মিউজিক নিয়ে কিভাবে কেরিয়ার গড়বেন? কি স্কলারশিপ পাবেন? কি পড়াশোনা করবেন?

আপনার যদি মিউজিক বিষয়ে আগ্রহ থাকে কিম্বা আপনি মিউজিক নিয়ে কেরিয়ার তৈরি করতে চাইছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আজকের প্রতিবেদনে আলোচনা করবো, মিউজিক নিয়ে কি পড়াশোনা রয়েছে? কোনো স্কলারশিপ আছে কিনা? কর্মসংস্থানের সুযোগ কতটা ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

   

মনে রাখতে হবে সঙ্গীত হলো একটি আর্ট বা শিল্প। দিনের পর দিন সাধনার দ্বারা তা আয়ত্ত করতে হয়। এবং নিয়মিত অভ্যাস, অনুশীলন ও পরিশ্রমের ফসল হিসেবে একজন শিল্পী শ্রোতাদের সুরের মূর্চ্ছনায় ভাসিয়ে নিয়ে যান সুরেলা শান্তির দুনিয়ায়। তাই আপনি যদি সঙ্গীত নিয়ে জীবনে কিছু করবেন বলে ভাবছেন তাহলে অন্যান্য যেকোনো কাজের মতোই পরিশ্রম করার জন্য প্রস্তুত হয়ে যান। কেননা জীবনে কোনো কিছু বড়ো করার জন্য শুরু করা বা পদক্ষেপ গ্রহণ করাটা ভীষণই জরুরী। সেইসঙ্গে মিউজিকে প্যাশন তো থাকতেই হবে।

আরও পড়ুন: স্নাতক যোগ্যতায় NASA তে আবেদন করুন। বেতনক্রম জানলে আকাশ থেকে পড়বেন!

কি পড়াশোনা করবেন?

যদি আপনি সঙ্গীত নিয়ে প্রতিষ্ঠিত হতে চাইছেন তাহলে 3 Years B.Music কোর্স পড়তে পারেন। যদিওবা মিউজিকের প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছাড়াও কঠোর আগ্রহ, অভ্যাস ও অনুশীলনের দ্বারা মিউজিশিয়ান হওয়া অসম্ভব কিছু নয়। তবে যদি মিউজিক ভালোই বাসেন এবং সঙ্গীত বিষয়ে পড়াশোনায় সুযোগ পেয়ে যান তবে সঙ্গীতের ডিগ্রীলাভের পাশাপাশি মিউজিক নিয়ে খুটিনাটি অনেককিছু শিখতে ও জানতে পারাটা সহজ হবে।

Instrumental Music, রবীন্দ্র সঙ্গীত, তবলা ইত্যাদি বিশেষ ক্ষেত্রে Bachelor of Music অর্থাৎ সঙ্গীতের স্নাতক কোর্স করা যায়। আর একটি সুবিধা হলো ১০+২ স্তরে যেকোনো শাখার (সায়েন্স, আর্টস, কমার্স) ছাত্র-ছাত্রীরা মোট ৫০ শতাংশ নম্বর পেয়ে মিউজিক স্পেশাল কোর্স হিসেবে পড়ে থাকলেই বি.মিউজিক অফার করে এমন কলেজে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে কিম্বা সরাসরি মেধা তালিকার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে মিউজিক বিষয়ে লেখাপড়া করতে পারেন। এছাড়াও উচ্চ শিক্ষার ক্ষেত্রে মিউজিক নিয়ে মাস্টার্স বা পিএইচডি ও করা যায়।

কি স্কলারশিপ পাবেন?

ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর ভারতীয় কালচার বিষয়ে (শাস্ত্রীয় নৃত্য, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, লাইট ক্লাসিকাল মিউজিক, লোককলা, নাটক ইত্যাদি) পড়াশোনার জন্য প্রতিবছর ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান করে থাকে।

  • এই বৃত্তি পাওয়ার জন্য শিক্ষার্থীদের বয়স ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে।
  • আবেদনকারীদের ন্যূনতম ৫ বৎসর বা তারও বেশি সময় ধরে কোনো প্রতিষ্ঠান বা গুরুর কাছে সঙ্গীত চর্চা করে থাকতে হবে।
  • আগ্রহী প্রার্থীদের www.indiaculture.nic.in ওয়েবসাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করে বৃত্তির জন্য আবেদন করতে হবে।

কাজের কেমন সুযোগ রয়েছে?

visva-bharati
Visva-Bharati University, Shantiniketan

মিউজিক নিয়ে কর্মসংস্থানের প্রচুর সুযোগ রয়েছে। যদি আপনি মিউজিকের ব্যাচেলর কোর্সটি ভালো করে শেখেন তবে আপনি নিজের মিউজিক অ্যালবাম বের করতে পারবেন। মিউজিক ইন্ডাস্ট্রিতে, সিনেমায়, সিরিয়াল প্লেব্যাক সিঙ্গারের জন্য চেষ্টা করতে পারেন। বিভিন্ন টিভি শো, লাইভ শো করতে পারেন।

Master of Music কোর্স করলে শিক্ষা প্রতিষ্ঠানে মিউজিকের শিক্ষক হিসেবে কাজ পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া বাড়িতেও নিজের সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারেন। এর ফলে সঙ্গীত চর্চার পাশাপাশি আপনার উপার্জনের পথও সুগম হবে। সুরকার (Vocalist) ছাড়াও সঙ্গীত যদি আপনি গভীর ও পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে পারেন তবে একজন ভালো মিউজিক ডিরেক্টর, Audio Designer, কম্পোজার কিম্বা সং রাইটার বা সাউন্ড ইঞ্জিনিয়ার ও হয়ে যেতে পারেন। সমস্তটাই অভ্যাস ও পরিশ্রমের ফসল। মিউজিকের যে শাখাতেই যান না কেন, অধ্যবসায় ও কঠোর অনুশীলনের ফলে একজন ভালো মিউজিশিয়ান হয়ে উঠতে পারবেন। আপনার স্বপ্ন ও সখ পূরণ করতে পারবেন সর্বোপরি অর্থোপার্জন করে আপনার পরিবারকে সচ্ছল রাখতে পারবেন। এর চেয়ে বড়ো পাওনা আর কি বা হতে পারে!

আরও পড়ুন: NEST 2023 এ আবেদন প্রক্রিয়া শুরু। আবেদন করলে পাবেন ৫,০০০ টাকা প্রতিমাসে।

প্রবেশিকা পরীক্ষা:-

কেন্দ্র সরকারের অধীন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে মিউজিক নিয়ে পড়ার জন্য প্রবেশিকা পরীক্ষা (Central Universities Common Entrance Test) দিতে হয়।

মিউজিক শিক্ষা প্রতিষ্ঠান:-

  • Visva-Bharati University, Shantiniketan
  • Rabindra Bharati University, Kolkata
  • Christ University, Bangalore
  • Banasthali Vidyapith, Jaipur
  • Bharti Vidyapith, Pune
  • Hindu College, New Delhi
  • Trinity College, London
Like Facebook Page