ভারতে কতগুলি Deemed University রয়েছে? বিস্তারিত জেনে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দেশ ও অঙ্গরাজ্য জুড়ে রয়েছে অনেক সংখ্যক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কে কেন্দ্র করে বিভিন্ন ধরেনের পড়াশোনা। আবার সেই পড়াশোনার অনেক সংখ্যক বিভাগ। যা বলে শেষ করা যাবে না। তার মধ্যে কিছু রয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, আবার কিছ রাজ্যের বিশ্ববিদ্যালয়ও রয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয় যেমন রয়েছে, তেমনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ও রয়েছে, রয়েছে আধা সরকারি বিশ্ববিদ্যালয়ও।

   

এরই মধ্যে NAAC, UGC, AICTE, BCI, AIU, DEC সহ আরও অনেক কাউন্সিল রয়েছে যারা বিশ্ববিদ্যালয়গুলিকে স্বীকৃতি প্রদান করে। National Institute Framework Ranking এর মাধ্যমে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির মানদন্ড তৈরি করা হয়। রাষ্ট্রের শিক্ষানীতির একটা রূপরেখা তৈরি করা হয়। এসব কিছু ছাড়াও সংবিধানের নিয়ম মতো (শিক্ষা কেন্দ্র ও রাজ্যের যৌথ বিষয়) সরকার শিক্ষা ক্ষেত্রগুলির সার্বিক উন্নতিকল্পে ফান্ড রেইজ করে থাকে।

সেইসঙ্গে কেন্দ্র সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ও উচ্চ শিক্ষা দপ্তর শিক্ষার স্বাস্থ্য বিষয়টি যেমন দেখে থাকে তেমনই শিক্ষার জরুরী আর্থিক সহায়তা প্রদানে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল তথা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের (যেমন শিশু শিক্ষা সংগঠন UNICEF) ভূমিকা ও অবদান অনস্বীকার্য। আজকের আলোচ্য বিষয় ভারতীয় অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কোথায় কতগুলি Deemed University (গণ্য বিশ্ববিদ্যালয়)।

আরও পড়ুন: কলেজে গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হতে মানতে হবে এই নিয়ম। নতুন নির্দেশ শিক্ষা দপ্তরের।

আগেই জানিয়ে রাখি এই ডিমড ভার্সিটি গুলো কিন্তু সরাসরি ভারত সরকারের Ministry of Human Resources & Development ও Ministry of Higher Education এর পক্ষ থেকে সবরকমের সর্বাধুনিক সাহায্য পেয়ে থাকে। কাজেই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিজস্ব পরিচালন বোর্ড রয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষা সংক্রান্ত নিয়মকানুন তৈরি থেকে শুরু করে পঠন পাঠনের সিলেবাস তৈরি সমস্ত ক্ষেত্রে হস্তক্ষেপের অধিকার রয়েছে ইনস্টিটিউট গুলির।

এখনো পর্যন্ত ভারতে মোট ১৩০ টি Deemed স্ট্যাটাস প্রাপ্ত বিশ্ববিদ্যালয় রয়েছে। সবচেয়ে বেশি রয়েছে তামিল নাড়ুতে। সবচেয়ে কম পশ্চিমবঙ্গে। দেশের প্রথম Deemed শিক্ষা প্রতিষ্ঠান হলো Indian Institute of Science, Bangalore. ১৯৫৮ তে Deemed স্ট্যাটাস পায় এই শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়। সর্বশেষ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এলাহাবাদ ইউনিভার্সিটি।

একনজরে ভারতের বিভিন্ন Deemed Universities:-

অরুণাচল প্রদেশ

নর্থ ইস্টার্ন রিজিওনাল ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, ইটানগর

অন্ধ্রপ্রদেশ

• ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, হায়দ্রাবাদ
• শ্রী সত্য সাই ইন্সটিটিউট অফ হায়ার লার্নিং, অনন্তপুর
• গান্ধী ইন্সটিটিউট অফ টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট, বিশাখাপত্তনম
• রাষ্ট্রীয় সংস্কৃত বিদ্যাপীঠ, তিরুপতি
• ভিগনান ইন্সটিটিউট অফ সায়েন্স, টেকনোলজি এন্ড রিসার্চ, গুন্টার • কোনেরু লাক্ষ্মিয়া এডুকেশন ফাউন্ডেশন, ভাদ্দেস্বরম

তেলেঙ্গানা


• আইসিএফএআই ফাউন্ডেশন অফ হায়ার এডুকেশন, হায়দ্রাবাদ

icfai
ICFAI, Hyderabad

বিহার

• নব নালন্দা মহাবিহার, বিহার

nalanda
Nalanda Mahabihar


• বিহার যোগা ভারতী, মুঙ্গের

গুজরাট

• গুজরাট বিদ্যাপীঠ, আহমেদাবাদ
• সুমনদীপ বিদ্যাপীঠ, ভদোদরা

হরিয়ানা

• মহর্ষি মর্কন্দেশ্বর ইউনিভার্সিটি, আম্বালা
• ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইন্সটিটিউট, কর্নল
• ন্যাশনাল ব্রেইন রিসার্চ সেন্টার, গুরগাও
• মানব রচনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফরিদাবাদ
• লিঙ্গয়া ইউনিভার্সিটি, ফরিদাবাদ

ঝাড়খণ্ড

• বিরলা ইন্সটিটিউট অফ টেকনোলজি, রাঁচি
• ইন্ডিয়ান স্কুল অফ মাইনস, ধানবাদ

ism
Indian School of Mines, Dhanbad

কর্ণাটক

• ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোর

iisc
Indian Institute of Science, Bangalore


• ন্যাশনাল ইন্সটিটিউট অফ মেন্টাল হেল্থ এন্ড নিউরে সায়েন্সস, ব্যাঙ্গালোর
• মনিপল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, মনিপল
• জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চ, ব্যাঙ্গালোর
• স্বামী বিবেকানন্দ যোগা অনুসন্ধান সংস্থান, ব্যাঙ্গালোর
• কেএলই ইন্সটিটিউট অফ হায়ার এডুকেশন এন্ড রিসার্চ, নেহেরু নগর
• ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, ব্যাঙ্গালোর
• ইনেপোয়া ইউনিভার্সিটি, ম্যাঙ্গালোর
• শ্রী দেবরাজ উর্ষ একাডেমি অফ হায়ার এডুকেশন এন্ড রিসার্চ, কোলার
• বিএলডিই ইউনিভার্সিটি, বিজাপুর
• জগদগুরু শ্রী শিবারথ্রীশ্বর ইউনিভার্সিটি, মাইশোর
• শ্রী সিদ্ধার্থ ইন্সটিটিউট অফ হায়ার এডুকেশন, অগালকোট
• নিত্তে ইউনিভার্সিটি, ম্যাঙ্গালোর
• খ্রিস্ট কলেজ, ব্যাঙ্গালোর
• জৈন ইউনিভার্সিটি, ব্যাঙ্গালোর

কেরালা

• কেরালা কলামন্ডলম, থ্রীশূর
• ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ স্পেস সায়েন্স এন্ড টেকনোলজি, থিরুবনন্তপুরম

মধ্য প্রদেশ

• লক্ষ্মীবাঈ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন, গোয়ালিয়র
• ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট, গোয়ালিয়র
• পন্ডিত দ্বারকা প্রসাদ মিশ্র ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, ডিজাইন এন্ড ম্যানুফ্যাকচারিং, জবলপুর

মহারাষ্ট্র

• ইন্দিরা গান্ধী ইন্সটিটিউট অফ ডেভেলপমেন্ট রিসার্চ, গোরেগাও
• ডিফেন্স ইন্সটিটিউট অফ অ্যাডভান্সড টেকনোলজি, গিরিনগর
• সেন্ট্রাল ইন্সটিটিউট অফ ফিশারিজ এডুকেশন, মুম্বই
• ডেকান কলেজ পোস্ট গ্র্যাজুয়েট এন্ড রিসার্চ ইন্সটিটিউট, পুনা
• টাটা ইন্সটিটিউট অফ সোশ্যাল সায়েন্স, দেওনার
• ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর পপুলেশন সায়েন্সেস, দেওনার
• তিলক মহারাষ্ট্র বিদ্যাপীঠ, পুনা
• গোখলে ইন্সটিটিউট অফ পলিটিক্স এন্ড ইকনমিক্স, পুনা
• সিমবায়োসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, পুনা
• টাটা ইন্সটিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, মুম্বই
• পদ্মশ্রী ড: ডিওয়াই পটিল বিদ্যাপীঠ, নভি মুম্বই
• নার্সে মঞ্জে ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, মুম্বই
• প্রবার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, আহমেদনগর
• দত্ত মেঘা ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, নাগপুর
• কৃষ্ণ ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, সাতারা
• হোমি ভাবা ন্যাশনাল ইন্সটিটিউট, মুম্বই
• ডিওয়াই পটিল মেডিক্যাল কলেজ, কোলহাপুর
• এমজিএম ইন্সটিটিউট অফ হেল্থ সায়েন্সেস, নভি মুম্বই
• ইন্সটিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি, মুম্বই

ওড়িশা

• কলিঙ্গ ইন্সটিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, ভুবনেশ্বর
• শিক্ষা ও অনুসন্ধান, খন্ডগিরি

পুদুচেরী

শ্রী বালাজি বিদ্যাপীঠ, পুদুচেরী

পাঞ্জাব

• পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, চন্ডীগড়
• থাপর ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, পাটিয়ালা
• সন্ত লঙ্গয়াল ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, লঙ্গয়াল

রাজস্থান

• বনস্থলী বিদ্যাপীঠ, বনস্থলী
• বিড়লা ইন্সটিটিউট অফ টেকনোলজি এন্ড সায়েন্স, পিলানি
• জৈন বিশ্ব ভারতী ইন্সটিটিউট, লাদুন
• জনার্দন রাই নগর রাজস্থান বিদ্যাপীঠ, উদয়পুর
• ইন্সটিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ ইন এডুকেশন এন্ড গান্ধী বিদ্যা মন্দির, চুরু
• মোদি ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, সিকার
• দ্য এলএনএম ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, জয়পুর
• আইআইএস ইউনিভার্সিটি, জয়পুর

তামিল নাড়ু

• শ্রী অবিনাশিলিঙ্গম ইন্সটিটিউট অফ হোম সায়েন্স এন্ড হায়ার এডুকেশন ফর ইউমেন, কোয়েম্বাটোর
• শ্রী রামচন্দ্র মেডিক্যাল কলেজ এন্ড রিসার্চ ইন্সটিটিউট, চেন্নাই
• গান্ধীগ্রাম রুরাল ইন্সটিটিউট, ডিঙ্গিগুল
• ভিনায়ক মিশন রিসার্চ ফাউন্ডেশন, সালেম
• শ্রী চন্দ্রশেখরেন্দ্র সরস্বতী বিশ্ব মহাবিদ্যালয়, কাঁচিপুরম
• সন্মুঘ আর্টস, সায়েন্স, টেকনোলজি এন্ড রিসার্চ একাডেমি, থাঞ্জাভুর
• ভেলোর ইন্সটিটিউট অফ টেকনোলজি, ভেলোর
• সত্যভামা ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, চেন্নাই
• ভারত ইন্সটিটিউট অফ হায়ার এডুকেশন এন্ড রিসার্চ, চেন্নাই
• এসআরএম ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, চেন্নাই
• অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম, কোয়েম্বাটোর
• ড: এমজিআর এডুকেশনাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট, চেন্নাই
• মীনাক্ষী একাডেমি অফ হায়ার এডুকেশন এন্ড রিসার্চ, চেন্নাই
• করুন্যা ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, কোয়েম্বাটোর
• সবিতা ইন্সটিটিউট অফ মেডিক্যাল এন্ড টেকনিক্যাল সায়েন্সেস, চেন্নাই
• কলাসালিঙ্গম ইন্সটিটিউট অফ রিসার্চ এন্ড এডুকেশন, আনন্দ নগর
• পেরিয়ার মানিআম্মাই ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, থাঞ্জাভুর
• চেন্নাই ম্যাথম্যাটিকাল ইন্সটিটিউট, চেন্নাই

cmi
Chennai Mathematical Institute


• একাডেমি অফ মেরিটাইম এডুকেশন এন্ড ট্রেইনিং, চেন্নাই
• পোন্নিয়া রামজয়াম ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, থাঞ্জাভুর
• হিন্দুস্তান ইন্সটিটিউট অফ টেকনোলজি এন্ড সায়েন্স, ওল্ড মহাবলিপুরম
• সেন্ট পিটার্স ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, চেন্নাই
• চেন্নাই একাডেমি অফ রিসার্চ এন্ড এডুকেশন, চেন্নাই
• ভেলস ইন্সটিটিউট অফ সায়েন্স, টেকনোলজি এন্ড এডভান্সড স্টাডিজ
• চেট্টিনাদ একাডেমি অফ রিসার্চ এন্ড এডুকেশন, চেন্নাই
• ভেল টেক রঙ্গরাজন ডঃ সগুন্থলা আর এন্ড ডি ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, চেন্নাই
• রাজীব গান্ধী ন্যাশনাল ইন্সটিটিউট অফ ইয়ুথ ডেভেলপমেন্ট, শ্রীপেরুমবিদুর
• নুরুল ইসলাম সেন্টার ফর হায়ার এডুকেশন, কন্যাকুমারী
• বিএস আব্দুর রহমান ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, কাঁচিপুরম
• কর্পগ্রাম একাডেমি অফ হায়ার এডুকেশন, কোয়েম্বাটোর

উত্তরাখণ্ড

• গুরুকুল কাংরি বিশ্ববিদ্যালয়, গুরুদ্বার
• স্বামী রাম বিদ্যাপীঠ, দেরাদুন
• ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট, দেরাদুন
• গ্রাফিক এরা ইউনিভার্সিটি, দেরাদুন

উত্তরপ্রদেশ

• সেন্ট্রাল ইন্সটিটিউট অফ হায়ার টিবেতান স্টাডিজ, বারানসী
• দয়ালবাগ এডুকেশনাল ইন্সটিটিউট, আগ্রা
• ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, এলাহাবাদ
• এগ্রিকালচারাল রিসার্চ ইন্সটিটিউট, এলাহাবাদ
• ভাটখন্ড মিউজিক ইন্সটিটিউট, লক্ষ্ণৌ
• ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইন্সটিটিউট, ইজ্জতনগর
• জয়পী ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, নয়ডা
• শোভিত ইন্সটিটিউট অফ রিসার্চ এন্ড টেকনোলজি, মিরাট
• নেহেরু গ্রাম ভারতী বিশ্ববিদ্যালয়, এলাহাবাদ
• সন্তোষ ইউনিভার্সিটি, গাজিয়াবাদ

পশ্চিমবঙ্গ

rkmveri
RKMVERI, Kolkata

রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশন এন্ড রিসার্চ ইন্সটিটিউট, বেলুড় মঠ

দিল্লী

• ইন্ডিয়ান এগ্রিকালচার এন্ড রিসার্চ ইন্সটিটিউট, পুসা
• জামিয়া হামদর্দ, নিউ দিল্লী

jamia
Jamia Hamdard, New Delhi


• স্কুল অফ প্ল্যানিং এন্ড আর্কিটেকচার, ইন্দ্রপ্রস্থ
• শ্রী লাল বাহাদুর শাস্ত্রী হিন্দু সংস্কৃত বিদ্যাপীঠ, নতুন দিল্লী
• ন্যাশনাল মিউজিয়াম ইন্সটিটিউট অফ হিস্ট্রি, আর্ট কনজার্ভেশন এন্ড মিউজিওলজি
• টিইআরআই ইন্সটিটিউট অফ এডভান্সড স্টাডি, নিউ দিল্লী
• রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান, নতুন দিল্লী
• ইন্ডিয়ান ল ইন্সটিটিউট, নিউ দিল্লী
• ন্যাশনাল স্কুল অফ ড্রামা, নতুন দিল্লী
• ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ফরেইন ট্রেড, নতুন দিল্লী

iift
Indian Institute of Foreign Trade, Delhi


• ন্যাশনাল ইন্সটিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, নিউ দিল্লী
• ইন্সটিটিউট অফ লিভার এন্ড বিলিয়ারি সায়েন্সেস, নিউ দিল্লী

Leave a Comment