টেট নিয়ে বিরাট ঘোষণা। TET সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেট এইমাত্র উঠে এলো। দেড় লক্ষেরও বেশী টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের Qualifying Certificate বিতরণের প্রক্রিয়া শুরু হলো। তাদের নিয়োগ কবে? ২০২৩ সালের টেট পরীক্ষাই বা কবে হবে? টেট পাসের সার্টিফিকেট অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্যের খুটিনাটি আপডেট জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
টেটের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বহু টালবাহানার পর অবশেষে হাইকোর্টের নির্দেশে টেট উত্তীর্ণদের টেট পাসের সার্টিফিকেট প্রদানের প্রক্রিয়া শুরু করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট পাসের এই শংসাপত্র কিছু নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে বাড়িতে বসেই ডাউনলোড করে নিতে পারবেন চাকরিপ্রার্থীরা। এদিকে ২০১৭ সালের টেট নিয়োগ দুর্নীতিতে যে শূন্যপদ তৈরি হয়েছে সেই শূন্যপদ গুলিতে প্যানেলের মাধ্যমে প্রাথমিকে দ্রুত শিক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে ক্রমশ একের পর এক দুর্নীতি সামনে আসায় এবং চাকরিপ্রার্থীদের লাগাতার অভিযোগ-মামলার ভিত্তিতে সেই নিয়োগ প্রক্রিয়াও থমকে।
আরও পড়ুনঃ খুশির ডালি। পিএম কিষাণে ডবল টাকা দেওয়া হচ্ছে সকলকে।আবেদন স্ট্যাটাস চেক করুন।
তবে এর মধ্যেও আশার আলো ফুটেছে, বাইশ সালের টেট পরীক্ষার্থীদের টেট পাসের সার্টিফিকেট প্রদান শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। বহু আইনি জটিলতার পর ২০২২ এর ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয় রাজ্য টেট পরীক্ষা। পরীক্ষায় অংশ নেয় ছয় লক্ষাধিক চাকরিপ্রার্থী। তার মধ্যে ১,৫০,৪৯১ জন টেটপ্রার্থী পাস করেছেন। সেই সকল উত্তীর্ণ প্রার্থীদেরই এবার টেট পাসের সার্টিফিকেট দেওয়া শুরু হলো। যদি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছেন, এখন থেকে প্রত্যেক বছর দু’বার করে টেট পরীক্ষা নেওয়া হবে এবং উত্তীর্ণ প্রার্থীদের টেট পাসের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে যা লাইফটাইম পর্যন্ত বৈধ থাকবে।
তবে এই বিষয়টিতে এখনো চূড়ান্ত সিলমোহর পড়েনি। রাজ্য সরকারের সবুজ সংকেত পেলে সিদ্ধান্ত নেওয়া হবে জানান পর্ষদ সভাপতি। তবে সম্প্রতি টেটে নিয়োগের জন্য যে শূন্যপদ বেরিযেছে তাতে পুরেনো প্যানেল থেকেই নিয়োগ করা হবে। নতুন টেট পাসদের নতুন করে শূন্যপদে টেটের বিজ্ঞপ্তি দিয়ে মেধাতালিকা অনুযায়ী নতুন প্যানেল তৈরি করে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিক সূত্রে খবর, খুব শীঘ্রই নতুন টেট এর মাধ্যমে প্রাথমিকে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে।
টেট পাসের সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন?
আরও পড়ুনঃ সীতারাম জিন্দাল স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। আবেদন করলে পাবেন ৫০,০০০ টাকা।
২০২২ সালের টেট পাসের সার্টিফিকেট ডাউনলোড ও প্রিন্ট করার জন্য প্রথমে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটে এসে TET-2022 Eligibility Certificate এ ক্লিক করুন। এরপর আপনার ডিভাইসের স্ক্রিনে যে অপশনগুলি আসবে তার মধ্যে Teacher Eligibility Test, 2022 (TET-2022) এ যান। এখন TET-2022 Certificate Download অপশনে ক্লিক করুন।
তারপর আপনার সামনে যে নতুন পেজটি ওপেন হবে তাতে টেটের রেজিষ্ট্রেশন নম্বর ও আপনার জন্ম তারিখ দিয়ে Download Your Certificate এ ক্লিক করলেই টেট পাসের সার্টিফিকেট টি ডাউনলোড হয়ে যাবে। এটিকে প্রিন্ট করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন।
সমস্ত খবরের আপডেট সবার আগে পেতে নীচে দেওয়া লিঙ্ক ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন। যাতে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে পোস্ট করা হলে নোটিফিকেশন এর মাধ্যমে আপনি তা জানতে পারেন।
হোয়াটসঅ্যাপ গ্রুপ: Link