পৃথিবীর সবচেয়ে বেশি দামে নিলাম হওয়া ১০ টি জিনিস। দাম শুনলে চোখ কপালে উঠবে!

বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে কিছু চমকপ্রদ ঘটনা। কোনো জিনিসের সহজলভ্যতার কারণে বহু দ্রব্য সামগ্রী সস্তা হয়ে থাকে আবার পৃথিবীতে কিছু জিনিসের দুর্লভতার কারণে সংশ্লিষ্ট জিনিসটি বহুমূল্য হয়ে থাকে। এমনই কিছু জিনিস যার দাম শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে আপনার। আজকের প্রতিবেদনে সেরকমই পৃথিবীর সবচেয়ে বেশি দামে নিলাম হওয়া কিছু বস্তু সম্পর্কে আলোচনা করা হলো। শেষের জিনিসটির মূল্য জানলে চোখ ছানাবড়া হবেই।

   

লিওনার্দো দ্য ভিঞ্চির কোডেক্স লেইসিস্টার

codex

লিওনার্দো দ্য ভিঞ্চির হাতে তৈরি এই নোটবুকটির বিশেষত্ব হলো এটি ডানদিক থেকে বাঁদিকে পড়ার জন্য পাঠককে বাধ্যতামূলকভাবে দর্পন ব্যবহার করতে হত। এটি মার্কিন ধনকুবের বিল গেটস ৩০ মিলিয়ন ডলার (প্রায় ২৩০ কোটি টাকা) দিয়ে কিনেছিলেন।

মেরির অ্যান্টনেট এর পেনডেন্ট

pendant

ফ্রান্সের রাজা ছাব্বিশতম কিং লুইস এর স্ত্রীর একটি বৃহৎ আকৃতির মুক্তোর লকেট ছিল। যেটি নিলাম দাম উঠেছিল প্রায় ৩৬ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৬৯ কোটি টাকার মতো।

আরও পড়ুন: পৃথিবীর উচ্চতম, বৃহত্তম ও দীর্ঘতম যে স্থানগুলি ভারতে রয়েছে। একনজরে দেখে নিন।

জর্জিয়া ও’কিফ এর হোয়াইট ফ্লাওয়ার

flower

পৃথিবীর সবচেয়ে বেশি দামে নিলাম ওঠা বস্তুর মধ্যে একটি হলো জর্জিয়া ওকিফ এর হোয়াইট ফ্লাওয়ার পিকচার। যেটি নিউ ইয়র্কে ৪৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। ভারতীয় বাজারদরে যার মূল্য দাঁড়ায় প্রায় ৩৩১ কোটি টাকা। কি অবাক হলেন তো!

১৯৬২ সালের ফেরারি ২৫০ জিটিও বার্লিনেটা

car

বিশ্বের সর্বাধিক মূল্যে বিক্রি হওয়া গাড়িগুলোর মধ্যে অন্যতম এটি। এই গাড়িটি ১৯৬২-‘৬৪ এর মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল। এটি ১৯৬২ সালর ইটালিয়ান জিটি চ্যাম্পিয়নশিপ (কার রেস) জয়ের প্রতীক। এবং ২০২১ সালে এটি ৪৮.৪ মিলিয়ন ডলারে (ভারতীয় হিসেবে প্রায় ৩৫৭ কোটি টাকা) নিলামে ওঠে।

ওপেনহেইমারের ব্লু ডায়মন্ড

diamond

ওপেনহেমার ফিলিপ নামে এক জহুরির পারিবারিক সূত্রে দীর্ঘদিনের ডায়মন্ড শপ ছিল। তবে তার সংগ্রহে থাকা ১৪.৬২ ক্যারাটের নিখুঁত আকার ও আকৃতির নীল হিরেটি ছিল পৃথিবীর মধ্যে দুর্লভতম। ২০১৬ সালে জেনেভা তে এই ব্লু ডায়মন্ডের সর্বশেষ নিলাম দর ছিল ৫৭ মিলিয়ন ডলার। ভারতীয় টাকায় ৪৩০ কোটির সমান।

ডেভিড হকনে’র আঁকা শিল্পী চিত্র

pool

বিলেতি চিত্রশিল্পী ডেভিড হকনে একটি পুলের ধারে এক ব্যক্তি দাঁড়িয়ে এবং এক ব্যক্তি সাঁতার কাটছে এমন একটি অসাধারণ ছবি এঁকেছিলেন। ২০১৩ তে তাঁর আঁকা এই ছবিটি ৯০ মিলিয়ন ডলারের বিনিময়ে বিক্রি করেছিলেন। ভারতীয় মুদ্রায় এর মূল্য প্রায় ৬৭০ কোটি টাকা।

জেফ্ নুস এর র ্যাবিট

rabbit

জেফ নুস আমেরিকার একজন প্রখ্যাত শিল্পী যিনি খরগোশ আকৃতির একটি ভাস্কর্য তৈরি করেছিলেন এবং ২০১৯ সালে এটি নিউ ইয়র্কে খ্রাইস্ট হাউসে অকশনে ওঠে এবং ৯১ মিলিয়ন ডলারে নিলামে ওঠে (ভারতীয় মূল্যে প্রায় ৬৭৫ কোটি টাকা)। যা বিশ্বের দামি ভাস্কর্যগুলির মধ্যে অন্যতম।

জিয়াকোমেটির পয়েন্টিং ম্যান

man

সুইজারল্যান্ডের শিল্পী জিয়াকোমেটি তাঁর নিজস্ব স্টাইলে পয়েন্টিং ম্যান নামে পাতলা আকারের এই জগৎবিখ্যাত ভাস্কর্যটি তৈরি করেছিলেন। সম্পূর্ণ শিল্প সত্ত্বাটিকে একরাতের মধ্যেই তৈরি করেছিলেন মহৎ শিল্পী গিয়াকোমেটি। আর তারপরেই ঘটে যায় চমৎকার ঘটনা। তার তৈরি এই নিপুণ শিপ্লকর্মটি ২০১৭ তে নিউ ইয়র্কে ১৪১ মিলিয়ন ডলার (প্রায় ১,০৫০ কোটি টাকা) অকশনে ওঠে।

পাবলো পিকাসোর ওম্যান অফ আলজিয়ার্স

algiers

পাবলো পিকাসোর অমর শিল্পকর্ম ওম্যান অফ আলজিয়ার্স ২০১৫ সালে নিউ ইয়র্কে ১৭৯.৪ মিলিয়ন ডলারে (ইন্ডিয়ান প্রায় ১৩৩৫ কোটি টাকা প্রায়) বিকিয়েছিল যা ২০১৭ এর আগে পর্যন্ত সবচেয়ে বেশি দামে নিলাম হওয়া বিক্রিত বস্তু রেকর্ড এর তকমা পেয়েছিল।

লিওনার্দো দ্য ভিঞ্চির সালভাটোর মান্ডি

salvator

লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা অমর সৃষ্টি সালভাটোর মান্ডি হলো পৃথিবীতে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি দামে নিলাম হওয়া বস্তু (ছবি)। যার অকশন প্রাইস ৪৫০.৩ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩,৩৫০ কোটি টাকা। সৌদি আরবের রাজকুমার ২০১৭ সালে নিউ ইয়র্কে অকশনে এটি ক্রয় করেন যা একটি বিশ্ব রেকর্ড।

Like Facebook Page