বাড়তে পারে গরমের ছুটি? কি জানালো রাজ্য সরকার? হাইকোর্টের নির্দেশ পড়ুন।

গরমের ছুটি নিয়ে মস্ত বড়ো আপডেট এইমাত্র উঠে এলো। কবে শেষ হচ্ছে Summer Vacation? রাজ্যের বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান গুলি কবে থেকে খুলতে চলেছে। গ্রীষ্মের ছুটি কি বাড়তে পারে? কি সিদ্ধান্ত গ্রহণ করলো রাজ্য সরকার? গরমের ছুটি ও স্কুল খোলা নিয়ে বিচারপতিই বা কি নির্দেশ দিলেন সমস্ত আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

   

গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের জন্য এবার অগ্রিম গরমের ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। ২ রা মে থেকে অনির্দিষ্টকালের জন্য গরমের ছুটি এখনও চলছে। মাঝে দু-একদিন ঝড়-বৃষ্টির ফলে পরিবেশের উষ্ণতা কিছুটা কমলেও অধিকাংশ সময় ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে অথবা ৪০ ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা থাকছে। এমতবস্থায় বিদ্যালয় স্তরের ছাত্র-ছাত্রীদের বিশেষত ছোটদের এই ভীষণ গরমের হাত থেকে রক্ষা করতে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এগিয়ে আনা হয় গ্রীষ্মের ছুটি।

যদিও গরমের ছুটি কবে শেষ হচ্ছে এবং স্কুল গুলি পুনরায় কবে খুলতে চলেছে তা নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে জিজ্ঞাস্য রয়েইছে। এরই মধ্যে হাইকোর্টে এদিন বৃহস্পতিবার শিক্ষক ও শিক্ষিকা বদলি নিয়ে মামলা শুনানিতে স্কুল খোলার বিষয়টি নিয়ে জানতে চান বিচারপতি হরিশ ট্যান্ডন। রাজ্যের আইনজীবী কাছে জানতে চাওয়া হয় গরমের ছুটি কবে শেষ হচ্ছে।

আরও পড়ুনঃ- অনলাইনে ট্রেনের তৎকাল ও কনফার্ম টিকিট বুক করবেন কিভাবে?

বিচারপতির উক্ত প্রশ্নের উত্তরে রাজ্য সরকারের আইনজীবী জানিয়েছেন, গরমের দাবদাহ ক্রমশই বৃদ্ধি পাওয়ায় গরমের ছুটি এখনই শেষ হচ্ছে না। প্রচন্ড গরমে বাচ্চাদের অস্বস্তির কথা মাথায় রেখে গরমের ছুটি আরও কিছুদিন বাড়াতে পারে রাজ্য সরকার। এরপর বিচারপতি বলেন, গরমের ছুটি বাড়লেও স্কুল খোলার একটা Tentative Date দিতে হবে রাজ্য সরকার কে।

এই প্রসঙ্গে রাজ্য পক্ষের এডভোকেটের সংযোজন, সরকার গ্রীষ্মের ছুটির পরে স্কুল পুনরায় খোলার জন্য ১৪ জুন তারিখ টিকে সম্ভাব্য দিন হিসেবে ঘোষণার জন্য বিবেচনা করছে। তবে এই বিষয়ে রাজ্য সরকারের তরফে কোনও নোটিশ এখনো জারি করা হয়নি। এই বিষয়টি এখনো ভাবনা পর্যায়ে রয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সিলমোহর এবং নবান্নের সবুজ সংকেত পেলে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান গুলি পুনরায় খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ- লক্ষ্মীর ভান্ডারে বাড়ানো হলো মাসিক ভাতার পরিমাণ? কবে থেকে পাবেন বাড়তি টাকা?

পাশাপাশি শিক্ষক বদলি মামলার পরিপ্রেক্ষিতে গ্রীষ্মের ছুটির পরে যাতে শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে যাতে শিক্ষক শিক্ষিকার অভাবে ক্লাস বন্ধ না থাকে সেই বিষয়টি রাজ্য সরকার কে জানিয়ে দেন বিচারপতি হরিশ ট্যান্ডন। গরমের ছুটি কবে শেষ হচ্ছে অথবা স্কুলগুলিই বা কবে খুলতে চলেছে- রাজ্য সরকারের নোটিশ জারি না হওয়া পর্যন্ত হাইকোর্টে এই ব্যাপারে বেশি কিছু বলতে চাননি রাজ্য পক্ষের আইনজীবী। অর্থাৎ এইটুকু ধরে নেয়া যায়, এই দাবদাহে গরমের ছুটি এখনই শেষ হচ্ছে না। উপরন্তু স্কুল কবে খুলবে তা সরকারি নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

চাকরি, স্কলারশিপ ও বিভিন্ন সরকারি প্রকল্প সম্বন্ধে বিস্তারিত তথ্যের খুটিনাটি আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।

টেলিগ্রাম চ্যানেল:- Link

হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link

Like Facebook Page