যেসকল ছাত্র ছাত্রী স্কলারশিপের সাহায্যে পড়াশোনা করেন তাদের জন্য সুখবর। গরীব অথচ মেধাবী পড়ুয়া যারা অর্থের অভাবে উচ্চশিক্ষা চালিয়ে যেতে অপারগ তাদের জন্য নিত্যদিনই সরকারি-বেসরকারি বিভিন্ন স্কলারশিপের খোঁজ দিয়ে থাকি আমরা। আজ তেমনই একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে তথ্য আপডেট দিতে চলেছি আপনাদের। আজ যে স্কলারশিপ সম্বন্ধে আলোচনা করবো সেটি একেবারেই নতুন একটি স্কলারশিপ।
আজকের প্রতিবেদনে আলোচনা করবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ সম্বন্ধে। যদিও এটি একটি বেসরকারি বৃত্তি। Indian Institute of Technology, Kharagpur স্বীকৃত ও অনুমোদিত সংস্থা ফিউচার কেয়ার সোসাইটি, মেদিনীপুর এর ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেক বছর ছাত্র ছাত্রীদের এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপে আবেদন করতে হলে কিরকম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কি কি ডকুমেন্টস প্রয়োজন, আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপের জন্য আবেদন যোগ্যতা:-
আরও পড়ুনঃ এবার থেকে প্রতিমাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু’বার করে টাকা পাবেন রাজ্যের মহিলারা।
- এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে তবেই এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
- কেবল অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ছেন এমন পড়ুয়ারাই এই স্কলারশিপে আবেদনের যোগ্য।
- যে ক্লাসের জন্য আবেদন করবেন তার পূর্ববর্তী ক্লাসের বার্ষিক ফাইনাল পরীক্ষায় কমপক্ষে পঞ্চাশ শতাংশ বা তার উর্ধ্বে নম্বর পেয়ে থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া:-
Ishwar Chandra Vidyasagar Scholarship এ আবেদন করতে আগ্রহী ছাত্র-ছাত্রীরা Future Care Society এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি প্রিন্ট করিয়ে নিন। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস সহযোগে ওই আবেদন পত্রটি ভালো করে পূরণ করবেন। দরখাস্তে যে বিদ্যালয়ে পড়াশোনা করছেন সেখানকার প্রধান শিক্ষক কে দিয়ে সিগনেচার ও ভেরিফাই করে Speed Post এর মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
যে ঠিকানায় দরখাস্ত পাঠাবেন:-
Future Care Society
Kellapukur, Paschim Medinipur
West Bengal, 721101
কি কি নথি প্রয়োজন?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক পড়ুয়ারা দরখাস্ত পাঠানোর সময় নিম্নলিখিত ডকুমেন্টস গুলি জুড়ে দেবেন।
- আবেদনকারীর Photo Identity Card (Aadhaar Card)।
- অভিভাবকের পরিচয় পত্র।
- পড়ুয়ার সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের কালার ফটো।
- পূর্বের শ্রেণীর বার্ষিক/ফাইনাল পরীক্ষার মার্কশীট।
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস (ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স)।
বৃত্তির পরিমাণ:-
আরও পড়ুনঃ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র কোথায় ছাপানো হয় জানলে অবাক হবেন!
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে আবেদন করলে অষ্টম শ্রেণিতে পাঠরত পড়ুয়ারা বার্ষিক ১,২০০ টাকা; নবম শ্রেণিতে পাঠরত পড়ুয়ারা বার্ষিক ২,৪০০ টাকা; দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা বছরে ৩,৬০০ টাকা ; একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ৪,৮০০ টাকা এবং দ্বাদশ শ্রেণিতে পাঠরত পড়ুয়ারা বার্ষিক ৬,০০০ টাকা পর্যন্ত পেয়ে যাবেন ফিউচার কেয়ার সোসাইটি এর পক্ষ থেকে।
এই স্কলারশিপের জন্য নির্বাচিত পড়ুয়ারা সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই স্কলারশিপের টাকা পেয়ে যাবেন।
ডেডলাইন:-
ফি বছর জানুয়ারি মাসেই এই বৃত্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়। এবং মার্চ মাসে মেধা ও অর্থনৈতিক অবস্থার ওপর ভিত্তি করে স্কলারশিপের জন্য যোগ্য প্রার্থী বাছাই করা হয়।
আরও নতুন নতুন স্কলারশিপের খোঁজ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। প্রতিবেদনটি তথ্য সমৃদ্ধ মনে হলে আপনার বন্ধু-বান্ধব ও চেনা পরিচিত মহলে খবরটি শেয়ার করবেন যদি তাদের কোনো উপকারে আসে তবে তাদেরও খবরটি শেয়ার করতে বলুন।
টেলিগ্রাম চ্যানেল:- Link