ইন্ডিয়ান আইডল সিজন ১৩ জয়ী ঋষি সিং। অল্পের জন্য দ্বিতীয় হলেন বঙ্গ-কন্যা দেবস্মিতা।

ইন্ডিয়ান আইডল হলো ভারতের সঙ্গীত প্রতিযোগিতার সবচেয়ে বড়ো মঞ্চ। ২০০৪ সালে Sony TV Live সর্বপ্রথম সঙ্গীতের এই জলসা অনুষ্ঠান শুরু করে। এই প্রতিযোগিতায় একবার সুযোগ পেলে আর নিজের প্রতিভা বিকশিত করতে পারলে এই শোয়ের কোটি কোটি দর্শকের সমর্থন মহিমার দ্বারা রাতারাতি তারকা বুনে যান প্রতিযোগীরা।

   

এই প্রতিযোগিতায় অংশ নিয়েই বিশ্ব খ্যাতি পেয়েছেন নেহা কক্কর, মোনালি ঠাকুর, সালমান আলির মতো স্টারেরা। যদিও দিনকেদিন এই সঙ্গীত প্রতিযোগিতা কঠিন থেকে কঠিনতর হয়েছে। তবে আপনার মধ্যে যদি প্রতিভা থাকে আর আপনি পরিশ্রম করতে প্রস্তুত থাকেন তবে অবশ্যই সুযোগ পেতে পারেন। তার জন্য আপনাকে শোয়ের বিচারকগণকে মুগ্ধ করতে হবে।

প্রতিযোগীস্থানপুরস্কার মূল্য
ঋষি সিংবিজয়ী২৫ লাখ টাকা, মারুতি গাড়ি
দেবস্মিতা রায়প্রথম রানার-আপ৫ লাখ টাকা
চিরাগ কোটওয়ালতৃতীয়৫ লাখ টাকা
বিদীপ্তা দাসচতুর্থ
শিবম শিংপঞ্চম
সোনাক্ষী করষষ্ঠ

সম্প্রতি Indian Idol Season 13 এর গ্র্যান্ড ফিনালের আসর বসেছিল মহারাষ্ট্রের মুম্বই তে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারক হিমেশ রেশমিয়া, নেহা কক্কর ও বিশাল ডাডলানি। এছাড়াও বিভিন্ন বলিউড তারকাকে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে। ২ এপ্রিল অনুষ্ঠান শেষে অযোধ্যার ঋষি সিং কে শোয়ের বিজয়ী বলে ঘোষণা করেন শোয়ের সঞ্চালক আদিত্য নারায়ণ। পুরস্কার মূল্য হিসেবে শোয়ের পরিচালন সংস্থার তরফে পেয়েছেন ২৫ লাখ টাকা। সঙ্গে একটি মারুতি গাড়ি। ফার্স্ট রানার-আপ বাংলার মেয়ে দেবস্মিতা পেয়েছেন ৫ লক্ষ টাকা পুরস্কার।

আরও পড়ুন: পৃথিবীর সবচেয়ে বেশি দামে নিলাম হওয়া ১০ টি জিনিস। দাম শুনলে চোখ কপালে উঠবে!

একনজরে ইন্ডিয়ান আইডল সিজন ১৩ এর টপ ১৫ প্রতিযোগী:-

  • শিবম শিং
  • শগুন পাঠক
  • নবদ্বীপ ওয়াডালি
  • সঞ্চারী সেনগুপ্ত
  • সেঁজুতি দাস
  • কাব্য লিমায়ে
  • রূপম ভার্মাহিয়া
  • ঋষি সিং
  • বিদীপ্তা দাস
  • দেবস্মিতা রায়
  • চিরাগ কোটওয়াল
  • প্রীতম রায়
  • অনুষ্কা পাত্র
  • সোনাক্ষী কর
  • বিনীত সিং

উপরোক্ত ১৪ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নিলেও জনতার ভোটাভুটি ও Elimination Round এর দ্বারা শেষ পর্যন্ত ৬ জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে অংশ নেন। এবং শেষলগ্নে দুর্দান্ত পারফরম্যান্সে মাহল ঝলমলিয়ে ওঠে। ঋষি সিং বিজেতা ঘোষিত হন। সুরেলা কণ্ঠে দ্বিতীয় স্থানে (1st Runner-up) দর্শকের মন জিতে নেয় বাংলার মেয়ে দেবস্মিতা রায়। তৃতীয় স্থানে শ্রোতাদের হৃদয় জেতেন চিরাগ কোটোয়াল।

rishi
Indian Idol Season 13 Winner Rishi Singh

কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে Indian Idol Season 14। এই প্রতিযোগিতায়/ অডিশনে অংশ নেয়ার জন্য যেভাবে আবেদন করবেন তা নীচে আলোচনা করা হলো।

ইন্ডিয়ান আইডল প্রতিযোগিতা/অডিশনের জন্য আবেদনের শর্ত:-

  • আবেদনকারীর বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে।
  • আবেদনকারীকে ভারতীয় হতে হবে।
  • আবেদনকারী শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।
  • আবেদনকারী আয়োজক সংস্থার নিয়ম মেনে চলতে হবে।
  • আবেদনকারীকে বয়স, ঠিকানা ইত্যাদি প্রমাণের জন্য যথাযথ নথি প্রমাণস্বরূপ পেশ করতে হবে।

আবেদন প্রক্রিয়া:-

  • ইন্ডিয়ান আইডল প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আপনাকে প্রথমে অনলাইনে SonyLiv App এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • আবেদন প্রক্রিয়া শুরু হলে সংশ্লিষ্ট সিজনের ব্যানার স্ক্রিনে শো করবে। Indian Idol Season 14 লেখা ব্যানারে ক্লিক করুন।
  • এরপর শহর, ভাষা বেঁছে নিয়ে শর্তাবলি গ্রহণ করে সাবমিট করতে হবে।
  • এরপর আপনার ডিভাইসের স্ক্রিনে রেজিষ্ট্রেশন/আবেদন পত্রটি খুলে যাবে। ধৈর্য্য ধরে সম্পূর্ণ আবেদনপত্রটি ভালোমতো পড়ে প্রয়োজনীয় ডকুমেন্টস সহযোগে পূরণ করতে হবে।
  • এবার আপনার গানের প্রতিভার অরিজিনাল (মিশ্রণ নয়) সংক্ষিপ্ত ভিডিও (সর্বাধিক ৪০ mb এর মধ্যে) বিভিন্ন স্টাইলে রেকর্ড করে আপলোড করতে হবে। যাতে বিচারকদের মনর আপনার সঙ্গীত অভিজ্ঞতা সম্বন্ধে একটা বেসিক ধারণা জন্মাতে পারে।
  • সমস্ত তথ্য ভালোভাবে খতিয়ে দেখে আপনার আবেদন পতররটি ডেডলাইনের পূর্বে সাবমিট করুন।

সবকিছু ঠিকঠাক থাকলে আপনার দেওয়া তথ্য অনুসারে জাজরা আপনার ডিটেইলস যাচাই করবেন এবং খুব শিগগিরই অডিশনের জন্য আপনি ডাক পাবেন।

Like Facebook Page