৩৬,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল। ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের।

প্রাথমিক শিক্ষক নিয়োগে ছত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির। ঐতিহাসিক রায়দান কোলকাতা উচ্চ আদালতের। ২০১৬ -র নিয়োগে অ-প্রশিক্ষণ প্রাপ্তদের চাকরি বাতিলের নির্দেশ। চাকরি পরবর্তী প্রশিক্ষণ প্রাপ্তরা আগামী চার মাস পার্শ্ব শিক্ষক হিসেবে বেতন পাবেন এবং বিদ্যালয়ে যেতে পারবেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের ২০১৪ -র নিয়োগে একের পর এক দুর্নীতি প্রকাশ। তিন মাসের মধ্যেই ওই বাতিল হওয়া শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের নির্দেশ দেয় বিচারপতি গঙ্গোপাধ্যায়।

   

বিগত বছর থেকেই প্রাথমিক টেট নিয়োগে দুর্নীতি বিষয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয় কোলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এদিন পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ এর রায় যায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির পক্ষে। ইন্টারভিউ এ নম্বর কম পাওয়া, সংরক্ষণের নিয়ম না মানার মতো একাধিক ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠে ২০১৪ -র প্যানেলের ভিত্তিতে নিয়োগ হওয়া ২০১৬ প্রাথমিক টেটে। প্রায় ১ লাখ ৩২ হাজার টেট উত্তীর্ণদের মধ্যে সাড়ে বিয়াল্লিশ হাজার শূন্যপদে নিয়োগ করা হয় চাকরিপ্রার্থীদের। এর মধ্যে ৬,৫০০ জন প্রশিক্ষণ প্রাপ্ত চাকরি পেয়েছেন। চাকরি পাওয়া প্রশিক্ষণ হীন যারা নিয়োগের পরে ডিএড এর ব্রিজ কোর্স করেছেন তাদের অপ্রশিক্ষিত হিসেবেই চাকরি বাতিল বলে ঘোষণা করেছে মহামান্য আদালত। তবে সাড়ে ছ’হাজার প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকের চাকরি অব্যাহত থাকছে।

আরও পড়ুনঃ- লোকপ্রসার প্রকল্পে আবেদন করুন আর পেয়ে যান প্রতি মাসে ১,০০০ টাকা শিল্পী ভাতা।

২০১৬ -র প্যানেল থেকে নিয়োগ হওয়া প্রশিক্ষণ প্রাপ্তরা আগামী চারমাস পার্শ্ব শিক্ষকের ভূমিকায় স্কুলে যাবেন এবং বেতনও পাবেন। তবে এই তিনমাসের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ৩৬,০০০ শূন্যপদে নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে নির্দেশ দিয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। নতুন নিয়োগ প্রক্রিয়ায় ২০১৬ -র নিয়োগ তালিকায় থাকা সমস্ত চাকরিপ্রার্থী ও টেট উত্তীর্ণরা অংশগ্রহণ করতে পারবেন। প্রশিক্ষণ প্রাপ্তদের চাকরি বহাল রাখতে ইন্টারভিউ এ তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে বলে জানিয়েছে আদালত।

wbbpe-2023

একসাথে এত বিশাল সংখ্যক চাকরি বাতিল সারা দেশে এক ঐতিহাসিক রায় হিসেবে দৃষ্টান্ত উপস্থাপন করছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির টেট সংক্রান্ত নির্দেশ। কোলকাতা হাইকোর্ট রাজ্য সরকার কে নির্দেশ দিয়েছে, তিন মাসের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় অর্থ প্রাথমিক শিক্ষা পর্ষদের দুর্নীতি গ্রস্ত সভাপতি মানিক ভট্টাচার্য্যের কাছ থেকে সংগ্রহ করারও অনুমতি দিয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ- প্রধানমন্ত্রী আবাস যোজনায় কারা কারা ঘর পেলেন স্ট্যাটাস চেক করে বুঝে নিন? স্ট্যাটাস চেক করার পদ্ধতি জানুন।

৩৬,০০০ চাকরি বাতিলের সিদ্ধান্তে রাজ্যজুড়ে হইচই পড়ে গিয়েছে। যারা দুর্নীতি ছাড়াই চাকরি পেয়েছেন তাদের অনেকেই চাকরি হারানোর আশঙ্কায় ভেঙে পড়েছেন। তবে যারা অপ্রশিক্ষণের ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদের পুনরায় চাকরি অব্যাহত রাখতে তাদেরও নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হয় নাকি দুর্নীতি গ্রস্তদের চিহ্নিত করতে নতুন কোনো নির্দেশ দেবে মহামান্য আদালত সেই দিকেই এখন চোখ রয়েছে সকলের।

প্রাথমিক টেট সংক্রান্ত অন্যান্য সব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত হোন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link

টেলিগ্রাম চ্যানেল:- Link

Like Facebook Page