কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাঠানো শুরু। কারা কারা টাকা পেলেন? স্ট্যাটাস চেক করুন।

কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এইমাত্র উঠে এলো আপনি যদি কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন তবে আপনার জন্য সুখবর রয়েছে। আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হলো। কারা কারা টাকা পেলেন? কোন কোন জেলার কৃষকেরা বাকী থাকলেন, যারা টাকা পাননি তারা কবে টাকা পাবেন, আপনার আবেদনের স্ট্যাটাস ভেরিফাই ও এপ্রুভ হয়েছে কিনা বিস্তারিত খবর পড়ুন এই প্রতিবেদনে।

   

২০১৯ সালে বাংলার কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে রাজ্যের চাষীদের বছরে দুই কিস্তিতে মোট ১০,০০০ টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। বুধবার ২৬ এপ্রিল থেকে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ ফসলের টাকা পাঠানো শুরু হলো। এখনো ৯৪ লক্ষেরও বেশী কৃষক এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। কেবল খারিফ সিজনে এই প্রকল্পে ২ হাজার ৬০২ কোটি টাকা ব্যয় হবে। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, খারিফ ফসলের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে।

আরও পড়ুনঃ মিউজিশিয়ান হতে চান? এই স্কলারশিপের জন্য আবেদন করুন।

সমস্ত জেলার কৃষকদেরই ধাপে ধাপে টাকা পাঠানো শুরু হয়েছে। তবে যারা টাকা পাননি তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ব্যাঙ্কে টাকা ঢোকার জন্য। নবান্নের আধিকারিকেরা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, যারা পুরোনো আবেদনকারী, যাদের আবেদনের ভেরিফিকেশন সফল হয়েছে এবং দরখাস্ত এপ্রুভ হয়েছে তাদেরই টাকা পাঠানো হচ্ছে। নতুন আবেদনকারীদের অ্যাপ্লিকেশন ভেরিফাই ও স্ট্যাটাস এপ্রুভ না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

krishak-bandhu

কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন?

আপনাদের জানিয়ে রাখি বেশ কিছুদিন ধরে কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারীর স্ট্যাটাস চেক এর লিঙ্কটি বন্ধ করে রাখা হয়েছিল। সম্প্রতি এই লিঙ্কটি আবারও কার্যকর করা হয়েছে। কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক এর মাধ্যমে এই প্রকল্পে নথিভুক্ত কৃষকদের জমাকৃত দরখাস্তের তথ্য আপডেট বিষয়ে জানতে পারবেন আপনি।

আরও পড়ুনঃ Indian Idol এ অংশগ্রহণ করতে চাইছেন। আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানুন।

কৃষক বন্ধুর আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে krishakbandhu.net এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এরপর নথিভূক্ত কৃষকের তথ্য এ যান। এখন ভোটার তথ্য দিন এবং I’m not a robot সিলেক্ট করে সার্চ করুন। প্রযুক্তিগত নিরাপত্তার জন্য আপনাকে পিকচার ভেরিফিকেশন করতে হতে পারে। Search এ ক্লিক করলে সাথে সাথেই নথিভূক্ত কৃষকের আবেদন সংক্রান্ত বিবরণ স্ক্রিনে ভেসে উঠবে।

বিবরণে কৃষকের আধার তথ্য থেকে শুরু করে জেলার নাম ও আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন। স্ট্যাটাস এর ঘরে Approved লেখা থাকলে ওই কৃষক টাকা পেয়ে গিয়েছেন। এছাড়া ট্রানজেকশন স্ট্যাটাস এর ঘরে যদি দেখেন Transaction Successful লেখা রয়েছে এর অর্থও কিন্তু ওই কৃষককের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ক্রেডিট হয়েছে।

এমন সব গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।

টেলিগ্রাম চ্যানেল:- Link

হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link

Like Facebook Page