নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন? আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জানুন।

এখনো রেশন কার্ড হয়নি? কিম্বা নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে চাইছেন? বাড়িতে নতুন সদস্য জন্মেছে অথবা কোনো কারণবশত কোনো সদস্যের রেশন কার্ড হয়নি। বাচ্চা থেকে বয়স্ক সকলে এই পদ্ধতি অনুসরণ করে SPHH, AAY যেকোনো ধরনের রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এখন বাড়িতে বসে অনলাইনে নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করুন খুব সহজেই। জানুন পদ্ধতি।

   

কেন্দ্র ও রাজ্য সরকার দেয় রেশন সামগ্রী তোলার ক্ষেত্রে উপভোক্তাদের রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। কিম্বা রেশন কার্ডের হার্ড কপি হাতে না পেলেও অন্ততপক্ষে রেশন কার্ড আবেদন স্ট্যাটাস এর রিসিভ কপি প্রিন্ট করা থাকলেও আপাত ভিত্তিতে তা রেশন দোকানে দেখিয়ে রেশন তোলা যায়। তবে মোদ্দা কথা হচ্ছে রেশন কার্ড সংক্রান্ত হার্ড কপি আপনার লাগবেই তা সে টোকন স্লিপ হোক কিম্বা ডিজিটাল রেশন কার্ড।

আজকের প্রতিবেদনে আলোচনা করবো কিভাবে বাড়িতে বসে অনলাইনে নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে। আবেদন করতে সম্পূর্ণ প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। এবার তবে ডিজিটাল রেশন কার্ডের অনলাইন আবেদন পদ্ধতি দেখে নেওয়া যাক।

আরও পড়ুন: ইন্ডিয়ান আইডল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কিভাবে আবেদন করবেন? বিস্তারিত জানুন প্রতিবেদনে।

নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন?

নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য আপনাকে প্রথমেই খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট food.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে বাঁদিকে Ration Card অপশনে যান। এরপর Apply Online এ কারসার ধরলে কতকগুলি অপশন দেখাবে। প্রথম অপশনে থাকবে Apply FOR New Ration Card For A Family (Form 3) এবং দ্বিতীয়ত Apply FOR New Ration Card For A New Member In The Family (Form 4).

ফর্ম নং ৩ তাদের জন্য যাদের পরিবার প্রথমবার নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন। আর যাদের পরিবারে কোনো বয়:জৈষ্ঠ্য সদস্যের কোনো কারণবশত রেশন কার্ড হয়নি কিম্বা বাড়িতে নতুন সদস্য জন্ম নিলে তার রেশন কার্ডের আবেদনের ক্ষেত্রে ফর্ম নং ৪ পূরণ করে জমা দিতে হবে।

যেহেতু উপরের দুই ক্ষেত্রেই আবেদন প্রক্রিয়া একই। তাই এখানে একটি (ফর্ম) আবেদন পদ্ধতিই দেখানো হলো। আপনার কাছে ল্যাপটপ বা অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হবে। তবে মোবাইলের ক্ষেত্রে যেকোনো ব্রাউজারে উক্ত ওয়েবসাইটে গিয়ে ডেস্কটপ মোড অন করে নেবেন।

আবেদন পদ্ধতি:-

আপনার ডিভাইসে উপরের পদ্ধতি অনুসরণ করে ৪ নং ফর্মে ক্লিক করলে একটি পেজ ওপেন হবে। এখানে মোবাইল নম্বর বসিয়ে Get OTP তে ক্লিক করুন। এবার ওটিপি বসিয়ে সাবমিট করুন।

১/৫: এখন আপনার পরিবারের রেশন কার্ড হোল্ডারদের ডিটেইলস শো করবে। নীচে Apply For Form 4 লেখা থাকবে। তারো নীচে লেখা থাকবে আপনি এমন সদস্যের রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন যার রেশন কার্ড নেই/হয়নি।

২/৫: এবার Apply Now এ যান। যে নতুন পৃষ্ঠা খুলবে তাতে ২ নং সিরিয়াল নম্বরে হেড অপ দ্য ফ্যামিলির নাম নির্বাচন করুন। এরপর যথাস্থানে ঠিকানা (পিনকোড, পোস্ট অফিস ও পুলিশ স্টেশন) লিখবেন। তার নীচে Communication Details এর ঘরে বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে দেবেন। এরপর It’s Okay তে ক্লিক করে Next করুন।

৩/৫: এখন আপনার স্ক্রিনে একটি নতুন পেজ চলে আসবে। এখানে যার নামে রেশন কার্ড আবেদন করতে চাইছেন তার সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে। এখানে আপনি একাধিক সদস্যের জন্য আবেদন করতে পারবেন Add More করে। এখন আবেদনকারীর নাম, অভিভাবকের নাম, লিঙ্গ, জন্ম তারিখ, আধার (যদি শিশু হয়/আধার কার্ড না থাকে তবে জন্ম সার্টিফিকেট দিতে হবে), ভোটার/প্যান (অপশনাল) নম্বর দিয়ে পরিবারের কর্তার সাথে আবেদনকারীর সম্পর্ক লিখে Next করুন।

৪/৫: এখন আপনার সামনে আগের পেজটি (রেশন কার্ড ধারীদের) জেনারেট হবে। সেখানে আবেদনকারীর নাম অতিরিক্ত যুক্ত হবে। এখন Proceed করলে ডকুমেন্ট আপলোডের পেজটি ওপেন হবে। আপনার প্রয়োজনীয়তা অনুসারে নির্দিষ্ট স্থানে আধার/ভোটার/বার্থ সার্টিফিকেট ১০০ kb এর মধ্যে আপলোড করে দিবেন।

৫/৫: এরপর চেকবক্স ক্লিক করে Get OTP তে ক্লিক করুন। রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি যথাস্থানে বসিয়ে Submit OTP করুন।

এবারে পরবর্তী পেজ ওপেন হবে যেখানে Success কথাটি লেখা থাকবে। অর্থাৎ আপনার আবেদন প্রক্রিয়া সপল হয়েছে। যেকোনো সময় আপনি মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট লগইন করে আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন।

স্ট্যাটাস কিভাবে চেক করবেন?

স্ট্যাটাস চেক করার জন্য প্রথম আপনার আবেদন করা ট্যাবটি কেটে দিন অথবা লগআউট করুন। এখন হোমপেজে এসে Ration Card তারপর Apply Online এ যান। এরপর Form 4 এ ক্লিক করুন। এবারে ফোন নম্বর ও ওটিপি দিয়ে অ্যাকাউন্ট লগইন করুন। এখন Apply For Form 4 এর নীচে Check Status এ ক্লিক করলেই আপনি যে সদস্যের রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন তার আবেদনের স্থিতি দেখতে পারবেন।

e-Ration Card কিভাবে ডাউনলোড করবেন?

ই-রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে পুনরায় হোমপেজে গিয়ে Ration Card এর অন্তর্গত e-Ration Card এ যান। এরপর Click to Download e-Ration Card এ ক্লিক করুন। এখন রেশন কার্ডের নম্বর সাবমিট করে আপনি ইলেকট্রনিক রেশন কার্ড প্রিন্ট করতে পারবেন এবং সেই রিসিভ কপি নিয়ে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন।

Like Facebook Page