এ সিলেক্ট করুন। এখন যে বছরে ঘরের জন্য আবেদন করেছেন তা নির্বাচন করুন। এাবারে আপনার রাজ্য নির্বাচন করুন এবং তারপর আপনার জেলা সিলেক্ট করুন।
আরও পড়ুন: কলেজে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হতে মানতে হবে এই নিয়ম। নতুন নির্দেশ শিক্ষা দপ্তরের।
জেলার পাশের সংখ্যায় ক্লিক করলেি প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনার জেলায় কতগুলো ঘর Granted হয়েছে তা জানতে পারবেন এবং নামের লিস্টটি দেখতে পারবেন। আপনি চাইলে এই তালিকার PDF ফাইল ডাউনলোড করে আপনার নাম সার্চ করতে পারেন যে আপনার নামে ঘর এসেছে কিনা।
ঘর পেলে স্ট্যাটাসে কি দেখাবে?
গ্রামোন্নয়োন মন্ত্রক আপনার আবেদনের ভিত্তিতে ঘর মঞ্জুর করে থাকলে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এ House Sanctioned কথাটি লেখা থাকবে অর্থাৎ আপনার নামে ঘরের টাকা বরাদ্দ করা হয়েছে।