নাসায় চাকরির জন্য কি যোগ্যতা থাকতে হবে? কিভাবে আবেদন করবেন? বেতন কত?

National Aeronautics and Space Administration বা সংক্ষেপে NASA হলো মার্কিন যুক্তরাষ্ট্র তথা পৃথিবীর বৃহত্তম মহাকাশ গবেষণাকারী সংস্থা। ১৯৫৮ সালে সোভিয়েত ইউনিয়নের Sputnik উৎক্ষেপনের মাধ্যমে যাত্রা শুরু হয় নাসার। এছাড়া ১৯৯৬ তে নাসার চন্দ্রযান এর সফলতা তাক লাগিয়েছিল সমগ্র বিশ্বকে। ক্রমেই নভোশ্চরবিদ্যা ও মহাকাশ সংক্রান্ত গবেষণায় পারদর্শী হয়ে ওঠার পাশাপাশি বিশ্বে মহাকাশ সংক্রান্ত অভিজ্ঞতা ও পরীক্ষামূলক কার্যক্রমে নি:সন্দেহে প্রথম স্থান দখল করে আছে মার্কিন গবেষণা সংস্থা।

   

আজকের প্রতিবেদনে আলোচনা করতে চলেছি নাসায় কিভাবে কাজ পাবেন? নিয়োগ প্রক্রিয়া, নাসাতে চাকুরিজীবীদের বেতনই বা কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করবো আপনাদের সঙ্গে। শুনতে একটু অবাক মনে হলেও বা গুগলের থেকে নাসাতে চাকরি পাওয়ার পদ্ধতি আরও জটিল হলেও এখানে চাকরি পাওয়া কিন্তু একেবারেই অসম্ভব নয়। আমেরিকাতে নাসার প্রায় ৯ টি ডিপার্টমেন্ট বিভিন্ন বিষয় কাজকর্ম করে থাকে। এবং তার অধীনে চুক্তি ভিত্তিতে বিভিন্ন সাব-কন্ডাকটর কাজ করে থাকে। চলুন একটু খোলসা করে বলা যাক।

বর্তমানে অনেক মহাজাগতিক সংস্থাই মহাশূন্যে, অন্যান্য গ্রহে-উপগ্রহে বিভিন্ন মহাকাশযান পাঠিয়ে নানা পরীক্ষামূলক কাজকর্ম করে চলেছে। যদি ভবিষ্যতে পৃথিবীর বাইরে অন্য কোনো উপগ্রহে প্রাণের সন্ধান পাওয়া যায় কিম্বা প্রাণপোকূল পরিবেশ তৈরি হয়, তবে সেইদিন বেশি দূরে নেই যেদিন আভিজাত্যের খাতিরর মানুষ বাইরের কোনো গ্রহে ভ্রমণ করতে যাবে বা ছুটি কাটিয়ে আসবে।

আরও পড়ুন: পৃথিবীর উচ্চতম, বৃহত্তম ও দীর্ঘতম যে স্থানগুলি ভারতে রয়েছে। একনজরে দেখে নিন।

নাসার কাজকর্ম:-

NASA তে মূলত বিভিন্ন পাইলট প্রজেক্ট, স্বল্পমেয়াদী অস্থায়ী কাজে কিম্বা চুক্তিভিত্তিক কাজকর্মে নিয়োগ করা হয় প্রাথমিক ভিত্তিতে এবং Entry Level কাজেই প্রথমে সুযোগ দিয়ে স্থায়ী দায়িত্বপূর্ণ কাজের জন্য যোগ্য করে তোলা হয়। প্রধানত ইঞ্জিনিয়ার, গবেষক, বিজনেস প্ল্যানার, হিসাবরক্ষক ও ডেটা বিশ্লেষকের কাজ পেয়ে থাকেন এখানকার কর্মীরা। বিভিন্ন পেশার জন্য বিভিন্ন যোগ্যতা প্রয়োজন এবং নির্বাচন প্রক্রিয়াও পোস্ট অনুযায়ী আলাদা হয়ে থাকে।

শিক্ষাগত যোগ্যতা:-

নাসায় আবেদনের জন্য আবেদকারীর নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকা আবশ্যক।

  • আবেদন কারীকে অবশ্যই বিজ্ঞান শাখায় গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে বা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে।
  • আবেদনকারীকে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে অবশ্যই Physics, Chemistry, Biology, Mathematics অথবা Computer Science নিয়ে পড়ে থাকতে হবে।
  • ইঞ্জিনিয়ারিং এর মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল শাখায় পড়াশোনা করে থাকলে অগ্রাধিকার পাবেন।
  • আপনার স্নাতক ডিগ্রির পর কোনো সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার কমপক্ষে ২-৩ বছর অভিজ্ঞতা অর্জন করতে হবে।
  • আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে থাকতে হবে কিম্বা নাসাতে কাজ করার জন্য নিজের দেশের সরকারি সুপারিশপত্র/অনুমতিপত্র নিয়ে থাকতে হবে।

নাসায় বিভিন্ন পদে চাকরির জন্য আবেদনকারীকে শুধু পরীক্ষায় ভালো নম্বর পেলেই হলে না। পাশাপাশি নিম্নলিখিত যোগ্যতা গুলিও থাকতে হবে।

  • যেহেতু মহাকাশে যাতায়াতের ক্ষেত্রে রাশিয়ান মহাজাগতিক সংস্থা COSMOS নাসাকে প্রভূত সাহায্য করে থাকে তাই একজন নভোশ্চর হতে হলে আপনাকে অবশ্যই রুশ ভাষা জানতে হবে।
  • আপনার Communication Skills ভালো হতে হবে, Team Work কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • আপনার মধ্যে কৌতূহল প্রবণতা, নতুন কোনো কিছু আবিস্কারের তৃষ্ণা থাকতে হবে।
  • আপনার সাঁতার জানতে হবে।
  • আপনার চোখের দৃষ্টিশক্তি ও রক্তচাপ স্বাভাবিক হতে হবে।
  • আপনার শারিরীক উচ্চতা ৫’২”-৬’৩” পর্যন্ত হলে নাসাতে আবেদনের যোগ্য।
  • স্পেস স্যুট পরে অভিকর্ষজ ত্বরন হীন স্থান কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে হবে।
  • মঙ্গল গ্রহের পরিবেশে বেঁচে থাকার উপযুক্ত উপায় সম্বন্ধে জ্ঞান থাকা আবশ্যিক।
  • আপনার কমপক্ষে ১০০০ ঘন্টা মহাশূন্যে বা প্লেনে কাটানোর অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

এই সমস্ত প্রক্রিয়া ও প্রস্তুতিগুলি প্রাথমিকভাবে নাসা সুযোগ পাওয়ার পরে অভ্যাস করানো হবে।

nasa-job

কোন কোন পদে নিয়োগ করা হয়?

নাসাতে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। নীচে তার বিবরণ দেওয়া হলো।

ইঞ্জিনিয়ারবিজ্ঞানীবিজনেস প্রফেশনাল
এরোস্পেস ইঞ্জিনিয়ারিংমহাকাশ বিজ্ঞানীকনট্রাকচুয়াল স্পেশালিষ্ট
ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংপদার্থ বিজ্ঞানীফিনান্সিয়াল অ্যানালিস্ট
কম্পিউটার ইঞ্জিনিয়ারিংজীব বিজ্ঞানীহিউম্যান রিসোর্স প্রফেশনালস

এছাড়া ডেটা সায়েন্টিস্ট, ইনফর্মেশন টেকনোলজি ও সাইবার প্রফেশনালিস্ট পদেও নিয়োগ করা হয়ে থাকে।

আবেদন প্রক্রিয়ার বিস্তারিত:-

আরও পড়ুন: ভারতীয় পড়ুয়াদের জন্য সেরা পাঁচটি স্কলারশিপ। বিস্তারিত জানুন।

NASA তে আবেদনের জন্য আপনাকে www.nasa.gov এ গিয়ে Careers এ ক্লিক করতে হবে USAJOBS এ অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট মারফত বিজ্ঞপ্তি অনুযায়ী আপনি আপনার সম্বন্ধে বিবরণ দিয়ে CV তৈরি করে তা নাসাকে পাঠাতে পারেন। নাসাতে সংশ্লিষ্ট পদের জন্য যোগ্য নির্বাচিত হলে আপনাকে ইমেইল নোটিফিকেশন পাঠানো হবে।

প্রথমে আপনার ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হবে। পরে ইন্টারভিউ মাধ্যমে সংশ্লিষ্ট পোস্টের জন্য আপনার মেধা ও যোগ্যতা নির্ধারণ করা হবে। যদিও নাসাতে চাকরি পাওয়ার পদ্ধতি Google এর থেকেও জটিল তবে অসম্ভব কিছু নয়। নির্দিষ্ট পদ্ধতিতে শুরু থেকেই প্রস্তুতি নিলে এই অসাধ্য সাধন আপনিও করতে পারেন। তাই যদি নাসা তে চাকরি পাওয়া আপনার স্বপ্ন হয়ে থাকে তবে তা পূরণের জন্য এখন থেকেই কৃচ্ছ্রসাধনা করা শুরু করে দিন।

বেতনক্রম:-

নাসা তে প্রাথমিক ভিত্তিতে চাকরিরতদের অভিজ্ঞতা অনুযায়ী বার্ষিক ৫৫ লাখ টাকা থেকে শুরু করে ১ কোটি ২০ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক দিয়ে থাকে ন্যাশনাল এরোনটিক্স এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে মূল বেতনও বৃদ্ধি পায়।

Like Facebook Page