রাজ্যজুড়ে মাদ্রাসাগুলিতে প্রচুর শূন্যপদে শিক্ষক, গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ। নিয়োগের নোটিশ প্রকাশ করলো রাজ্য মাদ্রাসা কমিশন।

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বহুদিন পরে আবারও রাজ্যের মাদ্রাসায় নিয়োগ। রাজ্যের মাদ্রাসাগুলিতে শিক্ষক, শিক্ষাকর্মী (গ্রুপ সি ও ডি) পদে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। খুব শীঘ্রই নিয়োগ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তিও খুব শিগগিরই আসতে চলেছে। রাজ্যে মাদ্রাসায় নিয়োগ নিয়ে The Kolkata Gazette এর এর পক্ষ থেকে একটি গেজেট (সরকারি নোটিশ) জারি করা হয়েছে। কোন পোস্টে নিয়োগ করা হবে, শূন্যপদ, মূল্যায়ন প্রক্রিয়া, পরীক্ষার নম্বর সংক্রান্ত সমস্ত তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

   

নিয়োগ বিজ্ঞপ্তির শূন্যপদ:-

এদিন ১৯ শে এপ্রিল, ২০২৩ পশ্চিমবঙ্গের মাদ্রাসা গুলিতে যেখানে শূন্যপদ তৈরি হয়েছে, সেখানে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে West Bengal Madrasah Service Commission। তাই মনে করা হচ্ছে প্রায় ৫,০০০ এর মতো শূন্যপদে নিয়োগ করা হতে পারে। যদি শূন্যপদের সংখ্যা এখনো জানানো হয়নি। কমিশন আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির মোটামুটি ২ সপ্তাহ আগে শূন্যপদ ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত (প্রিলিমিনারি পরীক্ষা) ঘোষণা করবে।

পরীক্ষা পদ্ধতি ও নম্বর বিভাজন:-

যেহেতু প্রায় ১০ বছর ধরে রাজ্যের মাদ্রাসাগুলিতে কোনো নিয়োগ হয়নি। তাই মনে করা হচ্ছে প্রচুর আবেদনপত্র জমা পড়বে এবং সেজন্য ধরেই নেওয়া যায় যে Preliminary Test হচ্ছেই। মোট ১০০ নম্বরের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন ও নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ/স্কিল টেস্টের মাধ্যমে। শিক্ষক ও গ্রুপ ডি পদের ক্ষেত্রে ৯০ নম্বরের লিখিত পরীক্ষা ও ১০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। গ্রুপ সি পদের বেলায় ৭০ নম্বরের লিখিত পরীক্ষা, ১০ নম্বর ইন্টারভিউ ও ২০ নম্বরের কম্পিউটার টাইপিং টেস্ট থাকবে।

অন্য খবরঃ আর কতদিন টাকা পাবেন রাজ্যের মহিলার? লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার।

নবম-দ্বাদশের SLST পরীক্ষায় বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষায় MCQ টাইপের প্রশ্ন করা হবে। ভুল উত্তরের জন্য ঋণাত্মক নম্বর থাকবে।

wbbme-notice

কোন কোন পদে নিয়োগ করা হবে?

রাজ্যের হাই মাদ্রাসা ও জুনিয়র মাত্রাসা গুলিতে যেখানে শূন্যপদ তৈরি হয়েছে সেখানে, প্রধান শিক্ষক/শিক্ষিকা, পোস্ট গ্র্যাজুয়েট সহকারী শিক্ষক , গ্র্যাজুয়েট সহকারী শিক্ষক, লাইব্রেরীয়ান, ক্লার্ক সহ একাধিক শূন্যপদে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে। শিক্ষক পদের বেলায় Physical Education, Work Education, Arabic, Language সহ একাধিক বিষয়ে শিক্ষক/শিক্ষিকা নিয়োগ করা হবে।

প্রার্থী বাছাই প্রক্রিয়া:-

প্রকাশিত গেজেট অনুযায়ী, মেইন পরীক্ষা ও ইন্টারভিউ/স্কিল টেস্টে পাওয়া নম্বরের ভিত্তিতে প্যানেল (মেধা তালিকা) তৈরি করা হবে। সেই শর্টলিস্টেড মেধাতালিকা থেকে শূন্যপদ অনুযায়ী শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। আপার প্রাইমারী তে নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা কমিশনের নিয়ম অনুযায়ী Upper TET নিয়ে Upper Primary তে নিয়োগ করা হবে।

নিয়োগের শর্তাবলি:-

দ্য কলকাতা গেজেট এর নোটিশ অনুযায়ী মোট শূন্যপদের ১০ গুণ প্রার্থীকে মেধা তালিকায় রাখা হবে। সংরক্ষণের নিয়ম অনুসারে জেনারেল, তফশিলি, ওবিসি, প্রতিবন্ধী, প্রাক্তন চাকুরিজীবী দের নিয়োগ করা হবে। এছাড়া সংবিধানের নতুন নিয়ম অনুযায়ী মহিলাদের জন্যও এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত থাকবে।

চাকরি সংক্রান্ত নিত্যনতুন আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন নীচের লিঙ্কে ক্লিক করে।

টেলিগ্রাম চ্যানেল:- Link

হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link

Like Facebook Page