উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর ফলাফল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এইমাত্র উঠে এলো।

রাজ্যে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবছর। এবার সাংবাদিক সম্মেলনে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের দিনও জানিয়ে দিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীবী ভট্টাচার্য। পাশাপাশি পরীক্ষার খাতা কিভাবে মূল্যায়ন করা হবে, কারা পাশ করবেন, কারাই বা অনুত্তীর্ণ হবেন সেই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিলেন সংসদ সভাপতি।

   

এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৮ লক্ষ ৫৩ হাজার মতো। ১৪ মার্চ পরীক্ষা আরম্ভ হয়ে গত ২৭শে মার্চ পরীক্ষা পর্ব শেষ হয়। যেহেতু করোনার পর এটি শিক্ষার্থীদের কাছে বাইরের পরীক্ষা কেন্দ্রে প্রথম মাইলস্টোন পরীক্ষা (বিগত বছর হোম সেন্টারেই পরীক্ষা হয়েছে)। তাই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য কড়াকড়ি ও আঁটোসাটো নিরাপত্তা ছিল পরীক্ষা কেন্দ্রগুলিতে। ছিল সিসিটিভি নিরাপত্তাও। সংসদ পরীক্ষার এই বিশেষ পদ্ধতিকে পাইলট প্রজেক্ট আখ্যা দিয়েছে।

দু-তিনটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সংসদ সভাপতি চিরঞ্জীবী ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যের মোট ২,৩৪৯ টি পরীক্ষাকেন্দ্রে মোট ১২ জন পরীক্ষার্থীর বিরূদ্ধে রিপোর্ট জমা পড়েছে। মোট ১৬১ জন পরীক্ষার্থীকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। ৮৪ জন হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছেন। এবং সব দিন মিলিয়ে মোট পাঁচটি মোবাইল ধরা পড়েছে।

আরও পড়ুন: বদলে যাচ্ছে বিদ্যুৎ ব্যবহারের নিয়ম। বাজারে আসতে চলেছে নতুন প্রিপেইড মিটার।

পরীক্ষার ফলাফল প্রসঙ্গে সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছে জুন মাসের মধ্যে সমস্ত উচ্চ শিক্ষা বোর্ড কে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। সেইমততো সংসদ ফলাফল প্রকাশের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। West Bengal Council of Higher Secondary Education সূত্রে জানা গিয়েছে জুনের প্রথম সপ্তাহে ১০ জুনের আগেই উচ্চ মাধ্যমিক ২০২৩ ফলাফল প্রকাশ করবে সংসদ।

এদিন সাংবাদিক সম্মেলনে সংসদ সভাপতি আরও জানান, এই বছর অর্থাৎ ২০২৩-‘২৪ শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেনীর পঠন পাঠন স্তরে Data ScienceArtificial Intelligence and Machine Learning এই দু’টি বিষয় উচ্চ মাধ্যমিক স্তরেই যুক্ত করার চিন্তা ভাবনা করছে সংসদ। যেসকল পরীক্ষার্থী ন্যূনতম প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাদের পাশ করানোর চেষ্টা করা হবে। কিন্তু যারা কিছুই লেখেননি কিম্বা পরীক্ষার খাতায় উল্টোপাল্টা লিখে এসেছেন তাদের পাশ করানো হবে না বলে সাফ জানিয়ে দেন সংসদ কর্তা।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে যেভাবে দেখবেন:-

২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশীট ছাত্র ছাত্রীরা নিজের বিদ্যালয় থেকে সংগ্রহ করতে পারবেন। তার আগে অনলাইনে ফলাফল দেখার জন্য wbresults.nic.in অথবা wbchse.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে রেজাল্টের লিঙ্ক যেতে হবে। এরপর প্রার্থীর রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে সাবমিট করলেই স্ক্রিনে ফলাফল রিপোর্ট ভেসে উঠবে।

Like Facebook Page