আবেদন করুন প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনায় এবং পেয়ে যান বার্ষিক ৬ হাজার টাকাI

আমরা প্রায় সকলেই জানি যে, ভারতবর্ষের অর্থনীতির প্রায় অর্ধেক অংশই কৃষিক্ষেত্র দখল করে আছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে বাজেট পেশের সময় বলেন, ভারতীয় অর্থনীতি বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতি হতে চলেছে। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কৃষিজাত পণ্যের বিদেশে রপ্তানি, অভ্যন্তরীণ বাণিজ্য ও উদ্যানপালন এর। উপমহাদেশের বিশাল অর্থনীতি ও GDP বৃদ্ধির মূল নিয়ন্ত্রক চাষাবাদ হওয়ায় দেশের কৃষিব্যবস্থা ও কৃষকদের উন্নতিকল্পে চাষীদের কৃষক ভাতা দিয়ে আসছে কেন্দ্র সরকার।

   

পিএম কিষাণ সন্মান নিধি যোজনা আসলে কি?

পিএম কিষাণ সন্মান নিধি যোজনা হলো কেন্দ্রীয় সরকার কর্তৃক দেশের দুঃস্থ কৃষকদের দেয় একটি জনদরদি প্রকল্প বিশেষ। এই প্রকল্পের উদ্দেশ্য দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের কৃষিকাজের জন্য আর্থিক সহায়তা ও কৃষিকাজে উৎসাহ প্রদান করা। এই প্রকল্পের আওতায় বার্ষিক ৬,০০০ টাকা মোট তিন কিস্তিতে সরাসরি যোগ্য ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।

পিএম কিষাণ যোজনায় আবেদনের জন্য প্রয়োজনীয় শর্ত:-

১/৪: আপনাকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।

২/৪: আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছর বা তার উর্ধ্বে হতে হবে।

৩/৪: একটি পরিবারের স্বামী, স্ত্রী ও নাবালক সন্তানের মধ্যে যে কোনো একজনের নামে এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন। ১৮ বছরের উর্ধ্বে সন্তানের নামে জমি থাকলেও সেও আলাদাভাবে এই যোজনায় সুবিধা নেওয়ার জন্য আবেদন জানাতে পারে।

৪/৪: আবেদনকারীর নামে চাষযোগ্য জমি থাকতে হবে।

আরও পড়ুন: বাড়িতে নার্সারির মতো গোলাপচারা কিকরে তৈরি করবেন? বিস্তারিত জানুন প্রতিবেদনে।

পিএম কিষাণ যোজনায় কারা আবেদনের যোগ্য নন?

• কেন্দ্র /রাজ্য সরকারে চাকুরিরত কর্মীরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না।

• পূর্ববর্তী অর্থবছরে আয়কর দিয়ে থাকলে সংশ্লিষ্ট পরিবারের কোনো সদস্য এই যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন না।

• ১০,০০০ টাকার অধিক পেনশন প্রাপকরা পিএম কিষাণের জন্য যোগ্য নন।

• ২ হেক্টরের বেশি জমি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি এই প্রকল্পে টাকা পাবেন না।

• সরকারি জমিতে কৃষিকাজ করলে কিম্বা লোকসভা/রাজ্যসভা/মন্ত্রীসভার সদস্য এমন পরিবারের লোকজন এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।

পিএম কিষাণ যোজনায় আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:-

এই স্কীমে আবেদনের জন্য আবেদনকারীকে নিম্নলিখিত ডকুমেন্টস গুলি সঙ্গে রাখতে হবে।

• পরিচয় পত্র (আধার/ভোটার/কার্ড)।

• রেশন কার্ড।

• একটি বৈধ মোবাইল নম্বর(আধারের সাথে মোবাইল নম্বর সংযুক্তি থাকতে হবে)।

• পাসপোর্ট মাপের ফটো।

• বাসিন্দা সার্টিফিকেট।

• ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস।

• জমি রেকর্ডের (পর্চা) প্রমাণপত্র।

পিএম কিষাণ যোজনার গুরুত্বপূর্ণ আপডেট:-

এই যোজনার অধীনে নিবন্ধনকৃত প্রত্যেক যোগ্য কৃষকের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ষিক ৬,০০০ টাকা কেন্দ্র সরকারের তরফে তিন কিস্তিতে(মরশুমি ফসল রোপণের সময়) পাঠানো হয়। তবে কে এই প্রকল্পের জন্য যোগ্য তা নির্ধারণের দায় বর্তেছে রাজ্য সরকারগুলির ওপর। এখনো পর্যন্ত প্রায় ১০ কোটির অধিক সংখ্যক কৃষিজীবী এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে সাম্প্রতিক এক আপডেট উঠে এসেছে যে,পিএম কিষাণ ভাতার পরিমাণ বেড়ে ১২,০০০ টাকা হতে পারে। এই নিয়ে মন্ত্রিসভায় আলোচনা চলছে। যদি পেনশন সত্যিই বৃদ্ধি পায় তবে ক্ষুদ্র ও মাঝারি কৃষকরা অনেকটাই উপকৃত হবেন।

সম্প্রতি, অনেক রাজ্যেই প্রচুর সংখ্যক সুবিধাভোগীকে চিহ্নিত করে তাদের নথিভুক্তিকরণ বাতিল করা হয়েছে এবং ভুল ব্যক্তিদের কাছে গিয়ে থাকা টাকা ফেরৎ নেওয়ার কাজ শুরু হয়েছে। প্রচুর সংখ্যক অযোগ্য ব্যক্তি ভুয়ো তথ্য দিয়ে পিএম কিষাণ প্রকল্পের টাকা হাতিয়ে নিয়েছেন। সম্প্রতি কেন্দ্র সরকার নোটিশ দিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে দিয়েছে, আবেদনকারীদের নথিপত্র যাতে ভালোভাবে খতিয়ে দেখা হয়। জালিয়াতি রুখতেই এমন কড়া সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্র সরকার।

পিএম কিষাণ যোজনায় কিভাবে নাম নথিভুক্ত করবেন?

পিএম কিষাণ যোজনায় নাম নথিভুক্তকরণের জন্য আপনি নীচের যেকোনো একটি উপায় অবলম্বন করতে পারেন।

১) ওয়েবসাইটের মাধ্যমে:

১/৬: প্রথমে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নতুন কৃষক নিবন্ধকরণ(new farmer registration) অপশনে যান।

২/৬: এরপর আপনার সামনে একটি নতুন স্ক্রিন আসবে।এখানে আধার, মোবাইল ও স্টেট নাম বসিয়ে send otp অপশনে যান।

৩/৬: আপনার মোবাইল নম্বরে যে ওটিপি আসবে তা দিয়ে submit করলেই আরেকটি নতুন পৃষ্ঠা খুলে যাবে। এখানে আপনার ব্যক্তিগত ডিটেইলস ভালোভাবে পূরণ করতে হবে।

৪/৬: এর ঠিক নীচেই আপনার জমি সংক্রান্ত বিস্তারিত তথ্য(জমির রেকর্ডস) উল্লেখ করতে হবে।

৫/৬: এরপর আপনার আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও জমির রেকর্ড এর ডকুমেন্টস নির্দিষ্ট ফর্ম্যাটে আপলোড করুন।

৬/৬: এবারে Check Box ক্লিক করে সাবমিট করলেই আপনার অনলাইন নিবদ্ধকরণ সম্পূর্ণ হবে।

২) অ্যাপের মাধ্যমে:

• প্রথমেই Pm Kisan অ্যাপটি Google play store থেকে ডাউনলোড করে অ্যাপটি চালু করুন।

• এখন নতুন কৃষক নিবদ্ধকরণ(new farmer registration) এ গিয়ে আধার/মোবাইল নম্বর দিয়ে click here to continue এ যান।

• এবারে যে নতুন স্ক্রিন আসবে সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে ডকুমেন্টস আপলোড করে submit করলেই আপনার পিএম কিষাণ রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আবেদন পত্র প্রিন্ট করে নেবেন এবং প্রয়োজনীয় নথি(ডকুমেন্টস) সহযোগে আপনার ব্লকের সহ কৃষি অধিকর্তার কার্য্যালয়ে ভেরিফিকেশনের জন্য জমা করতে হবে।

ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে মেসেজ যাবে এবং আপনার আবেদনের স্ট্যাটাস অনলাইনে উক্ত অ্যাপ/ওয়েবসাইটে আধার তথ্য দিয়ে দেখতে পারবেন।

Like Facebook Page