কেন্দ্র সরকারের তরফে দেশব্যাপী কৃষকদের জন্য যে সমস্ত জনকল্যাণমুখী প্রকল্প কার্যকর করা হয়েছে তার মধ্যে PMKSNY হলো অন্যতম। চাষযোগ্য জমি রয়েছে এমন কৃষকদের কৃষিকাজে যাতে সার, কীটনাশক, ফসলের বীজ ইত্যাদির অভাব না হয় এবং কৃষি যন্ত্রাংশ কেনার জন্য বছরে তিন কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৬,০০০ টাকা অর্থসাহায্য দিয়ে থাকে কেন্দ্র সরকার। এখনো পর্যন্ত প্রায় ১২ কোটি চাষি এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। সম্প্রতি কিষাণ সন্মান নিধির ১৪ তম কিস্তির টাকা পাঠানো বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে।
চলতি বছর ২৭ শে ফেব্রুয়ারী প্রায় ৮ কোটি ৪২ লাখ কৃষক পিএম কিষাণ যোজনার ১৩ তম কিস্তির টাকা পেয়েছিলেন। অবশিষ্ট কৃষকেরা KYC ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন না করার জন্য টাকা পাননি। সেই সকল কৃষকদের সময় দেওয়া হয়েছিল কেওয়াইসি সাবমিট করার জন্য। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর, ১৫ মে এর পর থেকেই ১৪ তম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পৌঁছে যাবে। যারা ১৩ তম কিস্তির টাকা পাননি এবং ইতিমধ্যেই kyc ভেরিফাই করেছেন তারা ১৩ ও ১৪ তম দুই কিস্তির টাকা একইসঙ্গে পাবেন বলে আপডেট উঠে এসেছে।
আপনি PM Kisan Samman Nidhi Yojona এর সুবিধা পাওয়ার যোগ্য কিনা তা কিভাবে বুঝবেন?
পিএম কিষাণ যোজনার জন্য আপনি যোগ্য কিনা তা বোঝার জন্য প্রথমে অনলাইনে pmkisan.gov.in সাইটে গিয়ে Farmers Corner এ যান। এখন পরবর্তী পেজে মোবাইল নম্বর, আঁধার তথ্য ও Bank Account Details দিয়ে Get Data তে ক্লিক করুন। আপনার আধার ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন ও সফল হলে একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে লেখা থাকবে আপনি প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনার টাকা পাওয়ার জন্য উপযুক্ত কিনা।
আরও পড়ুনঃ- বিদ্যাসারথী স্কলারশিপে আবেদন করে পেয়ে যান ১ লাখ টাকা পর্যন্ত বৃত্তি।
PM Kisan Yojona এর স্ট্যাটাস জানার পদ্ধতি:-
Pradhan Mantri Kisan Samman Nidhi Yojona -য় আপনি যে আবেদন পত্র ভরেছিলেন তা গ্রহণ করা হয়েছে নাকি Reject হয়েছে। যদি রিজেক্ট হয়ে থাকে, তার কারণ কি। আপনি পিএম কিষাণ প্রকল্পে টাকা পাবেন কিনা, কবে টাকা পাবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য https://pmkisan.gov.in/farmerstatus.aspx এ ক্লিক করুন। এরপর যে নতুন পৃষ্ঠাটি খুলবে তাতে Aadhaar Number ও Captcha Code দিয়ে Search এ ক্লিক করুন।
পরবর্তী পেজে ডিভাইসের স্ক্রিনে আপনার আবেদনের স্ট্যাটাস ভেসে উঠবে। পিএম কিষাণের বরাদ্দ করা টাকা স্যাংশন হয়েছে কিনা? এছাড়া আপনার ব্যাঙ্ক ডিটেইলস ও আধার তথ্য সংক্রান্ত বিস্তারিত স্ক্রিনে দেখতে পাবেন।
পিএম কিষাণ সম্পর্কিত সমস্ত আপডেট সবার আগে পেতে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন অথবা টেলিগ্রাম চ্যানেলে।
হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link
টেলিগ্রাম চ্যানেল:- Link