মে মাসে কোন কার্ডে কতটা রেশন সামগ্রী পাবেন? বাইরের রাজ্যে থাকলেও রেশন সামগ্রী তুলতে পারবেন গ্রাহকেরা।

বছরের শুরুতে জানুয়ারি মাস থেকেই কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তর থেকে নোটিশ দিয়ে নতুন নিয়ম জারি শুরু হয়েছে। এবার খাদ্য দপ্তরের পক্ষ থেকেও উঠে এলো এই গুরুত্বপূর্ণ আপডেট। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার অধীনে কেন্দ্র সরকারের তরফে ফ্রী রেশন আরও একবছরের জন্য বহাল থাকছে। তবে মে মাসে কোন কার্ডে কতটা মাল পাবেন? রেশন সামগ্রী সংগ্রহের প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে বিস্তারিত নোটিশ জারি করেছে রাজ্য খাদ্য দপ্তর। চলুন জেনে নেওয়া যাক উক্ত নোটিশে কি বলা হয়েছে।

   

রেশন সামগ্রী নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট খাদ্য দপ্তরের পক্ষে এইমাত্র উঠে এলো। যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু কর্মসূত্রে বাইরের রাজ্যে থাকছেন তারা এখন থেকে বাইরের রাজ্যে থেকেই নিকটবর্তী রেশন দোকান থেকে আধার কার্ডের মাধ্যমে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন। সম্প্রতি এক দেশ এক রেশন প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। এর ফলে ব্যক্তির রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করা থাকলেই দেশের যেকোনো প্রান্ত থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন রেশন উপভোক্তারা।

আরও পড়ুনঃ বাড়িতে বসেই ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করুন খুব সহজেই। জানুন পদ্ধতি।

আপনার কাছে যদি অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) -র রেশন কার্ড থাকে তবে খাদ্য দপ্তরের আপডেট অনুযায়ী এই কার্ডের উপভোক্তারা মে মাসে পরিবারপিছু ২১ কেজি চাল, ১৩ কেজি ৫০০ গ্রাম আটা (আটা না থাকলে পরিবারপিছু ১৪ কেজি গম) একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন। এছাড়া ১৩.৫০ টাকা কেজি দরে পরিবারপিছু ১ কেজি চিনি পেয়ে যাবেন।

one-nation-one-ration

আপনার রেশন কার্ডটি যদি Special Priority Household (SPHH) অথবা Priority Household (PHH) ক্যাটেগরির হয়ে থাকে। তবে খাদ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এই মাসে এই কার্ডের হোল্ডারদের বিনামূল্যে জনপিছু ৩ কেজি চাল, মাথাপিছু ১.৯ কেজি পরিমাণ আটা (আটা না থাকলে জনপিছু ২ কেজি গম) দেওয়া হবে । SPHH শ্রেণির রেশন কার্ডের সুবিধাভোগীরা, চিনি অতিরিক্ত পরিমানে উপলভ্য থাকল মাঝে মধ্যে বাজারদরের থেকে কিছুটা কম দামে চিনি বিতরণ করা হয়। তবে PHH কার্ডে কোনোরূপ চিনি দেওয়া হয় না।

আরও পড়ুনঃ বাড়িতে বসে ভোটার কার্ডের ভুল সংশোধন করুন খুব সহজেই। জানুন পদ্ধতি।

এছাড়া যেসকল রেশন গ্রাহকের রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-১ (RKSY-I) কার্ড রয়েছে তারা মে মাসে মাথাপিছু ৫ কেজি চাল পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ পরিবারে যদি পাঁচজন থাকে তবে মোট ২৫ কিলো চাল পাবে ওই পরিবার। অন্যদিকে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-২ (RKSY-II) কার্ডের উপভোক্তারা লোকপিছু ২ কেজি চাল পেয়ে যাবেন একেবারে বিনামূল্যে। কোনোরূপ আটা, গম কিম্বা চিনি পাবেন না এই দুই কার্ডের উপভোক্তারা।

এইরকম আরও সব গুরুত্বপূর্ণ তথ্যের লেটেস্ট খবরের আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন নীচের দেয়া লিঙ্কে ক্লিক করে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ: Link

Like Facebook Page