আবেদন করুন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এবং পেয়ে যান বার্ষিক ৯৬ হাজার টাকা পর্যন্তI

যেসকল ছাত্র-ছাত্রী পড়াশোনার জন্য স্কলারশিপের খোঁজ করছেন তাদের জন্য সুখবর। রাজ্যের সকল যোগ্য পড়ুয়াকে উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বৃত্তি দিয়ে থাকে রাজ্য সরকার। তবে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড়ো স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। ২০১৬ য় দ্বিতীয়বার বাংলার মসনদে আসীন হয়ে সর্বস্তরের পড়ুয়াদের জন্য এক বিরাট ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কম আয়সম্পন্ন সমস্ত ক্যাটেগরির মেধাবী শিক্ষার্থীদের ন্যূনতম যোগ্যতায় বার্ষিক সর্বনিম্ন ১২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৯৬,০০০ টাকা পর্যন্ত পড়াশোনার জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়।

   

অন্যান্য স্কলারশিপে আবেদনের বিভিন্ন Eligibility Criteria থাকলেও এই স্কলারশিপের জন্য পুরুষ-মহিলা, জেনারেল, SC, ST, OBC সকলে আবেদন করতে পারবেন। রাজ্য সরকার প্রদত্ত এই স্কলারশিপের আরেক নাম বিকাশ ভবন স্কলারশিপ। দশম শ্রেণি থেকে শুরু করে গবেষণা স্তর পর্যন্ত কোর্স অনুযায়ী বিভিন্ন পরিমাণ টাকা পেয়ে থাকেন বিদ্যার্থীরা। এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীর কিরকম যোগ্যতা থাকতে হবে, কোন ক্লাসে কত টাকা পাবেন, আবেদন প্রক্রিয়া সম্বন্ধে সমস্ত তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা:-

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য প্রার্থীর নিম্নলিখিত যেকোনো যোগ্যতা থাকতে হবে।


• আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বার্ষিক পারিবারিক ইনকাম আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে। (আবশ্যিক যোগ্যতা)
• দশম শ্রেণি পাসরা ৬০ শতাংশ নম্বর পেয়ে একাদশ শ্রেণি/ডিপ্লোমা/আইটিাইতে ভর্তি হলে।
• 10+2 পাসরা ৬০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক কোর্সে ভর্তি হলে।
• ৬০ শতাংশ নম্বর পেয়ে ডিপ্লোমা/ITI উত্তীর্ণরা ডিগ্রি/ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে।
• স্নাতক পাসরা ৫৩ শতাংশ(Engg. ডিগ্রি হলে ৫৫%) নম্বর পেয়ে স্নাতকোত্তর কোর্সে ভর্তি হলে।
• Kanyashree K3 তে নাম নথিভুক্ত আছে ও Valid K2 আইডি সহ গ্র্যাজুয়েট পাসরা ৪৫ শতাংশ নম্বর পেয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিতে ভর্তি হলে।
• স্নাতকোত্তর পাসরা রাজ্যের যেকোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা স্তরে ভর্তি হলে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের বাসিন্দা পড়ুয়ারা বাইরের রাজ্যে গবেষণার জন্য ভর্তি হলেও আবেদনযোগ্য।
• সর্বাধিক এক বছর Gap Year থাকলে এবং গ্যাপ ইয়ারের জন্য যথাযথ যুক্তি থাকলেও আবেদন করা যাবে।তবে একাধিক বছর gap year থাকলে আবেদনযোগ্য নন।

আরও পড়ুন: আবেদন করুন প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনায় এবং পেয়ে যান বার্ষিক ৬ হাজার টাকা

আবেদন প্রক্রিয়া:-


বিকাশ ভবন স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীকে প্রথমে অনলাইনে https://svmcm.wbhed.gov.in ওয়েবসাইটে গিয়ে ওপরে মেনুবারে how to apply অপশনে গিয়ে নিয়মগুলো ভালোমতো পড়ে নিয়ে নাম নথিভুক্ত(Registration) করতে হবে(কেবল সংখ্যালঘু পড়ুয়ারাদের ঐক্যশ্রী পোর্টালে গিয়ে আবেদন করতে হবে)। মোবাইল নম্বর ভেরিফাই হলে পুনরায় ওয়েবসাইটে Applicant Login এ Application Id ও Password দিয়ে লগইন করুন। প্রয়োজনীয় তথ্য সহযোগে অনলাইন আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করুন। আবেদনকারীর ফটো, সিগনেচার ও অন্যান্য ডকুমেন্টস নিয়মে উল্লিখিত ফর্ম্যাট অনুযায়ী আপলোড করে নেবেন। সমস্ত তথ্য ভালোভাবে খতিয়ে দেখে Submit Application এ ক্লিক করুন।

অনলাইন আবেদন সম্পূর্ণ হলে আবেদন পত্র প্রিন্টআউট করে প্রয়োজনীয় নথি সহযোগে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা করতে হবে। অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে আবেদনের স্ট্যাটাস অনলাইনে দেখতে পারবেন।

প্রয়োজনীয় নথিপত্র:-

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য নিম্নলিখিত ডকুমেন্টস গুলি প্রয়োজন।

• পরিচয় পত্র(আধার/ভোটার কার্ড)।
• 10th এর মার্কশীট।
• শেষ শিক্ষাগত যোগ্যতার বার্ষিক পরীক্ষার মার্কশীট।
• পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
• গেজেটেড কর্মকর্তা প্রদত্ত ডোমেশিয়াল সার্টিফিকেট।
• গেজেটেড কর্মকর্তা প্রদত্ত বার্ষিক আয়ের প্রমাণপত্র।
• ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস।

কোন কোর্সে কত টাকা পাবেন?

নিম্নলিখিত কোর্স অনুযায়ী স্টুডেন্টরা বিভিন্ন পরিমাণ টাকা বৃত্তি হিসেবে পেয়ে থাকেন।
• একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পাঠরত কলা/বানিজ্য/ভোকেশনাল বিভাগের ছাত্র ছাত্রীরা বার্ষিক ১২,০০০ টাকা পেয়ে থাকেন। বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা বার্ষিক ১৮,০০০ টাকা পেয়ে যাবেন।
• আইটিআই কোর্সের শিক্ষার্থীরা ১২,০০০ টাকা এবং ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল ও বিভিন্ন ডিপ্লোমা কোর্সে পাঠরত পড়ুয়ারা বার্ষিক ১৮,০০০ টাকা স্কলারশিপ পাবেন।
• BA, B.Com, BBA, LLB, কোর্সের পড়ুয়ারা বার্ষিক ২৪,০০০ টাকা; B.Sc কোর্সে ভর্তি হলে বার্ষিক ৩০,০০০ টাকা পেয়ে যাবেন। MBBS ও B.Tech কোর্সের পড়ুয়াদের বার্ষিক ৬০,০০০(মাসিক ৫,০০০ টাকা) টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়।
• মাস্টার্স কোর্সে বৃত্তির পরিমাণ স্নাতক ডিগ্রির মতো একই।
• গবেষণা স্তরে বৃত্তির পরিমাণ ৮,০০০ টাকা প্রতিমাসে(বার্ষিক ৯৬,০০০ টাকা)।
কোর্সের মেয়াদ এক বছরের বেশী হলে প্রতি বছর বৃত্তি পাওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের প্রত্যেক বছর রিন্যুয়াল করা আবশ্যক।

গুরুত্বপূর্ণ তারিখ:-

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলে প্রায় ৩-৪ মাস ধরে। প্রত্যেক বছর মোটামুটি আগস্ট-সেপ্টেম্বর নাগাদ এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে। এবং রিন্যুয়াল প্রক্রিয়া তার চেয়েও বেশি সময় ধরে চলে।

Like Facebook Page