Big Breaking News: আর কতদিন পাবেন টাকা? লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর।

বিগ ব্রেকিং নিউজ। আর কতদিন টাকা পাবেন রাজ্যের মহিলারা? লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন কিন্তু এমাসে টাকা ঢোকেনি? এই প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন, তারা কবে টাকা পাবেন বিস্তারিত তথ্যের খুটিনাটি আপডেট জানুন আজকের প্রতিবেদনে।

   

চলতি মাসের ১-২০ এপ্রিল পর্যন্ত রাজ্যজুড়ে যে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে তাতে নতুন করে প্রায় ১১ লক্ষ লক্ষ্মীর ভান্ডারে আবেদন জমা পড়েছে। এর মধ্যে তফসিলি জাতির মহিলা আবেদনকারীর সংখ্যা ১.৩ লাখ মতো এবং তফশিলি উপজাতির মহিলার আবেদনকারীর সংখ্যা প্রায় সাড়ে ২৮ হাজার। এত বিপুল সংখ্যক মহিলার আবেদন মঞ্জুর ও যাচাইকরণের কাজ প্রায় শেষের দিকে। সব মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় ২ কোটির মতো মহিলা উপভোক্তা এই লক্ষ্মীর ভান্ডার স্কীমের সুবিধা পেতে চলেছেন।

আরও খবর পড়ুন: সতর্ক হোন। ডিস্ট্যান্স পড়াশোনায় এই কোর্সগুলো বৈধ নয়। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

এত বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় এবং যাচাই-বাছাইয়ের কাজ সময় সাপেক্ষ হওয়ায় এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দিতে কিছুটা সময় দেরি হচ্ছে। যারা আগে থেকে টাকা পেতেন তাদের কেউ এই প্রকল্পে মাস শেষেও টাকা না পেলে তাদের আবেদন সংক্রান্ত কোনো ত্রুটির জন্য (যেসকল সুবিধাভোগী ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে এখনো আধার লিঙ্ক করাননি) তারা এই টাকা পাচ্ছেন না। তাই আগামী মাস থেকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে চাইলে আজই ব্যাঙ্কে গিয়ে আধার লিঙ্ক করে আসুন।

যাদের আবেদন সংক্রান্ত সমস্ত কিছু (তথ্য) ঠিকঠাক আছে, নির্ভুলভাবে সঠিক ডকুমেন্টস সহযোগে আবেদন করেছেন তাদের টাকা দেরিতে পাওয়ার কারণ লক্ষ্মীর ভান্ডারে এত বিপুলসংখ্যক আবেদন নতুন করে জমা পড়া।তবে চিন্তার কোনো বিষয় নেই। লক্ষ্মীর ভান্ডারে বকেয়া টাকা খুব দ্রুত মেটানোর প্রক্রিয়া চলছে। যারা এখনো টাকা পাননি তারা আগামী কিছুদিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন। এমাসে টাকা না পেলে পরের মাসে একসাথে দু’মাসেরও টাকা পেতে পারেন। আর নতুন যারা আবেদন করেছেন তারা আগামী মাস থেকেই সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাটেগরি অনুযায়ী টাকা পেতে চলেছেন।

আরও খবর পড়ুন: আধার কার্ডের মতোই গুরুত্ব পেতে চলেছে এই নথি। আজই তৈরি করে নিন e-Shram কার্ড।

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যারা বিধবা ভাতার সুবিধা পাচ্ছেন এখন থেকে তারাও লক্ষ্মীর ভান্ডারে আবেদনের যোগ্য। অর্থাৎ বিধবা ভাতা পাচ্ছেন যেসকল মহিলারা তারা দুটি প্রকল্পের সুবিধা পাবেন। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, মহিলাদের বয়স ৬০ বছর হলেই লক্ষ্মীর ভান্ডারে নথিভূক্ত মহিলারা বয়স্ক ভাতা প্রকল্পে টাকা পেতে থাকবেন।

বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কতদিন চলবে? এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, যতদিন তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারে সুবিধা পাবেন রাজ্যের মহিলারা। সেই হিসেবে বলা যায়, আপাতত ছাব্বিশে ভোটের আগে পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারে বহাল ভাতা পাওয়া নিয়ে নিশ্চিন্ত থাকছে রাজ্যের মহিলারা।

এমন সব গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন নীচে দেওয়া লিঙ্ক ক্লিক করে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link

Like Facebook Page