স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কবে টাকা পাবেন পড়ুয়ারা?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যের পড়ুয়াদের জন্য সুখবর। Swami Vivekananda Merit Cum means স্কলারশিপে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। যেসকল বিদ্যার্থী ২০২২-‘২৩ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিলেন, তাদের বৃত্তির প্রাপ্য টাকা দিতে শুরু করেছে রাজ্য সরকার। যারা এখনো টাকা পাননি অথবা কোনো গুরুত্বপূর্ণ কারণবশত স্কলারশিপের টাকা এখনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি কিম্বা আবেদন বাতিল হয়েছে সেই সকল ছাত্র-ছাত্রী বৃত্তির টাকা পাওয়ার জন্য কি করবেন তা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হলো আজকের প্রতিবেদনে।

   

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক:-

SVMCM স্কলারশিপের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে যেকোনো ব্রাউজারে এসে এই- https://svmcm.wbhed.gov.in/ সাইটে যান। এবার Applicant Login এ ক্লিক করুন। এখন পরবর্তী পেজে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আপনার Application Id, আবেদনের সময় যে Password দিয়েছেন এবং Security Code টি যথাস্থানে বসিয়ে Login করবেন। এরপর আপনার সামনে একটি pop-up চলে আসবে। সেটি close করবেন। এখন আপনার ডিভাইসের স্ক্রিনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য দেখতে পারবেন। পরপর ৫ নম্বর অপশনে স্ট্যাটাস সংক্রান্ত বিষয়ে এবং ৬ নং অপশনে ইন্সটিটিউট উল্লেখ এর বিষয়ে জানতে পারবেন।

আরও পড়ুনঃ- ওয়েসিস স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। অবশিষ্ট ৬০ শতাংশ টাকা কবে পাবেন পড়ুয়ারা?

উল্লেখ্য ইতিমধ্যেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়ার লট পড়েছে ১৭ ই মে। এই তারিখের ১০ দিনের মধ্যে কমবেশি সকল ছাত্র ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা ক্রেডিট হয়ে যাওয়ার কথা। যাদের টাকা এখনো ঢোকেনি কিন্তু স্ট্যাটাস Verified দেখাচ্ছে তাদের চিন্তার কোনো কারণ নেই। এত বিশাল সংখ্যক শিক্ষার্থীদের Institution Region Code Wise টাকা প্রদানের প্রক্রিয়ায় বেশ কিছুটা সময় লাগে। তাই কিছুদিন অপেক্ষা করুন। অল্প কয়েকদিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন আপনি।

আগের বছর স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনকারীরা টাকা তো পেয়ে যাবেনই। তবে টাকা কতদিনে পাবেন সেই অপেক্ষায় না থেকে খুব দ্রুত স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ছাত্র ছাত্রীদের Renewal করার জন্য পরামর্শ দিয়েছে রাজ্য সরকারের আধিকারিকেরা। সরকারের তরফে SVMCM Scholarship এ রিন্যুয়াল করার ডেডলাইনও দিয়ে দেওয়া হয়েছে। যারা আগেও এই বৃত্তির জন্য আবেদন করেছিলেন অথবা এই স্কলারশিপে টাকা পেয়েছেন তাদের দ্বিতীয়/তৃতীয়/চতুর্থ বর্ষে টাকা পাওয়া অব্যাহত রাখতে সকল যোগ্য শিক্ষার্থী কে ৩১ মে, ২০২৩ এর মধ্যে এই স্কলারশিপে renewal আবেদন করে রাখতে বলা হয়েছে। অন্যথায় তাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে পরবর্তী ক্লাসে টাকা পাওয়া নিয়ে সমস্যা-বিভ্রাটে পড়তে হতে পারে। তাই ঝামেলা এড়াতে আগে থেকেই রিন্যুয়াল করে রাখুন।

আরও পড়ুনঃ- আধার কার্ডে দিতে হবে নতুন চার্জ। এই তারিখের মধ্যে করুন আপডেট।

কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন স্কলারশিপ, বেসরকারি স্কলারশিপ ও বিদেশের স্কলারশিপ, ইন্টার্নশিপ ও ফেলোশিপ নিয়ে সবধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের সাথে থাকুন। লেটেস্ট আপডেট পেতে নীচে দেওয়া লিঙ্ক ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন আজই।

Telegram:- Link

WhatsApp:- Link