পড়ুয়াদের ৬০,০০০ টাকা দিচ্ছে সরকার। আবেদন করুন বিকাশ ভবন স্কলারশিপে।

অর্থের অভাবে ছাত্র-ছাত্রীদের যাতে পড়াশোনা বন্ধ না হয় এবং উচ্চশিক্ষার জন্য লেখাপড়ার বই কেনা, ল্যাপটপ কেনা ও অন্যান্য আনুষঙ্গিক খরচ মেটানোর জন্য সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান গুলি কোর্স অনুযায়ী বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করে থাকে ছাত্র-ছাত্রীদের। আজ সেরকমই একটি স্কলারশিপ সম্বন্ধে আপডেট নিয়ে এসেছি শিক্ষার্থীদের জন্য।

   

আজকের প্রতিবেদনে আলোচনা করবো বিকাশ ভবন স্কলারশিপ প্রসঙ্গে। এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো স্কলারশিপ। এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া, কোন কোর্সে কত টাকা দেওয়া হয়, কারা আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্টস প্রয়োজন, আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আপডেট পেতে সম্পূর্ণ প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।

উল্লেখ্য, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অপর নাম বিকাশ ভবন স্কলারশিপ, যা রাজ্য সরকারের পক্ষ থেকে ফি বছর পশ্চিমবঙ্গের বাসিন্দা ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়ে থাকে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় বিভিন্ন কোর্সে বিভিন্ন পরিমাণ অর্থসাহায্য দেওয়া হয়ে থাকলেও ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল শাখায় সবচেয়ে বেশি পরিমাণ ফান্ডিং হয়ে থাকে। এই স্কলারশিপে আবেদন যোগ্যতা (Eligibility Criteria) সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

আরও পড়ুনঃ অষ্টম-দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য নতুন স্কলারশিপ। আবেদন করলে পাবেন বার্ষিক ৬,০০০ টাকা।

বিকাশ ভবন স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় শর্ত:-

১) এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীকে ন্যাশনাল মেডিকেল অথবা AICTE অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক কোর্সে পাঠরত হতে হবে।
২) বিকাশ ভবন স্কলারশিপে আবেদনের জন্য শিক্ষার্থী কে ২০২২ কিম্বা ২০২৩ এ 10+2 বা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
৩) এই স্কলারশিপে আবেদনের সময় পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ২.৫ লাখ টাকার নীচে হতে হবে।
৪) আবেদনকারীকে বিজ্ঞান শাখায় দ্বাদশ পাস করে ন্যূনতম Engineering বা মেডিক্যাল এর স্নাতক কোর্সে পড়াশোনা চালু থাক

বৃত্তির পরিমাণ:-

বিকাশ ভবন স্কলারশিপে আবেদন করলে এবং সবকিছু ঠিকঠাক থাকলে একটা ভালো পরিমাণ টাকা বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপে আবেদনকারী প্রার্থীদের বার্ষিক ষাট টাকা পর্যন্ত দিয়ে থাকে রাজ্য সরকার। তবে B.Tech/BE ও MBBS/BDS শিক্ষার্থীদেরই কেবল প্রতিমাসে পাঁচ হাজার টাকা দেওয়া হয়ে থাকে। Research এবং ডাক্তারী ও ইঞ্জিনিয়ারিং এর স্নাতকোত্তর ডিগ্রি ব্যতীত অন্যান্য সব কোর্সের বেলায় এতটা পরিমান স্কলারশিপ দেওয়া হয় না

আরও পড়ুনঃ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কোন কোর্সে কত টাকা পাবেন? বিস্তারিত জানুন।

কিভাবে আবেদন করবেন ?

svmcm-scholarship

বিকাশ ভবন স্কলারশিপে আবেদনের জন্য যোগ্য প্রত্যেক শিক্ষার্থী কে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিষ্ট্রেশন করিয়ে নিতে হবে। এরপর লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে Login করে প্রয়োজনীয় নথি সহযোগে অনলাইন আবেদন পত্রটি যত্ন সহকারে পূরণ করতে হবে। আবেদনের সময় ছবি, সিগনেচার ও প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট ফর্ম্যাট স্ক্যান করে আপলোড করবেন।

পূরণ করা সমস্ত তথ্য ভালোভাবে খতিয়ে দেখে আবেদন সাবমিট করবেন। অফলাইনে আবেদন করা যাবে না। আপনার জমাকৃত দরখাস্তে ২-৩ মাসের মধ্যে যাচাইকরণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং সমস্ত তথ্য সঠিক হলে আবেদনের ৬-৮ মাসের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের নির্দিষ্ট টাকা পেয়ে যাবেন আবেদনকারী বিদ্যার্থীরা।

Official Website:- https://svmcm.wbhed.gov.in/

বিকাশ ভবন স্কলারশিপের জন্য কি কি নথি প্রয়োজন?

আরও পড়ুনঃ লিখিত পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাসে পোস্ট অফিসে কর্মী নিয়োগ।

বিকাশ ভবন স্কলারশিপের অনলাইন আবেদনের সময় আবেদনকারীর নিম্নলিখিত নথিগুলি অবশ্যই সঙ্গে থাকতে হবে।

১) আবেদনকারীর বাসস্থান ও ঠিকানার প্রমাণপত্র (আধার/ভোটার কার্ড)।
২) 10th ও 12th (10+2) এর মার্কশীট ও সার্টিফিকেট।
৩) সম্প্রতি তোলা কালার ফটোগ্রাফ।
৪) BDO/SDO বা এক্সিকিউটিভ অফিসার কর্তৃক প্রদত্ত পরিবারের বাৎসরিক আয়ের শংসাপত্র।
৫) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস।

ডেডলাইন:-

প্রত্যেক বছর October-November মাস নাগাদ বিকাশ ভবন বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়ে যায়। মোটামুটি ২-৩ মাসের মতো আবেদন প্রক্রিয়া চলে। এবছর আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। শুরু হলে ওয়েবসাইটে তা জানিয়ে দেওয়া হবে।

সরকারি-বেসরকারি বিভিন্ন চাকরি, স্কলারশিপ ও যোজনা সংক্রান্ত সবধরনের আপডেট সবার আগে পেতে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন।

টেলিগ্রাম চ্যানেল:- Link

Like Facebook Page