২০২৪ উচ্চ মাধ্যমিক নিয়ে বিরাট ঘোষণা। প্রকাশিত হলো পরীক্ষার দিনক্ষণ।

এগিয়ে এলো হায়ার সেকেন্ডারি পরীক্ষার দিন। উচ্চ মাধ্যমিক ২০২৪ এর রুটিন প্রকাশিত হলো। গত চব্বিশে মে প্রকাশিত হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। এবার উচ্চ মাধ্যমিক ২০২৪ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য্য। আগামী বছর রাজ্যের HS পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিলেন তিনি। সাংবাদিক সম্মেলনে প্রকাশ করেন চব্বিশে হায়ার সেকেন্ডারি পরীক্ষার রুটিন। ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হচ্ছে চলুন জেনে নিন

   

সামনের বছর প্রায় ১ মাস এগিয়ে আনা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চব্বিশে লোকসভা ভোট থাকায় পরীক্ষা গ্রহণে এই শীঘ্রতা করতে চলেছে West Bengal Council of Higher Secondary Education। ২০২৪ এ মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্বও ভোটগ্রহণের পূর্বে সেরে ফেলতে চাইছে সংসদ। আগামী বছর ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ শুক্রবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। পরীক্ষা চলবে ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ বৃহস্পতিবার পর্যন্ত। যেহেতু ২৪ সাল একটি লিপ ইয়ার। তাই ২৯ ফেব্রুয়ারী তারিখেও পরীক্ষা থাকছে।

উচ্চ মাধ্যমিক ২০২৪ এর রুটিন একনজরে:-

আরও পড়ুনঃ- আবেদন করুন প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনায় এবং পেয়ে যান বার্ষিক ৬ হাজার টাকা।

১৬ ই ফেব্রুয়ারী, ২০২৪ শুক্রবার:- বাংলা, ইংলিশ, হিন্দি নেপালি, উর্দু, সাঁওতালি, গুজরাট, তেলেগু, ওড়িয়া, পাঞ্জাবি।

১৭ ই ফেব্রুয়ারী, ২০২৪ শনিবার:- Agriculture, বিউটি এন্ড ওয়েলনেস, হেল্থ কেয়ার, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, Electronics.

১৯ ই ফেব্রুয়ারী, ২০২৪ সোমবার:- ইংলিশ, বাংলা (Second Language), হিন্দি (Second Language), Alternative English, নেপালি (Second Language)।

২০ ই ফেব্রুয়ারী, ২০২৪ মঙ্গলবার:- ইকনমিকস।

২১ ই ফেব্রুয়ারী, ২০২৪ বুধবার:- পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, হিসাবশাস্ত্র।

২২ ই ফেব্রুয়ারী, ২০২৪ বৃহস্পতিবার:- সঙ্গীত, পরিবেশবিদ্যা, শারীরবিদ্যা, কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন।

২৩ ই ফেব্রুয়ারী, ২০২৪ শুক্রবার:- সমাজবিজ্ঞান, দর্শন, কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারি।

২৪ ই ফেব্রুয়ারী, ২০২৪ শনিবার:- রসায়ন, সংস্কৃত, পার্সি, আরবি, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, ফরাসি।

২৭ ই ফেব্রুয়ারী, ২০২৪ মঙ্গলবার:- গণিত, ইতিহাস, মনোবিজ্ঞান, পুরাতত্ত্ববিদ্যা, Agronomy।

২৮ ই ফেব্রুয়ারী, ২০২৪ বুধবার:- জীববিদ্যা, বিজনেস স্টাডিস, রাষ্ট্রবিজ্ঞান।

২৯ ই ফেব্রুয়ারী, ২০২৪ বৃহস্পতিবার:- ভূগোল, রাশিবিজ্ঞান, ফ্যামিলি রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট।

আরও পড়ুনঃ- বাড়তে পারে গ্রীষ্মের ছুটি। হাইকোর্টের নির্দেশে কি জানালো রাজ্য সরকার।

২০২৪ এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেমন পরীক্ষার জন্য আগাম প্রস্তুতি নিতে চাইছে, তেমনই এদিন বুধবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের দিন আগামী বৎসরের উচ্চ মাধ্যমিকের রুটিন ঘোষণার সময় সংবাদমাধ্যমে আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও এখন থেকেই পরীক্ষার জন্য প্রস্তুত হতে বলেছেন।

২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। নীচের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন।

টেলিগ্রাম চ্যানেল:- Link

হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link

Like Facebook Page