লিখিত পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাসে পোস্ট অফিসে চাকরির সুযোগ। ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পোস্ট অফিসে কোনোরূপ লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুবর্ণ সুযোগ। মাধ্যমিক পাসেই আবেদন করা যাবে। আবেদন ফি শূন্য। পুরুষ মহিলা সকলে আবেদনের যোগ্য। Superintendent of Post Office, Dakshin Dinajpur Division, Balurghat এর পক্ষ থেকে ২৫ এপ্রিল, ২০২৩ এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে, কোথায়, কিভাবে নিয়োগ করা হবে, আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন, আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।

   

যারা চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু এখনো পর্যন্ত চাকরি পাননি কিম্বা স্বল্প বেতনের কোনো কাজ করছেন, পাশাপাশি পোস্ট অফিসে কাজ করতে ইচ্ছুক হয়ে থাকলে এই কাজের জন্য চেষ্টা করতে পারেন। ভারত সরকারের নিজস্ব সংস্থা পোস্ট অফিসের দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট ডিভিশনে PLI/RPLI (Postal Life Insurance ও Rural Postal Life Insurance) এজেন্ট পদে কোনোরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি কর্মী নিয়োগ করা হবে।

কিভাবে নিয়োগ করা হবে?

পোস্টাল এজেন্ট পদে নিয়োগের জন্য কোনোরূপ লিখিত পরীক্ষা নেওয়া হবে না। আগ্রহী প্রার্থীদের কেবল নির্দিষ্ট দিনে পোস্ট অফিস আয়োজিত Walk In Interview এ অংশগ্রহণ করতে হবে। ইন্টারভিউ এ পারফরম্যান্স অনুযায়ী Shortlisted প্রার্থীদের তালিকা তৈরি করে উক্ত পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুনঃ অষ্টম-দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য নতুন স্কলারশিপ। আবেদন করলে পাবেন বার্ষিক ৬,০০০ টাকা।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলি:-

  • আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে।
  • আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
  • গ্রাম পঞ্চায়েতের সদস্য, অঙ্গনওয়ারি কর্মী, প্রাক্তন চাকুরিজীবী, স্বনির্ভর দলের মহিলারা, ইনস্যুরেন্সের কাজ আগে করেছেন এমন ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।
  • ইন্টারভিউ এ অংশগ্রহণ করার জন্য কোনোরূপ Dearness Allowance/Travel Allowance দেওয়া হবে না।
  • আবেদনকারী কে অবশ্যই দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা হতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:-

  • বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট)।
  • আধার কার্ড।
  • প্যান কার্ড।
  • সাম্প্রতিক সময়ে তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ।
  • শিক্ষাগত যোগ্যতার মার্কশীট ও সার্টিফিকেট।

ইন্টারভিউ এর স্থান, সময় ও তারিখ:-

এই পোস্টে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট দিন, সময় ও তারিখে নীচে উল্লিখিত স্থানে উপস্থিত হতে হবে।

আরও পড়ুনঃ স্নাতক যোগ্যতায় ইন্ডিয়ান ইন্সটিটিউট ফর পপুলেশন সায়েন্সে আবেদন করুন।

DatePlaceTime
15/05/2023O/o the Sub-Postmaster, Kushmandi Sub Post Office, Dakshin Dinajpur10:30 AM to 11:30 AM
15/05/2023O/o the Postmaster, Gangarampur Post Office, Gangarampur, Dakshin Dinajpur13:30 PM to 14:30 PM
16/05/2023O/o the ASPO(s), Head Quarter, Divisional Office, Balurghat Head Post Office10:30 AM to 12:30 PM

আবেদন প্রক্রিয়া:-

পোস্টাল এজেন্ট পদে কাজের জন্য কোনোরূপ অনলাইন আবেদন করতে হবে না। কোনোরূপ আবেদন ইন্টারভিউ এ অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা নীচের আবেদন পত্রটির প্রিন্টআউট বের করে ফর্মটি ভালোভাবে পূরণ করবেন। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস জেরক্স ও অরিজিনাল সহ নির্দিষ্ট দিন ও সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।

dd-post

নিয়োগ প্রক্রিয়া:-

আরও পড়ুনঃ দিতে হবে না বিদ্যুতের বিল। রাজ্য সরকারের এই প্রকল্পে একশো শতাংশ পর্যন্ত সাশ্রয় হবে বিদ্যুৎ খরচ।

Post Office Postal Agent পদে নিয়োগের জন্য কোনোরূপ লিখিত পরীক্ষা হবে না। এই পোস্টে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এ অংশ নিতে হবে। সাক্ষাৎকারে Performance অনুযায়ী শর্টলিস্টেড প্রার্থীদের তালিকা তৈরি করা হবে। সেই তালিকা থেকে শূন্যপদ অনুযায়ী পোস্টাল বীমা এজেন্ট নির্বাচন করা হবে।

নির্বাচিত প্রার্থীদের ৫০ টাকা দিয়ে পোস্টাল এজেন্টের লাইসেন্স তৈরি করে নিতে হবে। এরপর National Service Certificate/Kishan Vikas Patra তে The President of India এর আনুকূল্যে ৫,০০০ টাকা সেকুইরিটি মানি হিসেবে জমা করতে হবে। এই টাকা পরে ফেরত দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের ৩ দিনের জন্য ওয়ার্কশপ করতে হবে।

বেতনক্রম:-

PLI/RPLI পদে কর্মীদের কোনো নির্দিষ্ট স্যালারি দেওয়া হয় না। গ্রাহকেরা পোস্ট অফিসে বিভিন্ন স্কিমে আমানত সঞ্চিত রাখলে তার একটা অংশ কমিশন হিসেবে পেয়ে যাবেন পোস্টাল এজেন্ট রা।