ওয়েসিস স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এইমাত্র উঠে এলো। স্কলারশিপের টাকা এখনো পাননি? আবেদনে কোনো সমস্যা আছে কিনা? টাকা পাওয়ার জন্য কি করতে হবে? সমস্ত নথি সঠিক দিয়েছেন অথচ টাকা পাননি। কোন সমস্যার সমাধান কিভাবে করবেন সমস্ত কিছু তথ্য প্রদানের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করবো আজকে। পাশাপাশি যারা টাকা পেয়েছেন তারা অবশিষ্ট টাকা কবে পাবেন তাও আলোচনা করবো আজকের প্রতিবেদনে।
নতুন নীতি অনুযায়ী অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের প্রদও ওয়েসিস স্কলারশিপের পরিমাণ কে ৬০:৪০ অনুপাতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ৪০ শতাংশ টাকা রাজ্য সরকার দিয়ে থাকে যা ইতিমধ্যেই ছাত্র-ছাত্রীরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন এবং অবশিষ্ট ৬০ শতাংশ টাকা দেবে কেন্দ্র সরকার। শিক্ষার্থীরা যারা ২০২১-‘২২ শিক্ষাবর্ষে এই স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তাদের এই স্কলারশিপের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে বহুবার সমস্যায় পড়তে হয়েছিল। যাদের আবেদন ফর্ম পূরণ সঠিকভাবে হয়েছে তারা ইতিমধ্যেই রাজ্যের বৃত্তির অংশ পেয়ে গিয়েছেন।
যারা এখনো টাকা পাননি তাদের ভালোমতো দেখে নিতে হবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক রয়েছে কিনা? পরবর্তী আপডেটের সময় খাদ্য সাথী নম্বর দিয়েছেন কিনা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল রয়েছে কিনা, শিক্ষার্থী নিজের কাস্ট সার্টিফিকেট জমা দিয়েছেন কিনা এবং আবেদনকারীর আধার কার্ড গত ১০ বছরের মধ্যে আপডেট হয়েছে কিনা? এই সমস্ত তথ্য সঠিক থাকলে আপনি স্কলারশিপেের টাকা অবশ্যই পেয়ে যাবেন। অন্যথায় বৃত্তির টাকা পাবেন না ছাত্র ছাত্রীরা।
আরও পড়ুনঃ- খাদ্য দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। জুন মাসে কোন কার্ডে কতটা রেশন সামগ্রী পাবেন?
কেন্দ্রের স্কলারশিপের বরাদ্দ নিয়ে এখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট দেয়নি Oasis Portal। তবে বিগত বৎসরের আপডেট ও অভিজ্ঞতা অনুযায়ী বলা যায়, মাইনরিটি পড়ুয়া যারা ওয়েসিস স্কলারশিপের জন্য আবেদন করেছেন তারা রাজ্যের টাকা পেলেও কেন্দ্র সরকারের বরাদ্দ অংশ পেতে সমস্যায় পড়তে হয় তাদের। কেননা ওবিসি তালিকাভূক্ত পড়ুয়াদের বেশকিছু সাব-কাস্ট কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত নেই। সেই কারণে রাজ্যের Minority Student দের এই স্কলারশিপের পরিবর্তে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে বলা হচ্ছে।
সরকারি নির্দেশিকায় জারি নোটিশে- যেসকল পড়ুয়া স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছেন সেই সকল ছাত্র-ছাত্রী কে ওয়েসিস স্কলারশিপে আবেদন না করতে বলা হয়েছে। কেননা সরকারি নিয়ম অনুযায়ী একই কোর্সে দুটি সরকারি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না বিদ্যার্থীরা। যদি কেউ দুটি সরকারি স্কলারশিপে আবেদন করে থাকেন এবং বিষয়টি সরকারের নজরে এলেই স্কলারশিপপের টাকা আটকানো হচ্ছে সরকারকে তরফে।
আরও পড়ুনঃ- SBI গ্রাহকদের জন্য বিরাট আপডেট। ৩০ শে জুনের আগে করুন এই কাজ।
আর যেহেতু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বৃত্তির পরিমাণ ওয়েসিস স্কলারশিপের তুলনায় অনেকটাই বেশি তাই SVMCM Scholarship এ আবেদন করলে টাকা আটকে যাওয়ার ঝামেলা এড়াতে Oasis Scholarship এ আবেদন করার প্রয়োজন নেই। বিভিন্ন মাধ্যম সূত্রে আপডেট, যারা ওয়েসিস স্কলারশিপে ৪০ শতাংশ টাকা পেয়ে গিয়েছেন, বাকি ৬০ শতাংশ টাকাও খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। পুজোর আগেই স্কলারশিপের অবশিষ্ট টাকা পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারে কেন্দ্র সরকার।
ওয়েসিস স্কলারশিপ সংক্রান্ত অন্যান্য সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল টি সাবস্ক্রাইব করুন নিচের লিঙ্কে গিয়ে।
টেলিগ্রাম চ্যানেল:- Link
হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link